শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মেলবোর্নে শেষ হাসি ইংল্যান্ডের

কে বসবে উইন্ডিজের পাশে? পাকিস্তান, না ইংল্যান্ড। যে দল জিতবে সে দলই হবে দুই বারের চ্যাম্পিয়ন। শেষ পর্যন্ত সেখানে বসেছে ইংল্যান্ড। লো-স্কোরিং ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ইংল্যান্ড এখন উইন্ডিজের পাশে। উইন্ডিজ চ্যাম্পিয়ন হয়েছিল ২০১২ ও ২০১৬ সালে। ইংল্যান্ড এর আগে চ্যাম্পিয়ন হয়েছিল ২০১০ সালে। আগামী ২ বছর তারাই থাকবে টি-টোয়েন্টি বিশ্বকাপের রাজা হয়ে যেমনটি তারা এখন ওয়ানডে বিশ্বকাপেরও রাজা। ইংল্যান্ডের রাজা হওয়াতে রাজত্ব হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

আজ রবিবার (১৩ নভেম্বর) মেলবোর্ন যেন সাজানো হয়েছিল পাকিস্তানের জন্য। কারণ খেলা শুরু হওয়ার আগে সেখানে দর্শকদের যে স্রোত ছিল— সেই স্রোত ছিল শুধুই পাকিস্তানের দর্শকদের। জাতীয় পতাকা ও জার্সি গায়ে পাকিস্তানের দর্শকদের উপস্থিতি মেলবোর্নের সর্বত্র ছড়িয়ে পড়েছিল। তাদের উচ্ছ্বাস আর উল্লাস দেখে যে কারও মনে হবে ফাইনালের মঞ্চ সাজানো হয়েছে শুধুই পাকিস্তানের জন্য। ফাইনাল খেলাটা শুধুই আনুষ্ঠানিকতা মাত্র। ট্রফিটা তুলে দেওয়া শুধুই সময়ের ব্যাপার মাত্র। কিন্তু পাকিস্তানের সাজানো বাগানে ফুল ফুটিয়েছে ইংল্যান্ড। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের খেলোয়াড়দের মাঝে যেমন উচ্ছ্বাসের বহি:প্রকাশ ছিল কম, তেমনি মাঠে উপস্থিত স্বল্প সংখ্যক দর্শকদের মাঝেও। যেখানে (প্রেস বক্সের সামনে) ইংল্যান্ডের দর্শকদের একটু বেশি উপস্থিতি ছিল, সেখানে এসে তারা হাত নেড়ে দর্শকদের প্রত্যাশা ফিরিয়ে দেওয়াটা উদযাপন করেন।

দুটি সেমিফাইনাল যেমন একপেশে হয়েছে, তেমনি ফাইনালও। মেলবোর্নে ৮০৪৬২ জন দর্শকের উপস্থিতিতে লো-স্কোরিং ম্যাচটি তাই হয়েছে একপেশে। টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানের পুঁজি যদি মাত্র ১৩৭ রান হয়, সে রান নিয়ে কি আর লড়াই করা যায়। তারপরও পাকিস্তানের বোলাররা প্রথম ওভারেই উইকেট নিয়ে লড়াই করার ইঙ্গিত দিয়েছিলেন। ১৫ ওভার পর্যন্ত তারা ম্যাচে ছিল। এ সময় ইংল্যান্ডের রান ছিল ৪ উইকেটে ৯৭, পাকিস্তানের ছিল ৪ উইকেটে ১০৬। এরপর পাকিস্তানের বোলাররা আর পেরে উঠেননি। এই না পারার কারণ ছিল ইংল্যান্ডের একজন বেন স্টোকস আছেন। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে তিনি যেমন নিউজিল্যান্ডের বিপক্ষে দলকে অনেক নাটকীয়তার পর চ্যাম্পিয়ন করেছিলেন, এবারও সেই কাজটি করেন। শেষের দিকে যাতে বলের সঙ্গে রানের ব্যবধান না বেড়ে যায়, সে্ কাজটি তিনি করেন খুবই বিচক্ষণতার সঙ্গে। সঙ্গি হিসেবে পেয়ে যান মঈন আলীকেও। যেখানে বাউন্ডারি, ওভার বাউন্ডারি মারা ছিল কঠিন, সেখানে তারা দুই জনেই সমান তালে কাজটি করে যান।

১৫ ওভার শেষে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩০ বলে ৪১ রানের। সেখানে এই দুই জন ইফতেখার আহমেদের ওভারের শেষ দুই বলে বেন স্টোকস ৪ ও ৬ এবং মঈন আলী পরের ওভারে মোহাম্মদ ওয়াসিমের প্রথম ২ বল দুইটি বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচকে আর শেষ ওভারের উত্তেজনায় নিতে দেননি। এই দুই ওভারে ইংল্যান্ড ২৯ রান নিয়ে শেষ ৩ ওভারে টার্গেট ১২ রানে নামিয়ে আনে। মঈন আলী ১২ বলে ১৯ রান করে আউট হলেও বেন স্টোকস শেষ পর্যন্ত দলকে চ্যাম্পিয়ন করে মাঠ ছাড়েন ৪৯ বলে বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে। এটা তার ক্যারিয়ারের প্রথম ফিফটি। সেটি তুলে নেন ৪৭ বলে। হারিস রউফ ৪ ওভারে ২৩ রানে নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, সাদাব খান ও মোহাম্মদ ওয়াসিম।

দুইটি সেমিফাইনালই ছিল দুই দলের ওপেনারদের ব্যাটিং প্রদশর্নী। যে প্রদশর্নীতে পড়ে ছারখার হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড ও ভারত। ফাইনালেও ওপেনারদের লড়াই দেখার বিপুল আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের। কিন্তু সেখানে এসেছে দুই পক্ষ থেকেই ব্যর্থতা। পাকিস্তানের উদ্বোধনী জুটিতে আসে ২৯, ইংল্যান্ডের ৭। মোহাম্মদ রিজওয়ান ১৫ ও অ্যালেক্স হেলস ১ রান করেন। বাবর আজম ৩২ রান করেন ২৮ বলে। বাটলালের ২৬ রান আসে ১৭ বল থেকে। ওপেনারদের এই ব্যর্থতা সংক্রমিত হয়ে ছড়িয়ে পড়ে। যে কারণে ম্যাচ হয়ে উঠে লো-স্কোরিং। পাকিস্তানের ৮ উইকেটে করে মাত্র ১৩৭ রান। সেই রান তাড়া করতে গিয়ে বড় ধাক্কা খায় ইংল্যান্ড।

টি-টোয়েন্টি রানের খেলা। সেই রানের খেলায় ফাইনালে রান সাগরের ম্যাচ দেখার জন্য লোভাতুর হয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা। তাদের সেই প্রত্যাশার সাগরে পানি ঢেলে দেন ব্যাটসম্যানরা। ফাইনাল হয়ে উঠে বোলারাদের ম্যাচ।

বৃষ্টির আসার কথা ছিল। বৃষ্টি আসেনি। কিন্তু আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ছিল বাতাস। এই সুবিধাকে কাজে লাগিয়ে বোলাররা হয়ে উঠেন অপ্রতিরোধ্য। তাদের এই অপ্রতিরোধ্য গতির কাছে হার মানেন ব্যাটসম্যানরা। এক লাখ ধারণক্ষমতা সম্পন্ন মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম অনেকটাই পূর্ণ হয়ে উঠা দর্শকদের মাঝে ঝরে হতাশা।

দর্শকদের হতাশা না ঝরার কোনো কারণও নেই। পাকিস্তানের ইনিংসে ছক্কা হয়েছে মাত্র ২টি। বাউন্ডারি ছিল ৮টি। ৪৮ বলে তারা কোনো রান নিতে পারেনি। ইংল্যান্ডের ইনিংসে ২ ছক্কার সঙ্গে বউন্ডারি ছিল ১৩টি। তাদের ব্যাটসম্যানরা ৪৯ বলে নিতে পারেননি কোনো রান।

ম্যাচ যদি হয়ে উঠে বোলারদের আগ্রাসীর বিচরণ ক্ষেত্রে, তা’হলে সেখানে কি আর ব্যাটসম্যানদের আগ্রাসী হওয়ার কোনো সুযোগ থাকে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করা শান মাসুদ বল খেলেন ২৮টি। অধিনায়ক বাবর আজমের ৩২ রান ছিল ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ। তার জন্য তিনি বলের ব্যবহার করেছিলেন ২৮টি। শাদাব খানের ২০ রান এসেছে ১৪ বলে। মোহাম্মদ রিজওয়ান ১৬ রান করেন ১৫ বলে। আর কোনো ব্যাটসম্যান দুই অংকের রান করতে পারেননি। ভয়ঙ্কর হয়ে উঠা ইংল্যান্ডের পেসার সাম কোরান ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে নেন ৩ উইকেট। পেয়ে ফাইনালে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কারও। আদিল রশিদ ২২ ও ক্রিস জর্ডান ২৭ রানে নেন ২টি করে উইকেট। দুই জনেই বোলিং করেন ৪ ওভার করে।

এমপি/আরএ/

Header Ad

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অবস্থিত তার নিজ বাড়ি হিজল করচ থেকে গ্রেপ্তার করা হয় সাবেক এ মন্ত্রীকে। গ্রেপ্তারের পরে এম এ মান্নানকে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এম এ মান্নানকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে তিনি সদর থানায় পুলিশ হেফাজতে আছেন। তাকে আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সুনামগঞ্জ শহরে গত ৪ আগস্ট বিক্ষোভ কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা হয়। গত ২ সেপ্টেম্বর হাফিজ আহমদ নামে এক ব্যক্তি দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। এই মামলায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমদ হামলার ঘটনায় আহত হয়েছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এর পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করা হলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে একাধিক সিন্ডিকেট সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য জানান, আজ সন্ধ্যা ৭টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত উপাচার্য লাউঞ্জে একটি জরুরি সিন্ডিকেট মিটিং হয়। সেখানে ২ ঘণ্টা আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরেকজন সিন্ডিকেট সদস্য জানান, একটি বিষয়ে আজকের অ্যাজেন্ডা ছিল, ছাত্র রাজনীতি। পরে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবাইকে যুক্ত করে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তীতে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদের নিয়ে কমিটি করে এটিকে কোন ফরম্যাটে রাখা হবে—সেটির ভিত্তিতে ক্যাম্পাসে ছাত্ররাজনীতির সিদ্ধান্ত নির্ধারণ করা হবে।

কমিটির নেতৃত্বে সহ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ থাকতে পারেন বলে জানা গেছে।

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, উপাচার্যের আমন্ত্রণে কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরীসহ সিন্ডিকেট সদস্যরা।

সরকারি ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক। ছবি: সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিক্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত আলাদা ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

ব্যাংকগুলো হলো- সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)।

অপসারণ করা ব্যাংক এমডিরা হলেন- সোনালী ব্যাংকের এমডি মো. আফজাল করিম, জনতা ব্যাংকের এমডি মো. আবদুল জব্বার, অগ্রণী ব্যাংকের এমডি মো. মুরশেদুল কবীর, রূপালী ব্যাংকের এমডি মোহাম্মদ জাহাঙ্গীর, বেসিক ব্যাংকের এমডি মো. আনিসুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) এমডি মো. হাবিবুর রহমান গাজী।

ছয়টি ব্যাংকের চেয়ারম্যানকে চিঠি দিয়ে এমডির সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিলের বিষয়টি জানানো হয়েছে। তবে নতুন করে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

সর্বশেষ সংবাদ

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধ ঘোষণা
সরকারি ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন সাংবাদিক সুচিস্মিতা তিথি ও নাইম আলী
৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা
অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন
ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: আসিফ নজরুল
সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম: শাবনূর
সাবেক মন্ত্রী রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মানুষটার শরীর দেখে বারবার আবরারের কথা মনে পড়েছে: সারজিস
দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরে বেড়াচ্ছেন পার্কে
ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশের অবস্থান কত?
ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ২ শিক্ষার্থী আটক
সৌদি আরবে হতে পারে আইপিএলের নিলাম
নিউইয়র্কে ড. ইউনূস-মোদির বৈঠক হচ্ছে না
শেখ হাসিনার ভারতেই থাকা উচিত : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের উন্নতি
আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জনের মৃত্যু
ঢাবি ও জাবিতে পিটিয়ে হত্যা দুঃখজনক: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাড়ে ২০ লাখ টাকা খরচে চালু হচ্ছে কাজিপাড়া স্টেশন