বাংলাদেশ-ভারত সিরিজ: টেস্ট দলে জাকির, ১ম টেস্টে নেই তামিম
ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে দ্বিতীয় ইনিংসে ১৭৫ রানের লড়াকু ইনিংস খেলে ম্যাচ ড্র করতে বড় ভুমিকা রাখা ব্যাটসম্যান জাকির হাসান ডাক পেয়েছেন ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ১৭ জনের দলে।
চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর। চোটের কারণে ওয়ানডে সিরিজ মিস করা তামিম ইকবাল নেই প্রথম টেস্টেও। উইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে থাকা মোসাদ্দেক এবং মোস্তাফিজও নেই প্রথম টেস্টে। পবিত্র হজ করতে যাওয়ার কারণে উইন্ডিজ সফরে ছুটি নেওয়া মুশফিকুর রহিম ফিরেছন আবার।
একইভাবে ইনজুরির কারণে সেই সফর থেকে ছিটকে যাও্রয়া ইয়াসির আলীকেও ফিরিয়ে আনা হয়েছে টেস্ট দলে। এই ইনজুরির কারণে টেস্ট দলে না থাকা তাসকিন আহমেদও ফিরেছেন আবার। ধারাবাহিক ব্যর্থতার পরও মুমিনুলের উপর আস্থা রেখেছেন নির্বাচকরা। উইন্ডিজ সফরে রেজাউর রহমান দলে থাকলেও কোন ম্যাচ খেলেননি। তাকেও রাখা হয়েছে ১৭ জনের দলে।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করার পুরস্কার পেয়েছেন জাকির হাসান। এবারের জাতীয় লিগে সর্বোচ্চ রান সংগ্রহকারি তিনি। ৫৫.২৫ গড়ে রান করেছেন ৪৪২। গত বিসিএলে তিনি করেছিলেন ৩৯৬ রান। প্রথম শ্রেণির দুইটি আসরে রান করা ছাড়ও লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রিমিয়ার লিগে তিনি করেছিলেন ৬৩৬ রান। টেস্ট দলে প্রথম ডাক পেলেও এর আগে তিনি একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে। সৌম্য সরকারের সঙ্গে ইনিংসের উদ্বোধন করে ১০ রানে আউট হয়েছিলেন।
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দল
মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, ইয়াসির আলী,মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান এবং এনামুল হক।
এমপি/এমএমএ/