‘ফ্রান্স, স্পেন এবং আর্জেন্টিনাও পারবে না’
নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র ম্যাচ নিয়ে শুরু হয়েছে নকআউট। দ্বৈরথ জিতে সবার আগে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ডাচরা। এরপরই নেদারল্যান্ডস কোচ লুইস ফন গালের হুংকার, ‘আমাদের কৌশলের সঙ্গে ফ্রান্স, স্পেন এবং আর্জেন্টিনাও খাপ খাইয়ে নিতে পারবে না।’
শনিবার (৩ ডিসেম্বর) টুর্নামেন্টে শেষ ষোলোর প্রথম ম্যাচে বল দখল আর আক্রমণে আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের। কিন্তু প্রতিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি মার্কিন ফুটবলাররা। গোল অবশ্য একটা পেয়েছিল তারা। ততক্ষণে তাদের জাল দুবার কাঁপায় ডাচরা এবং ম্যাচ শেষে জয়ের হাসি হাসে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে।
ফন গালের মতে, তার কৌশল এবং ছেলেদের পারফরম্যান্স দুটোই কার্যকর ছিল ম্যাচে, ‘শুরুতে আমরা এতটাই ভুগেছি যে প্রায় পেছনে পড়েছিলাম, এটা বিশ্বকাপে অগ্রহণযোগ্য। তবুও আমরা সবাই শেষ পর্যন্ত খুব খুশি ছিলাম, কারণ এটা (জয়) আমাদের অবিশ্বাস্য আত্মবিশ্বাস দেয়।’
ডাচ কোচ যোগ করেন, ‘আমরা ম্যাচটি মূল্যায়ন করব। তারপর কাজ শুরু করব। আমি এর চেয়ে বেশি প্রতিশ্রুতি দিতে পারি না। আমাদের খেলা দেখে কি প্রতিপক্ষ তাদের পরিকল্পনায় পরিবর্তন আনবে? আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। আমার মতে, শক্তিশালী দেশগুলো আমাদের কৌশলের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে না।’
ফন গালের বিশ্বাস, সব বাধা পেরিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে তার দল, ‘যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। আমি আশা করি যে ফ্রান্স, স্পেন এবং আর্জেন্টিনাও মানিয়ে নিতে পারবে না। তাই আমাদের এখানে বড় সুযোগ রয়েছে। আমরা বিশ্বচ্যাম্পিয়ন হতে পারি।’
এসজি