উরুগুয়ের বিদায়, নাটকীয় প্রত্যাবর্তনে নক আউটে দ. কোরিয়া
পর্তুগালের বিরুদ্ধে নাটকীয় জয়ে ১২ বছর পর কাতার বিশ্বকাপের নক আউট পর্বে উঠে এসেছে দক্ষিণ কোরিয়া। জয়ের ব্যবধান ২-১। এইচ গ্রুপে অপর ম্যাচে ঘানাকে ২-০ গোলে হারিয়েও বিদায় নিতে হয়েছে গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা উরুগুয়েকে।
এইচ গ্রুপে তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোত উঠল পর্তুগাল। দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ের তিন ম্যাচে একটি করে জয়, ড্র ও হারে সমান ৪ পয়েন্ট। তবে গ্রুপ পর্বে বেশি গোল করার সুবাদে শেষ ষোলোয় নাম লেখায় দক্ষিণ কোরিয়া।
তিন ম্যাচে দক্ষিণ কোরিয়া গোল করেছে চারটি। সেখানে প্রথম দুই ম্যাচে গোলহীন থাকা উরুগুয়ে শেষ ম্যাচে ঘানার বিরুদ্ধে করে মাত্র দুই গোল। ফলে দুই দলের পয়েন্ট সমান হলেও শেষ হাসি হাসে কোরিয়ান শিবির। তিন পয়েন্ট পাওয়া ঘানার বিদায়। অথচ উরুগুয়ের বিরুদ্ধে জয় পেলেই কোন হিসাব ছাড়াই শেষ ষোলোতে যেত আফ্রিকার দেশটি।
এডুকেশন স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫ মিনিটেই লিড নেয় পর্তুগাল। দিয়োগো দালোতের কাট-ব্যাকে ছয় গজ বক্সের মুখ থেকে শটে গোলটি করেন রিকার্দো হর্তা। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই গোল করলেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
১৭ মিনিটে কোরিয়ার কিম জিন-সু কাছ থেকে জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি। ২৭ মিনিটে সমতায় ফেরে কোরিয়া। কর্নার ক্লিয়ার করতে পারেনি পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর পিঠের ওপরে পড়ে পাওয়া বল কাছ থেকে জালে পাঠান ডিফেন্ডার কিম ইয়ং-খুয়ান। দুই মিনিট পর গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি রোনালদো। তার প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন কিম সিউং-জু। ৪২ মিনিটে আরেকটি সুযোগ হারান রোনালদো।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল দক্ষিণ কোরিয়া। কারণ শেষ ষোলোতে যেতে জয়ের বিকল্প ছিল না তাদের। ৯০ মিনিটের খেলা শেষ হয় সমতায়। অতিরিক্ত সময়ে চমক দেখায় কোরিয়া। হাং হি-চানের গোলে রুদ্ধশ্বাস জয় পায় দলটি।
শেষ বাঁশি বাজার পরও চূড়ান্ত উৎসবের অপেক্ষায় ছিল কোরিয়া দল। কারণ আল জানুব স্টেডিয়ামে চলছিল তখন ঘানা ও উরুগুয়ের ম্যাচ। শেষ পর্যন্ত এই ম্যাচে ২-০ গোলে জেতে উরুগুয়ে। বিদায়ের হতাশায় সুয়ারেজদের চোখে যখন জল এডুকেশন স্টেডিয়ামে কোরিয়ার জয়োৎসব। উরুগুয়ের হয়ে জোড়া গোল করেন জর্জিয়ান ডি অ্যারাসকেটা।
অথচ ম্যাচের শুরুতে পেনাল্টি পেয়েছিল ঘানা। গোল করতে পারেননি আন্দ্রে আইয়ু। গোলরক্ষকের নৈপুণ্যে বেঁচে গিয়ে উজ্জীবিত ফুটবল খেলে উরুগুয়ে। জয়ও পায় শেষ পর্যন্ত। তবে কোরিয়ার সঙ্গে পয়েন্ট সমান হওয়ায় হিসাব আসে গ্রুপ পর্বের তিন ম্যাচে কার গোল বেশি। সেই হিসেবে শেষ হাসি হাসে কোরিয়া।
/এএস