মঈনের ক্যারিয়ারসেরা দিন

ইংল্যান্ডের তিন বিশ্বকাপ জয়ের দুইটির সাক্ষী হলেন মঈন আলি। বিশেষ দুই ফাইনালের মধ্যে আজকের দিনটাকেই বেছে নিলেন ইংলিশ অলরাউন্ডার। মঈন জানিয়েছেন যে, রবিবার (১৩ নভেম্বর) তার ক্যারিয়ারে অনত্যম সেরা দিন।
২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ড দলে ছিলেন মঈন। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে একাদশে ঠাঁই হয়নি তার। পরবর্তীতে দলের শিরোপা উল্লাসে অংশ নেন তিনি। এবার ফাইনালের একাদশে কেবল একজন সদস্য ছিলেন না— এই ইংলিশ অলরাউন্ডার, রান তাড়ায় ১৩ বল খেলে ৪ চারে দলের খাতায় যোগ করেন গুরুত্বপূর্ণ ১৯ রান।
মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে অবশ্য বোলিংয়ে ডানহাতি অফব্রেকার মঈনকে প্রয়োজন পড়েনি ইংল্যান্ডের। স্যাম কুরান-আদিল রশিদরাই বাজিমাত করেছেন বল হাতে। তবে ব্যাটিংয়ে এই বাঁহাতি দারুণ সঙ্গ দিয়েছেন বেন স্টোকসকে। যেভাবেই হোক, দলের জয়ে অবদান রেখে আনন্দে ভাসছেন মঈন।
শিরোপা উল্লাসের ফাঁকে ইংলিশ অলরাউন্ডার বলেন, ‘এটা আমার ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম সেরা দিন। আমি মনে করি দল হিসেবে এটি আমাদের প্রাপ্য। দীর্ঘ সময় ধরে আমরা চমৎকার ক্রিকেট খেলছি। সেমির পর আজ ফাইনালে দুর্দান্ত পাকিস্তান দলের বিপক্ষে জয়ের অনুভূতি আশ্চর্যজনক, বিশেষ করে ভক্ত এবং পরিবারের সামনে।’
আরএ/
