ডাচ দুর্গে মেসি ঠেকানোর রণ পরিকল্পনা
বিশ্বকাপ ফুটবলে নেদারল্যান্ডসই একমাত্র দল যারা তিন তিনবার ফাইনালে খেলে একবারও শিরোপা জিততে পারেনি। ১৯৭৪ সালে জার্মানির কাছে পরেরবার আর্জেন্টিনার কাছে এবং সর্বশেষ ২০১০ সালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থেকেছিল।
নেদারল্যান্ডসের এই সাফল্যের পথে আর্জেন্টিনা যেন একটু বেশিই কাঁটা বিছিয়ে দিয়েছে। নকআউট পর্বে আর্জেন্টিনার সামনে পড়লেই নেদারল্যান্ডস আর পেরে উঠেনি। তিনবার ফাইনাল খেলা ছাড়াও নেদারল্যান্ডস ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল। সেখানে প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা নির্ধারিত সময় খেলা একেক গোলে দোয়া রাখতে পারলেও টাইব্রেকারে গিয়ে তারা হেরেছিল ৪-২ গোলে। আজ আবারও তারা সেই আর্জেন্টিনার সামনে কোয়ার্টার ফাইনালে।
কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালেই বলা যায় শক্ত প্রতিপক্ষকে পাচ্ছে। গ্রুপ পর্বে তাদের দলগুলো ছিল তুলনামূলক কম শক্তিশালী। সেনেগাল, ইকুয়েডর ও কাতার। সেনেগাল ও কাতারকে ২-০ গোলে হারিয়ে ইকুয়েডরের সঙ্গে ১-২ গোলে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলতে আসে। এখানেও তারা পায় অপেক্ষাকৃত কম শক্তিশালী যুক্তরাষ্ট্রকে। ম্যাচ জিতে ৩-১ গোলে।
নেদারল্যান্ডসের এমনিতেই। আর্জেন্টিনা আতঙ্কে আছে। এর মাঝে বাড়তি আতঙ্ক হয়ে দেখা দিয়েছেন মেসি। যে দলে মেসির মতো একজন খেলোয়াড় থাকেন, সেখানে প্রতিপক্ষকে একটু বাড়তি চিন্তা-ভাবনা করতেই হয়। আর খেলাটা যদি হয় নকআউট পর্বে তাহলে তো টেনশনের মাত্রা আরেকটু বেড়েই যায়। নেদারল্যান্ডসের আর্জেন্টিনা বাধা দূর করার জন্য মেসিকে বোতলবন্দি করার পরিকল্পনা সাজিয়েছেন কোচ ফন গাল। তবে কী পরিকল্পনা তিনি সাজিয়েছেন তা কিন্তু জানাননি। সব ময়দানের জন্যই যেন তুলে রেখেছেন।
এদিকে মেসিকে আটকানোর জন্য প্রস্তুত তার রক্ষণ দুর্গের অতন্দ্র সৈনিকেরা। সাতবারের ব্যালন ডি'অর জয়ী মেসিকে নিয়ে তারা ভীত নন। তারা জানেন মেসির সেই আগের দুর্দান্ত নৈপুণ্য এখন আর নেই। বয়সের ছাপ খেলার মধ্যে কিছুটা হলেও পড়েছে।
লিভারপুলে খেলা দলের অধিনায়ক ভার্জিল ফোন ডাইক বলেন, মনে রাখতে হবে খেলা হবে নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনার। মেসি কিংবা আমি অথবা নেদারল্যান্ডসের খেলা নয়।
অ্যাজাক্সে খেলা রক্ষণের সেনানি জরিয়েন টিম্বার মেসি ভয়ে আতঙ্কিত নন। তিনি বলেন, মেসি দারুণ ফুটবলার তার বিরুদ্ধে খেলা চ্যালেঞ্জের কিন্তু মনে রাখতে হবে আমরা শুধু মেসির বিরুদ্ধে খেলব না।'
ম্যানচেস্টার সিটিতে খেলা নাথানন আকে বলেন, মেসিকে আটকানো খুবই কঠিন। সে বিশ্বের সেরা খেলোয়াড়। কিন্তু আমাদের অন্য খেলোয়াড়দের নিয়েও ভাবতে হবে।'
গ্রুপ পর্বে যে ক‘টি দল অপরাজিত ছিল, তাদের একটি ছিল নেদারল্যান্ডস। কোয়ার্টার ফাইনালে এসে তা ঠেকেছে চারটি দলে। গোলপোস্ট অক্ষত রাখতে বিরাট ভূমিকা পালন করেছেন গোলরক্ষক আন্দ্রিয়াস নোপার্ট। গোলহজম করেছেন দুটি। তিনি বলেন, 'মেসি আমাদের মতোই একজন মানুষ। কিন্তু এটাও সত্য যে তিনি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।'
এমপি/এসএন