সিলেটে বিপাকে বাংলাদেশ ‘এ’ দল
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় চার দিনের ম্যাচের তৃতীয় দিন শেষে ভালো অবস্থানে নেই বাংলাদেশ ‘এ’ দল। ভারত ‘এ’ দলের বিপক্ষে ৩১০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তারা ভালো শুরু করতে পারেনি। ২ উইকেটে ৪৯ রান করে তারা তৃতীয় দিন শেষ করেছে। এখনো তারা পিছিয়ে আছে ৩৬১ রানে। ভারত প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫৬২ রান করে ইনিংস ঘোষণা করেছিল।
ভারত আগের দিনের ৫ উইকেটে ৩২৪ রান নিয়ে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে আরও ২৩৮ রান যোগ করে ইনিংস ঘোষণা করে। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান অভিমানু ১৪৪ রান নিয়ে খেলতে নেমে খুব বেশি দূর যেতে পারেননি। ১৫৭ রান করে তিনি মুশফিক হাসানের বলে বোল্ড হয়ে যান। তার সঙ্গে ৪ রান নিয়ে ব্যাট করতে নামা জয়ন্ত যাদব সেঞ্চুরির কাছাকাছি চলে গিয়েছিল। ৮৩ রান করে তিনি আউট হন হাসান মুরাদের বলে সাদমান ইসলামের হাতে। এ ছাড়া সৌরভ কুমার ৫৫ ও নাভদীপ সাইনি অপরাজিত ৫০ রান করেন। মুশফিক হাসান ১২৯ ও হাসান মুরাদ ১৪৫ রানে নেন ৩টি করে উইকেট। সুমন খান ১১৯ রানে নেন ২টি উইকেট।
বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপদে পড়ে ১২ রানে ওপেনার জাকিরকে হারিয়ে। তার রানও ছিল ১২। দলীয় ৪৪ রানে মাহমুদুল হাসান জয়ও ফিরে যান ব্যক্তিগত ১০ রানে। সাদমান ইসলাম ২২ ও মুমিুনল হক ৪ রান নিয়ে শুক্রবার (৯ ডিসেম্বর) শেষ দিন দলের হার বাঁচাতে নামবেন।
এমপি/এসজি