ভিসা জটিলতার যুদ্ধে জয় জকোভিচের
অবশেষে ভিসা জটিলতার যুদ্ধে জয় পেলেন টেনিস তারকা নোভাক জকোভিচ। এর ফলে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন এই সার্বিয়ান সুপারস্টার। এর পাশাপাশি অস্ট্রেলিয়ায় থাকতে পারবেন তিনি।
জোকোভিচের ভিসা বাতিল প্রসঙ্গে অস্ট্রেলিয়া সরকারের নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সোমবার (১০ জানুয়ারি) সকালে জরুরি ভিত্তিতে শুনানি শুরু হয়। শুনানি শেষে আধা ঘণ্টার মধ্যে জোকোভিচকে ছেড়ে দেওয়ার আদেশ দেন বিচারক অ্যান্টনি কেলি। সেই সঙ্গে তার পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র ফেরত দিতেও বলেন তিনি।
এ ছাড়াও আদালতের আদেশে মামলা চালাতে জোকোভিচের যে খরচ হয়েছে সেই খরচ অস্ট্রেলিয়া সরকারকে বহন করতে বলা হয়েছে।
তবে এখনও ব্যক্তিগত ক্ষমতা প্রয়োগ করে তাঁর ভিসা বাতিল করতে পারেন অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী গত বুধবার মধ্যরাতে মেলবোর্ন বিমানবন্দরে পা রাখেন নোভাক জোকোভিচ। এরপরই তাঁর ভিসা নিয়ে জটিলতা তৈরি হয়। ভিসার আবেদনপত্রে ‘ভুল’ থাকায় বিমানবন্দর থেকে তাঁকে বেরনোর অনুমতি দেওয়া হয় না। বরং দীর্ঘক্ষণ বিমানবন্দরেই তাঁকে আটকে রাখা হয়। এ সময় করোনার টিকা না নিয়ে মেডিক্যাল প্যানেলের ছাড়পত্র তিনি কী ভাবে পেলেন তার কোনোও স্পষ্ট জবাবও ইমিগ্রেশন কর্তৃপক্ষে দিতে পারেননি বলে জানা গেছে। এরপর থেকে সরকারি ব্যবস্থাপনায় একটি হোটেলে বন্দি ছিলেন এই টেনিস তারকা। এদিকে এ ঘটনায় তাঁর অস্ট্রেলিয়ান ওপেন খেলা নিয়ে দেখা দেয় শঙ্কা।
এসআইএইচ/