রাতে মেসির এক হাজার তম ম্যাচ
আরেকটি মাইলফলকের সামনে লিওনেল মেসি। আজ রাতে পেশাদার ক্যারিয়ারের এক হাজার তম ম্যাচ খেলতে নামবেন আর্জেন্টাইন খুদেরাজ, যা আলবিসেলেস্তেদের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লড়াই। বিন আলি স্টেডিয়ামে মেসি ও তার দল লড়বে অস্ট্রেলিয়ার সঙ্গে।
২০০৪ সালে বার্সেলোনার জার্সিতে অভিষেক হয় মেসির। পরের বছর গায়ে জড়ান আর্জেন্টিনার জার্সি। কাতালান ক্লাবটির সঙ্গে দীর্ঘ পথচলায় মেসি খেলেছেন ৭৭৮টি ম্যাচ এবং জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন ১৬৮ বার। গত বছর প্যারিস সেইন্ট-জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়ে ক্লাবটির হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৫৩ ম্যাচ।
শনিবার বিশ্বকাপে ২৩তম ম্যাচ খেলতে নামলেই হাজারির ক্লাবে পৌঁছে যাবেন আর্জেন্টাইন খুদেরাজ। বিশ্বমঞ্চে আগের ২২ ম্যাচে ৮ গোলের দেখা পেয়েছেন মেসি। প্রতিটি স্কোর ছিল গ্রুপপর্বে। অর্থাৎ নকআউটে কখনোই জাল খুঁজে পাননি ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড।
অজানা এক অভিশাপেই বিশ^কাপের নকআউটে এখন অবধি গোলহীন মেসি। তার ২৩ শটের একটিও খুঁজে পায়নি জালের পথ। আজ মাইলফলকের স্পর্শের ম্যাচে মেসি এই আক্ষেপ ঘুচাতে পারেন কি না সেটাই এখন দেখার অপেক্ষা।
এমএমএ/