বড় দলগুলো ভুল থেকে শিখে: স্টোকস
আবারও ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস। রবিবার (১৩ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে অপরাজিত হাফ সেঞ্চুরিতে দলকে শিরোপার স্বাদ পাইয়ে দিয়েই মাঠ ছাড়েন ইংলিশ অলরাউন্ডার। উদযাপনের ফাঁকেই তিনি জানালেন, বড় দলগুলো ভুল থেকে শিখে।
বিশ্বকাপ মঞ্চে এ নিয়ে তিনবার শিরোপা উল্লাস করল ইংল্যান্ড। ক্রিকেটের জনকরা প্রথম সাফল্য পেয়েছিল ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে। দুই বছর আগে দলকে ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জেতান স্টোকস। এবার ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আরও একবার বড় ম্যাচের নায়ক বনে গেলেন স্টোকস।
ফাইনালে অপরাজিত ৫২ রানে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ইংলিশ অলরাউন্ডার। যদিও কৃতিত্বটা বোলারদের দিয়েছেন স্টোকস, ‘আমরা যেভাবে বোলিং করেছি, আদিল রশিদ এবং স্যাম কারান আমাদের ম্যাচ জিতিয়েছে। এটি একটি কঠিন উইকেট এবং এমন একটি উইকেট যা আপনি কখনো অনুভব করেননি, তাই প্রতিপক্ষকে অল্পতে বেঁধে রাখার জন্য বোলারদের অনেক কৃতিত্ব দিতে হবে।’
ভুল বলেননি স্টোকস। পাকিস্তানকে মাত্র ১৩৭ রানে বেঁধে রেখে ব্যাটারদের কাজটা মূলত সহজ করে দিয়েছেন স্যাম কারান ও আদিল রশিদরা। ইংল্যান্ড বাকিটা পথ পাড়ি দেয় স্টোকসের ধৈর্যশীল ব্যাটিংয়ে। ৫ চার ও ১ ছক্কার ৪৯ বলের ইনিংস প্রসঙ্গে তিনি বলেন, ‘ফাইনালে যখন রান তাড়া করার সময়, আপনি সম্ভবত তার আগে সমস্ত কঠোর পরিশ্রম ভুলে যান।’
স্টোকস ভুল না বললেও টুর্নামেন্টের শুরুতেই বড় ভুল করেছিল ইংল্যান্ড। সুপার-টুয়েলভে তারা হেরে গিয়েছিল আয়ারল্যান্ডের কাছে। ওই হারে সেরা চারে উঠা নিয়েই শঙ্কায় পড়েছিল ইংলিশরা। কিন্তু সব শঙ্কা উড়িয়ে শেষতক শিরোপা নিয়েই বাড়ি ফেরার অপেক্ষায় জস বাটলারের দল। স্টোকসের মতে, আইরিশদের বিপক্ষে করা ভুল থেকে শিক্ষা নিয়ে এই সাফল্য পেয়েছেন তারা।
ইংলিশ অলরাউন্ডারের ভাষ্য ছিল এমন, ‘প্রতিযোগিতার শুরুর দিকে আয়ারল্যান্ডের কাছে হারটি আমাদের সামাল দিতে হয়েছে। আমরা কিছু সময়ের জন্য পথ হারিয়েছিলাম। আমাদের হারানোর জন্য কৃতিত্বটা আয়ারল্যান্ডের, কিন্তু সেরা দলগুলো তাদের ভুল থেকে শিক্ষা নেয় এবং নিজেদের প্রভাবিত হতে দেয় না। (আজকের) সন্ধ্যাটা বেশ ভালো হলো।’
এসজি