আর্জেন্টিনার বিপক্ষে প্রতিশোধ নিতে চান ফন গাল
ফাইনাল নিশ্চিতের আনন্দে যখন ছুটছিলেন লিওনেল মেসিরা ঠিক সেসময় কাঁদছিলেন নেদারল্যান্ডসের খেলোয়াড় ও সমর্থকরা। ৮ বছর আগের সেই দিনটার কথা ভুলেননি লুইস ফন গাল। কাতারে যখন নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার অপেক্ষায় আর্জেন্টিনা, তখন সেই হারটা আরও পোড়াচ্ছে ডাচ কোচকে। তাই এবার আর্জেন্টিনার বিপক্ষে প্রতিশোধ নিতে চান ফন গাল।
গত শনিবার যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে চলতি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) শেষ আটে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা, যারা শেষ ষোলোতে অস্ট্রেলিয়াকে পরাস্ত করেছে ২-১ ব্যবধানে। কাতারে দুই ম্যাচ মনে করিয়ে দিয়েছে ২০১৪ বিশ্বকাপ।
ওই সময় নেদারল্যান্ডসের ডাগআউটে ছিলেন ফন গাল। তার কোচিংয়ে সেমিফাইনালে উঠার পথে স্পেন, অস্ট্রেলিয়া, চিলি, মেক্সিকো এবং কোস্টারিকাকে হারায় ডাচরা। শেষ চারে তাদের বিপক্ষে শক্তিশালী ছিল আর্জেন্টিনা। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল পায়নি দুই দল। এমনকি অতিরিক্ত ৩০ মিনিটেও। স্বাভাবিকভাবেই সেই সেমি গড়ায় টাইব্রেকারে।
ভাগ্যের লড়াইয়ে রন ভ্লার এবং ওয়েসলি স্নেইডার পেনাল্টি মিস করতেই রক্তক্ষরণ হয় কমলা জার্সিধারীদের হৃদয়ে। ৮ বছরেরও বেশি সময় পর সেই হারের বদলা নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তৃতীয় দফায় জাতীয় দলের ডাগআউটে ফেরা ফন গাল।
ডাচ কোচ বলেছেন, ‘আমরা কোয়ার্টার ফাইনালে রয়েছি এবং আর্জেন্টিনা সেই দল যারা শেষবার (২০১৪ সালে) পেনাল্টিতে আমাদের বিদায় করেছিল। সুতরাং, তাদের সঙ্গে আমাদের একটি হিসাব রয়েছে, যা নিষ্পত্তি করতে হবে। আশা করি শুক্রবার আমরা সেটা ঠিকভাবে করতে পারব।’
এসজি