মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ভারতের এক ইনিংসেই বাংলাদেশের বিপক্ষে রেকর্ড পাতায় ওলট-পালট

আগের দিন রাতে বিশ্বকাপ ফুটবলে ঘটে গেছে অম্ল-মধুর স্মৃতি। কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায় আর আর্জেন্টিনার সেমিফাইনালে উঠার আনন্দ-বেদনার এই মিশ্র অনুভূতি নিয়ে বাংলাদেশের মানুষ ঘুমাতে যান। এদিকে সকাল হতে না হতেই সবার দৃষ্টি আবার বিএনপির সমাবেশকে নিয়ে। কী হয়, না হয় এই রকম একটা সংখ্যা সবার মাঝে।

এসবের কারণে অনেকটা আড়ালেই পড়ে যায় চট্টগ্রামে বাংলাদেশ ভারতের তৃতীয় ওয়ানডে ম্যাচ। সিরিজ খোয়ানো ম্যাচে ভারত রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করে দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে হয়েছে প্রথমবারের মতো অনেক রেকর্ড। প্রথমে ব্যাট করতে নেমে ভারত করেছে ৮ উইকেটে ৪০৯ রান। বাংলাদেশের বিপক্ষে এটি দলগত সর্বোচ্চ রান এবং প্রথম চারশোর্ধ্ব রানের ইনিংস। এর আগে সর্বোচ্চ রান ছিল ইংল্যান্ডের। ২০০৫ সালে নটিংহ্যামে তারা ৪ উইকেটে করেছিল ৩৯১ রান। বাংলাদেশের বিপক্ষে প্রথম হলেও ওয়ানডে ক্রিকেটে এটি ছিল ২২তম বার চারশোর্ধ্ব রানের ইনিংস।

বিশ্ব রেকর্ড গড়ে ডাবল সেঞ্চুরি করেছেন সিরিজে প্রথমবারের মতো খেলতে নামা ইশান কিশান। সবচেয়ে কম মাত্র ১২৬ বলে করেছেন ডাবল সেঞ্চুরি। আগের রেকর্ড ছিল ক্রিস গেইলের। তিনি ১৩৮ বলে করেছিলেন এই সেঞ্চুরি।

ইশানের ডাবল সেঞ্চুরিও বাংলাদেশের বিপক্ষে প্রথম। আগে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস ছিল জিম্বাবুয়ের চার্লস কভেন্ট্রির। ২০০৯ সালে বুলাওয়েতে তিনি করেছিলেন অপরাজিত ১৯৪ রান। ইশানের ২১০ রান ঘরের মাঠেও বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ রানের ইনিংস ছিল অস্ট্রেলিয়ার ওয়াটসনের। তিনি ২০১১ সালে মিরপুরে করেছিলেন ১৮৫ রান।

ইশান আউট হন তাসকিনের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে। তার ১৩১ বলের ইনিংসে ছিল ২৪টি চার ও ১০টি ছক্কা। সেঞ্চুরি করেছিলেন ৮৫ বলে ১৪টি চার ও ২ ছক্কায়। সেঞ্চুরি থেকে ডাবল সেঞ্চুরিতে পৌঁছাতে বল খেললেন মাত্র ৪১টি। ছিল ৯টি চার ও ৭টি ছক্কা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তিনি আরও বেশি আক্রমণাত্মক হচ্ছিলেন। ডাবল সেঞ্চুরির পর এক ছক্কা ও চারে ১০ রান যোগ করার পর তিনি আউট হয়ে গেলে বাংলাদেশ যেন হাফ ছেড়ে বাঁচে।

ইশান ও কোহলি দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ২৯০ রান। এই রান যে কোনো জুটিতে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ রান ছিল ২৮২। ২০১৭ সালে হাসিম আমলা ও কুইন্টন ডি কক কিম্বারলিতে করেছিলেন এই রান।

রেকর্ডের এই মিছিলে বিরাট কোহলি সামিল হয়েছেন অন্যভাবে। একসময় যেখানে তিনি সেঞ্চুরি করতেন হরহামেশা, সেখানে হঠাৎ করেই সেঞ্চুরি হয়ে উঠে আকাশের চাঁদ। সেঞ্চুরি না পাওয়ার সঙ্গে যোগ হয়েছিল রান খরাও। আজ তিনিও সেঞ্চুরি পেয়ে যান ৪৩ ওয়ানডে পর। সেঞ্চুরি করতে কোহলি বল খেলেন ৮৫টি। ১১টি বাউন্ডারির সঙ্গে ছক্কা ছিল একটি। সাকিব আক্রমণে ফিরে এসে তাকে আউট করেন মেহেদি হাসান মিরাজের সহায়তায়। তার ৯১ বলে ১১৩ রানের ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি।

এই দুই ব্যাটসম্যান আউট হওয়ার পর বাংলাদেশের বোলাররাও যেন নিজেদের ফিরে পান। যে কারণে ভারতের পরবর্তী ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারেননি। ওয়াশিংটন সুন্দর ৩৭ ও অক্ষর প্যাটেল ২০ রান করেন।

ভারতের ইনিংস যে এমন আকাশছোঁয়া হবে তা কিন্তু তাদের ইনিংসের শুরু দেখে বুঝা যায়নি। কারণ লিটন টানা তৃতীয়বারের মতো টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানানোর পর দলীয় ১৫ রানে মিরাজ বল হাতে নিয়েই প্রথম বলে শেখর ধাওয়ানকে আউট করে আঘাত এনেছিলেন। তখন মনে হয়েছিল ভারত আজকেও সুবিধা করতে পারবে না। কিন্তু অধিনায়ক রোহিতের ইনজুরিতে ইশান কিশান খেলার সুযোগ পেয়ে সব পাল্টে দেন।

সাকিব ৬৮, এবাদত ৮০ ও তাসকিন ৮৯ রানে দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন মোস্তাফিজ ও মিরাজ।

এমপি/এসজি

Header Ad
Header Ad

নিলামে তুলেও এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রি করতে পারছে না ব্যাংকগুলো

নিলামে তুলেও এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রি করতে পারছে না ব্যাংকগুলো। ছবি: সংগৃহীত

বারবার নিলাম ডেকেও এস আলম গ্রুপের বন্ধকী সম্পত্তির কোনো ক্রেতা খুঁজে পাচ্ছে না দেশের ব্যাংকগুলো। ফলে ঋণ আদায়ে এখন বাধ্য হয়ে অর্থ ঋণ আদালতের শরণাপন্ন হচ্ছে তারা। এতে পুরো প্রক্রিয়া দীর্ঘায়িত ও জটিল হয়ে পড়েছে।

চট্টগ্রামভিত্তিক এই শিল্পগোষ্ঠী ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ নিয়ে খেলাপি হয়েছে। উদাহরণস্বরূপ, জনতা ব্যাংক ১০,৭০০ কোটি টাকার বিপরীতে ছয়বার নিলাম ডেকেও কোনো সাড়া পায়নি। একইভাবে ইসলামী ব্যাংকও সাত দফা নিলাম আয়োজন করেও ব্যর্থ হয়েছে, যার মধ্যে আইডিয়াল ফ্লাওয়ার মিলসের ১,১০০ কোটি টাকার ঋণ সংক্রান্ত নিলামও অন্তর্ভুক্ত।

সাম্প্রতিক সময়ে এস আলম গ্রুপের একাধিক স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও জমি নিলামে তোলা হলেও দরপত্র জমা পড়েনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আইনি প্রক্রিয়া পূরণের জন্যই তারা এসব নিলাম ডাকছেন, যদিও আগ্রহী ক্রেতার দেখা মিলছে না। অনেকেই এই বিষয়টিকে ভয় পাচ্ছেন বলে উল্লেখ করেন তারা।

অভিযোগ রয়েছে, এস আলম গ্রুপ সরাসরি ও পরোক্ষভাবে ইসলামী ব্যাংক থেকে প্রায় ১ লাখ ৫ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, যার বড় একটি অংশ বিদেশে পাচার হয়েছে। সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গ্রুপটির নিয়ন্ত্রণ জব্দ করে।

বর্তমানে এস আলম গ্রুপের ওপর কেন্দ্রীয়ভাবে তদন্ত ও আইনি পদক্ষেপ নিচ্ছে ১৪ সদস্যের বিশেষ লিগ্যাল টিম। একই সঙ্গে তাদের জব্দকৃত শেয়ার বিক্রির জন্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে।

 

Header Ad
Header Ad

সেই জিম্বাবুয়ের বিপক্ষেই চার বছর পর সাদমানের সেঞ্চুরি

সেই জিম্বাবুয়ের বিপক্ষেই চার বছর পর সাদমানের সেঞ্চুরি। ছবি: সংগৃহীত

চার বছর পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন সাদমান ইসলাম। চট্টগ্রামে চলমান টেস্টে রিচার্ড এনগারাভার বল লং অনে পুশ করে বাউন্ডারিতে পাঠান তিনি। এ ছিল তার ইনিংসের ১৬তম চার এবং এই চারের মাধ্যমেই তিনি স্পর্শ করেন তিন অঙ্কের ঘর। এটি সাদমানের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক।

দুইটি শতকই জিম্বাবুয়ের বিপক্ষে। আগের সেঞ্চুরিটি ছিল ২০২১ সালের জুলাইয়ে, হারারেতে, অপরাজিত ১১৫ রানের ইনিংস। এবার শতক পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে ২৬ ইনিংস ও প্রায় ৪ বছর।

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালেই দিনের প্রথম বলেই তাইজুল ইসলামের ঘূর্ণিতে অলআউট হয় জিম্বাবুয়ে। এরপর ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ভালো শুরু পায়। প্রথম ইনিংসে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৩২ রান তুলে ফেলেছে স্বাগতিকরা। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের তুলনায় সাদমানের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ।

 

Header Ad
Header Ad

স্টারলিংকের লাইসেন্স অনুমোদন প্রধান উপদেষ্টার, মাসিক খরচের বিষয়ে যা জানা গেল!

স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বৈশ্বিক স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আজ সোমবার প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠানটিকে দেশের কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্স অনুমোদন করেছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

প্রেস উইং জানায়, স্টারলিংক বাংলাদেশের ইন্টারনেট পরিসেবায় একটি নতুন যুগের সূচনা করবে। এর ফলে শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে স্টারলিংকের সেবা চালু হলো।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সরকারের ধারাবাহিক ইন্টারনেট বন্ধের ঘটনার প্রেক্ষিতে জনগণের পক্ষ থেকে স্টারলিংকের দাবি উঠে আসে। জনগণের সেই দাবির প্রতি শ্রদ্ধা জানাতেই এ সিদ্ধান্ত। পাশাপাশি এটি বাংলাদেশকে বিনিয়োগবান্ধব দেশ হিসেবে উপস্থাপন করবে।”

তিনি বলেন, দেশের দুর্গম হাওর, দ্বীপ, পার্বত্য ও উপকূলীয় এলাকায় মানসম্পন্ন এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট পৌঁছাতে স্টারলিংক কার্যকর ভূমিকা রাখবে। এখনো অনেক এলাকায় ফাইবার সংযোগ না থাকায় প্রধানমন্ত্রী নিজেই স্পেসএক্স সিইও ইলন মাস্ককে ফোন করে ৯০ দিনের মধ্যে কার্যক্রম শুরুর অনুরোধ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বিটিআরসি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় যৌথভাবে এ উদ্যোগ বাস্তবায়নে কাজ করেছে।

ফয়েজ তৈয়্যব বলেন, ‘লোডশেডিং চলাকালে মোবাইল টাওয়ার বা আইএসপির ব্যাটারি শেষ হলে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্টারলিংক সেখানে নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে পারবে।’ দেশের প্রায় ৬৫ শতাংশ মোবাইল টাওয়ার এখনো ফাইবার সংযোগের বাইরে, যেগুলো মাইক্রোওয়েভ নির্ভর—এবং সেইসকল সীমাবদ্ধতা দূর করতে সহায়ক হবে স্টারলিংক।

স্টারলিংকের ওয়েবসাইট অনুযায়ী, বাসাবাড়িতে এই সেবা নিতে প্রয়োজনীয় স্টারলিংক কিট (অ্যান্টেনা, রাউটার, তার, পাওয়ার সাপ্লাই) কিনতে হবে, যার দাম ৩৪৯ থেকে ৫৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ থেকে ৭৪ হাজার টাকা)।

আবাসিক গ্রাহকদের জন্য মাসিক ফি ১২০ ডলার বা প্রায় ১৫ হাজার টাকা। করপোরেট গ্রাহকদের ক্ষেত্রে এই খরচ দ্বিগুণ বা তার চেয়েও বেশি হতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, স্টারলিংকের আগমনে বাংলাদেশের মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং প্রযুক্তি উদ্ভাবনে গতি আসবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নিলামে তুলেও এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রি করতে পারছে না ব্যাংকগুলো
সেই জিম্বাবুয়ের বিপক্ষেই চার বছর পর সাদমানের সেঞ্চুরি
স্টারলিংকের লাইসেন্স অনুমোদন প্রধান উপদেষ্টার, মাসিক খরচের বিষয়ে যা জানা গেল!
রাখাইনের সঙ্গে মানবিক করিডরের বিষয়টি স্পষ্ট করুন: জামায়াত আমির
প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাচ্ছেন দশম গ্রেড, সহকারী শিক্ষক ১২তম
এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই: উমামা ফাতেমা
আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল: প্রধান উপদেষ্টা
আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই
চার শতাধিক যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল বছরের প্রথম হজ ফ্লাইট
রাখাইনে মানবিক করিডর দেওয়া নিয়ে আলোচনা করা উচিত ছিল: ফখরুল
দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি
ভারতের সামরিক আক্রমণ আসন্ন,পারমাণবিক অস্ত্রের হুমকি পাকিস্তানের
কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত মার্ক কার্নি
নওগাঁয় ডাকাত দলের ৩ সদস্যসহ ৮ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল
নিজের মূত্র পান করেছিলেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল
নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আব্দুল্লাহ
কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা
গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু, গাজীপুরের পূবাইলে চাঞ্চল্য
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ
পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ৭টি অস্ত্রবাহী বিমান পাঠালো তুরস্ক