ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ 'এ' দল
সফরকারী ভারত 'এ' দলের বিপক্ষে কক্সবাজারে বাংলাদেশ 'এ' দল দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ বাঁচাতে পারলেও সিলেটে পারেনি। হেরেছে ইনিংস ও ১২৩ রানে। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮৭ রানে অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসে করেছিল ২৫২ রান। সফরকারীরা প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫৬২ রান করে ইনিংস ঘোষণা করেছিল।
কক্সবাজারে বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ১১২ রানে অলআউট হয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে জাকির হাসানের ১৭৩ রানে ভর করে ঘুরে দাঁড়িয়েছিল। ৯ উইকেটে ৩৪১ রান করে ম্যাচ বাঁচিয়েছিল। সিলেটে দ্বিতীয় চার দিনের ম্যাচে স্বাগতিকরা ২৫২ রান করলেও ভারত ৯ উইকেটে ৫৬২ রানের বিশাল সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছিল।
৩১০ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষে বাংলাদেশ করেছিল ২ উইকেটে ৪৯ রান। শুক্রবার (৯ ডিসেম্বর) শেষ দিন প্রয়োজন ছিল জাকির হাসানের মতো কেউ একজনের দাঁড়িয়ে যাওয়া। দাঁড়িয়ে গিয়েছিলেনও সাদমান ইসলাম। কিন্তু তিনি সঙ্গী হারা হয়ে যান।
ইনিংসের উদ্বোধন করতে এসে এক প্রান্তে দাঁড়িয়ে তিনি শুধু সঙ্গীদের যাওয়া-আসা দেখেছেন। কেউ তাকে সময় দিতে পারেননি। শাহজাদ হোসেন ২৯, জাকির আলী ২২, জাকির হাসান ১২, মাহমুদুল হাসান জয় ১০ রান করে আউট হয়ে যান। আর কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। শেষ পর্যন্ত সাদমান ৯৩ রানে অপরাজিত থাকেন। ভারতের সৌরভ কুমার ৭৪ রানে ৬ উইকেট নিয়ে একাই বাংলাদেশের ইনিংস শেষ করে দেন।
এমপি/এসজি