এবারেও প্রথমার্ধে গোলশূন্য ব্রাজিলের সমতা
গ্রুপ ম্যাচে সার্বিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে গোলশূন্য সমতা ছিল ব্রাজিলের। কিন্তু দ্বিতীয়ার্ধে গোল করে জয়ের দেখা পায় তারা। শনিবার (৩ ডিসেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষেও প্রথমার্ধ গোলশূন্য সমতা ব্রাজিলের।
যদিও শেষ ষোলো নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও এক প্রকার নিশ্চিত। তবে ক্যামেরুনের বিপক্ষে পুরো একাদশই বদলে ফেলেছেন ব্রাজিল কোচ তিতে।
দলকে নেতৃত্ব দিচ্ছেন দানি আলভেস, গোলবার সামলাচ্ছেন এদেরসন মোরালেস, ডিফেন্স সামলাচ্ছেন এদের মিলিতাও এবং ব্রেমের সেন্ট্রাল, লেফট ব্যাকে আছেন এলেক্স টেলেস, সেন্ট্রাল মিডফিল্ডে খেলছেন ফ্যাবিনহো এবং ফ্রেড, চতুর্থ স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন রদ্রিগো গোয়েস এবং আক্রমণে আছেন গ্যাব্রিয়ের জেসুস, অ্যান্তনি ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। এরা বলতে গেলে সবাই বিশ্বকাপের জন্য নতুন খেলোয়াড়।
ব্রাজিল একাদশ: এদেরসন, এলেক্স টেলেস, ব্রেমের, মিলিতাও, দানি আলভেস, ফ্রেড, ফ্যাবিনহো, রদ্রিগো, মার্টিনেল্লি, জেসুস এবং অ্যান্তনি।