সেরা একাদশে ফিরতে ব্যথানাশক ইনজেকশন নিচ্ছেন মার্টিনেজ
আর্জেন্টিনার ইন্টার মিলনের স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের কপালটাই মন্দ বলা যায়। আর্জেন্টিনার হয়ে কাতার বিশ্বকাপে প্রথম দুটি গোল ছিল তার। কিন্তু কপাল মন্দ হলে যা হয় দুটি গোলই অফ সাইডের কারণে বাতিল হয়ে যায়। সেই ম্যাচ পরে আর্জেন্টিনা ২-১ গোলে হেরেছিল সৌদি আরবের কাছে। সেই মার্টিনেজ এখন আড়ালে। হারিয়েছেন আর্জেন্টিনার সেরা একাদশের জায়গা। তবে এটা খেলার কারণে নয়, ইনজুরির কারণে।
আগামীকাল শুক্রবার আর্জেন্টিনা সেমিফাইনালে উঠার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। আর সেই ম্যাচে ফিরতে মরিয়া মার্টিনেজ নিচ্ছেন ব্যথানাশক ইনজেকশন।
সেরা একাদশে জায়গা হারানো মার্টিনেজ সৌদি আরবের পর মেক্সিকোর বিপক্ষেও সেরা একাদশে ছিলেন। আর্জেন্টিনা ২-০ গোলে জয়ী হয়েছিল কিন্তু মার্টিনেজ কোনো গোল পাননি। এরপরেই তিনি সেরা একাদশে জায়গা হারান। গ্রুপ পর্বে শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে এবং শেষ ষোলতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি বদলি হিসেবে তাকে মাঠে নেমেছিলেন কোচ লিওনেল স্কালোনি। ২৫ বছর বয়সি এই স্ট্রাইকারের ফিটনেস নিয়ে ইতোমধ্যে আর্জেন্টিনার গণমাধ্যমে আলোচনাও শুরু হয়েছে।
তার এজেন্ট জানিয়েছেন, 'লাউতারো মার্টিনেজের অ্যাঙ্কেলে অনেক ব্যথা। ব্যথা দূর করার জন্য সে ইনজেকশন নিচ্ছে। কঠোর পরিশ্রম করছে। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে সে নিজের সেরা খেলাটা মাঠে দেখাতে পারবে। কারণ মার্টিনেজ বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। মানসিকভাবে সে খুবই শক্ত। সৌদি আরবের বিপক্ষে তার দুটি গোল না পাওয়া ছিল খুবই দুর্ভাগ্যজনক।'
কোচ লিওনেল স্কালোনি যে দুটি ম্যাচে মাটিনেজকে খেলার নিয়ে সেই দুই ম্যাচে খেলিয়েছিলেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে। দুটি ম্যাচেই আলভারেজ নজর কাড়েন। দৃষ্টিনন্দন খেলা উপহার দেন। গোল পান দুটি।এ ছাড়াও বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন। আবার প্রতিপক্ষের রক্ষণে বারবার বিপজ্জনকভাবে ঢুকে আতঙ্কও তৈরি করেন। কাজেই মার্টিনেজ পুরোপুরি ফিট হলেও আলভারেজকে সরিয়ে সেরা একাদশে জায়গা পাওয়া তার জন্য কঠিনই হবে।
এমপি/এসএন