যে কারণে টাইব্রেকারে শট নেননি নেইমার
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। টাইব্রেকারে ৪-২ গোলে গতবারের রানার্সআপদের কাছে হেরে যাওয়ায় বিশ্বকাপ যাত্রা থেমেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-২ গোলে হেরে যায় নেইমারবাহিনী।
টাইব্রেকারে ব্রাজিলের হয়ে প্রথম শট মিস করেন রোদ্রিগো। তবে দ্বিতীয় ও তৃতীয় শটে গোল করে ব্রাজিলকে লড়াইয়ে রেখেছিল ক্যাসেমিরো আর পেদ্রো। কিন্তু মার্কুইনোস চতুর্থ শটে গোল দিতে ব্যর্থ হলে থেমে যায় ব্রাজিলের সেমিফাইনালের স্বপ্ন। কেননা প্রথম ৪ শটই জালে জড়ায় ক্রোয়াশিয়ার নিকোলা ভ্লাসিচ, লভরো মাইয়ের, লুকা মদ্রিচ ও মিসলাভ অরসিচ। টাইব্রেকারে শট নিতে পারেননি ব্রাজিলের পোস্টার বয় নেইমার।
এর কারণ হিসেবে ব্রাজিলের সদ্য বিদায়ী কোচ তিতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, শেষ শটটি অনেক গুরুত্বপূর্ণ এবং তখন অনেক চাপ থাকে। নেইমার সেই চাপ নিতে পারবে। তাই তাকে পঞ্চম শটের জন্য রাখা হয়েছিল।
এসজি