যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস
শেষমেশ ৩-১ গোলের জয় নিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। শনিবার (৩ ডিসেম্বর) রাতে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয় দুই দল।
ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম সুযোগ পেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ক্রিস্টিয়ান পুলেসিচের শট ঠেকিয়ে দেন নেদারল্যান্ডস গোলরক্ষক। তবে বেশিক্ষণ গোলশূন্য ব্যবধান বজায় রাখতে পারেনি তারা। বরং ১০ মিনিটে বার্সেলোনা তারকা মেমফিস ডেপাইয়ের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। আর এ গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নেদারল্যান্ডস। যার ধারাবাহিকতা বজায় রাখে ডাচরা। এর ফলে বিরতির আগেই দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় দলটি।
দ্বিতীয়ার্ধে খেলায় কয়েকটি সুযোগ তৈরি হলেও যুক্তরাষ্ট্রকে ম্যাচে ফিরতে অপেক্ষা করতে হয় ৭৬ মিনিট অবধি। পুলেসিচের করা কাটব্যাক হাজি রাইটের পায়ের পাতায় লাগলে ডাচ গোলরক্ষকে ফাঁকি দিয়ে বল জড়ায় জালে। এতে ব্যবধান দাঁড়ায় ২-১।
তবে শেষমেশ জয়সূচক গোলটি করে প্রতিপক্ষকে পুরোপুরি ব্যাকফুটে পাঠিয়ে দেয় নেদারল্যান্ডসের ডামফ্রিস। ব্লিন্ডের বাড়ানো বল হাওয়ায় ভেসে নেওয়া শটে যুক্তরাষ্ট্রের জালে বল জড়ান তিনি।
বাকী সময়ে যুক্তরাষ্ট্র ম্যাচে ফিরতে না পারলে তাদের বিদায় নিতে হয় বিশ্বকাপ থেকে। অপরদিকে ৩-১ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নেদারল্যান্ডস।