বুধবার, ২০ নভেম্বর ২০২৪ | ৫ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মেলবোর্নে শেষ হাসি ইংল্যান্ডের

কে বসবে উইন্ডিজের পাশে? পাকিস্তান, না ইংল্যান্ড। যে দল জিতবে সে দলই হবে দুই বারের চ্যাম্পিয়ন। শেষ পর্যন্ত সেখানে বসেছে ইংল্যান্ড। লো-স্কোরিং ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ইংল্যান্ড এখন উইন্ডিজের পাশে। উইন্ডিজ চ্যাম্পিয়ন হয়েছিল ২০১২ ও ২০১৬ সালে। ইংল্যান্ড এর আগে চ্যাম্পিয়ন হয়েছিল ২০১০ সালে। আগামী ২ বছর তারাই থাকবে টি-টোয়েন্টি বিশ্বকাপের রাজা হয়ে যেমনটি তারা এখন ওয়ানডে বিশ্বকাপেরও রাজা। ইংল্যান্ডের রাজা হওয়াতে রাজত্ব হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

আজ রবিবার (১৩ নভেম্বর) মেলবোর্ন যেন সাজানো হয়েছিল পাকিস্তানের জন্য। কারণ খেলা শুরু হওয়ার আগে সেখানে দর্শকদের যে স্রোত ছিল— সেই স্রোত ছিল শুধুই পাকিস্তানের দর্শকদের। জাতীয় পতাকা ও জার্সি গায়ে পাকিস্তানের দর্শকদের উপস্থিতি মেলবোর্নের সর্বত্র ছড়িয়ে পড়েছিল। তাদের উচ্ছ্বাস আর উল্লাস দেখে যে কারও মনে হবে ফাইনালের মঞ্চ সাজানো হয়েছে শুধুই পাকিস্তানের জন্য। ফাইনাল খেলাটা শুধুই আনুষ্ঠানিকতা মাত্র। ট্রফিটা তুলে দেওয়া শুধুই সময়ের ব্যাপার মাত্র। কিন্তু পাকিস্তানের সাজানো বাগানে ফুল ফুটিয়েছে ইংল্যান্ড। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের খেলোয়াড়দের মাঝে যেমন উচ্ছ্বাসের বহি:প্রকাশ ছিল কম, তেমনি মাঠে উপস্থিত স্বল্প সংখ্যক দর্শকদের মাঝেও। যেখানে (প্রেস বক্সের সামনে) ইংল্যান্ডের দর্শকদের একটু বেশি উপস্থিতি ছিল, সেখানে এসে তারা হাত নেড়ে দর্শকদের প্রত্যাশা ফিরিয়ে দেওয়াটা উদযাপন করেন।

দুটি সেমিফাইনাল যেমন একপেশে হয়েছে, তেমনি ফাইনালও। মেলবোর্নে ৮০৪৬২ জন দর্শকের উপস্থিতিতে লো-স্কোরিং ম্যাচটি তাই হয়েছে একপেশে। টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানের পুঁজি যদি মাত্র ১৩৭ রান হয়, সে রান নিয়ে কি আর লড়াই করা যায়। তারপরও পাকিস্তানের বোলাররা প্রথম ওভারেই উইকেট নিয়ে লড়াই করার ইঙ্গিত দিয়েছিলেন। ১৫ ওভার পর্যন্ত তারা ম্যাচে ছিল। এ সময় ইংল্যান্ডের রান ছিল ৪ উইকেটে ৯৭, পাকিস্তানের ছিল ৪ উইকেটে ১০৬। এরপর পাকিস্তানের বোলাররা আর পেরে উঠেননি। এই না পারার কারণ ছিল ইংল্যান্ডের একজন বেন স্টোকস আছেন। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে তিনি যেমন নিউজিল্যান্ডের বিপক্ষে দলকে অনেক নাটকীয়তার পর চ্যাম্পিয়ন করেছিলেন, এবারও সেই কাজটি করেন। শেষের দিকে যাতে বলের সঙ্গে রানের ব্যবধান না বেড়ে যায়, সে্ কাজটি তিনি করেন খুবই বিচক্ষণতার সঙ্গে। সঙ্গি হিসেবে পেয়ে যান মঈন আলীকেও। যেখানে বাউন্ডারি, ওভার বাউন্ডারি মারা ছিল কঠিন, সেখানে তারা দুই জনেই সমান তালে কাজটি করে যান।

১৫ ওভার শেষে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩০ বলে ৪১ রানের। সেখানে এই দুই জন ইফতেখার আহমেদের ওভারের শেষ দুই বলে বেন স্টোকস ৪ ও ৬ এবং মঈন আলী পরের ওভারে মোহাম্মদ ওয়াসিমের প্রথম ২ বল দুইটি বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচকে আর শেষ ওভারের উত্তেজনায় নিতে দেননি। এই দুই ওভারে ইংল্যান্ড ২৯ রান নিয়ে শেষ ৩ ওভারে টার্গেট ১২ রানে নামিয়ে আনে। মঈন আলী ১২ বলে ১৯ রান করে আউট হলেও বেন স্টোকস শেষ পর্যন্ত দলকে চ্যাম্পিয়ন করে মাঠ ছাড়েন ৪৯ বলে বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে। এটা তার ক্যারিয়ারের প্রথম ফিফটি। সেটি তুলে নেন ৪৭ বলে। হারিস রউফ ৪ ওভারে ২৩ রানে নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, সাদাব খান ও মোহাম্মদ ওয়াসিম।

দুইটি সেমিফাইনালই ছিল দুই দলের ওপেনারদের ব্যাটিং প্রদশর্নী। যে প্রদশর্নীতে পড়ে ছারখার হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড ও ভারত। ফাইনালেও ওপেনারদের লড়াই দেখার বিপুল আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের। কিন্তু সেখানে এসেছে দুই পক্ষ থেকেই ব্যর্থতা। পাকিস্তানের উদ্বোধনী জুটিতে আসে ২৯, ইংল্যান্ডের ৭। মোহাম্মদ রিজওয়ান ১৫ ও অ্যালেক্স হেলস ১ রান করেন। বাবর আজম ৩২ রান করেন ২৮ বলে। বাটলালের ২৬ রান আসে ১৭ বল থেকে। ওপেনারদের এই ব্যর্থতা সংক্রমিত হয়ে ছড়িয়ে পড়ে। যে কারণে ম্যাচ হয়ে উঠে লো-স্কোরিং। পাকিস্তানের ৮ উইকেটে করে মাত্র ১৩৭ রান। সেই রান তাড়া করতে গিয়ে বড় ধাক্কা খায় ইংল্যান্ড।

টি-টোয়েন্টি রানের খেলা। সেই রানের খেলায় ফাইনালে রান সাগরের ম্যাচ দেখার জন্য লোভাতুর হয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা। তাদের সেই প্রত্যাশার সাগরে পানি ঢেলে দেন ব্যাটসম্যানরা। ফাইনাল হয়ে উঠে বোলারাদের ম্যাচ।

বৃষ্টির আসার কথা ছিল। বৃষ্টি আসেনি। কিন্তু আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ছিল বাতাস। এই সুবিধাকে কাজে লাগিয়ে বোলাররা হয়ে উঠেন অপ্রতিরোধ্য। তাদের এই অপ্রতিরোধ্য গতির কাছে হার মানেন ব্যাটসম্যানরা। এক লাখ ধারণক্ষমতা সম্পন্ন মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম অনেকটাই পূর্ণ হয়ে উঠা দর্শকদের মাঝে ঝরে হতাশা।

দর্শকদের হতাশা না ঝরার কোনো কারণও নেই। পাকিস্তানের ইনিংসে ছক্কা হয়েছে মাত্র ২টি। বাউন্ডারি ছিল ৮টি। ৪৮ বলে তারা কোনো রান নিতে পারেনি। ইংল্যান্ডের ইনিংসে ২ ছক্কার সঙ্গে বউন্ডারি ছিল ১৩টি। তাদের ব্যাটসম্যানরা ৪৯ বলে নিতে পারেননি কোনো রান।

ম্যাচ যদি হয়ে উঠে বোলারদের আগ্রাসীর বিচরণ ক্ষেত্রে, তা’হলে সেখানে কি আর ব্যাটসম্যানদের আগ্রাসী হওয়ার কোনো সুযোগ থাকে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করা শান মাসুদ বল খেলেন ২৮টি। অধিনায়ক বাবর আজমের ৩২ রান ছিল ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ। তার জন্য তিনি বলের ব্যবহার করেছিলেন ২৮টি। শাদাব খানের ২০ রান এসেছে ১৪ বলে। মোহাম্মদ রিজওয়ান ১৬ রান করেন ১৫ বলে। আর কোনো ব্যাটসম্যান দুই অংকের রান করতে পারেননি। ভয়ঙ্কর হয়ে উঠা ইংল্যান্ডের পেসার সাম কোরান ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে নেন ৩ উইকেট। পেয়ে ফাইনালে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কারও। আদিল রশিদ ২২ ও ক্রিস জর্ডান ২৭ রানে নেন ২টি করে উইকেট। দুই জনেই বোলিং করেন ৪ ওভার করে।

এমপি/আরএ/

Header Ad

৭৪ দেশকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ

ছবি: সংগৃহীত

বিশ্বের ৭৪টি দেশের হাফেজদের পেছনে ফেলে কুয়েতে অনুষ্ঠিত ‘১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪’-এ প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের কৃতি সন্তান হাফেজ আনাস মাহফুজ। ছিগারুল হুফফাজ গ্রুপে (৮-১২ বছর বয়স) চ্যাম্পিয়ন হয়ে বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় মাগরিবের পর কুয়েতের ক্রাউন প্লাজায় আয়োজিত এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। গত ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় তিনটি গ্রুপে অংশ নেন বাংলাদেশের প্রতিযোগীরা।

হাফেজ আনাস মাহফুজ ঢাকার মারকাযুল ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী। গোপালগঞ্জের এই প্রতিভাবান কোরআন হাফেজ এর আগেও ২০২৩ সালে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছিলেন। তার এই অসাধারণ সাফল্যে পুরো দেশ গর্বিত।

এ প্রতিযোগিতায় কেরাত গ্রুপেও বাংলাদেশ উজ্জ্বল সাফল্য অর্জন করেছে। দেশের উদীয়মান ক্বারী আবু জর গিফারী কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন। তার এ কৃতিত্ব বাংলাদেশের কেরাত চর্চাকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

মারকাযুল ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম বলেন, “আনাসের এই অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, পুরো দেশের গর্ব। আল্লাহ যেন তাকে এবং আবু জরকে যোগ্য আলেম ও দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। সবার কাছে তাদের জন্য দোয়া কামনা করছি।”

প্রসঙ্গত, কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে ‘১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা’ ১৪ নভেম্বর শুরু হয়। এতে অংশগ্রহণকারী ৭৪ দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের সাফল্য কোরআনের প্রতি দেশবাসীর ভালোবাসা ও গভীর শ্রদ্ধার প্রতিফলন

Header Ad

রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে এখনই নির্বাচন দেয়া হবে: ড. ইউনূস

ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই জাতীয় নির্বাচন দিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সংস্কার ও নির্বাচনের সময়সীমা নিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, সংস্কার যত দ্রুত হবে, নির্বাচনও তত দ্রুত হবে। আর যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেবো। তবে সংস্কার ও নির্বাচন সম্পূর্ণই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের বিষয়, কারণ দেশের জনগণের প্রত্যক্ষ মতামত নিতে হলে গণভোটের আয়োজন করতে হবে।

অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের মাধ্যমে নির্বাচনের পথ তৈরি করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা কোনো কিছুই চাপিয়ে দিচ্ছি না। প্রশাসন কেবল প্রক্রিয়াটি সহজ করার জন্য কাজ করছে। আমরা সমান্তরালভাবে দুটো রাস্তায় চলছি। সমান দৃষ্টিভঙ্গি, সমান প্রচেষ্টা দুটোর পেছনেই থাকবে- একটি হলো নির্বাচন, অপরটি সংস্কার।

দ্রুতই নির্বাচন কমিশন ঘোষণা হয়ে যাবে জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, কমিশন তার মতো চলবে। সেটা তো আমার নিয়ন্ত্রণে নেই। সেখানে যা যা দরকার সেটা হবে। তবে সংস্কার কমিশন প্রতিবেদন জমা না দেয়া পর্যন্ত নির্বাচন কমিশন কাজ শুরু করতে পারবে না। প্রতিবেদন হলেই সেটা কমিশন ব্যবহার করতে পারবে না, (রাজনৈতিক) সমঝোতা হতে হবে।

তবে রাজনৈতিক ঐকমত্য ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে বারবার মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, ডিসেম্বরের শেষ নাগাদ সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে। কিন্তু প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নিতে হলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হবে। সমঝোতার চেষ্টা চলতে থাকবে, কোনটা তারা চান, কোনটা চান না। সংস্কারের সময়সীমা নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কত দ্রুত ঐকমত্যে পৌঁছাতে পারবে তার ওপর।

Header Ad

মেসির রেকর্ডে আর্জেন্টিনার জয়, হতাশায় বছর শেষ ব্রাজিলের

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে পেরুকে ১-০ গোলে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে ক্যারিয়ারের ৩৭৯তম অ্যাসিস্ট করে নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি।

বুধবার (২০ নভেম্বর) বুয়েনস আয়ার্সে অনুষ্ঠিত ম্যাচে স্ক্যালোনির দল বছরের শেষ ম্যাচে জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়িয়েছে। যদিও ইনজুরির কারণে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হয়েছিল আর্জেন্টিনাকে।

ম্যাচের প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাননি মেসি-মার্টিনেজরা। তবে দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার জন্য জয়ের নায়ক হয়ে ওঠেন লাউতারো মার্টিনেজ। ম্যাচের ৫৫ মিনিটে মেসির ক্রস থেকে হাফ ভলিতে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

এদিন মেসি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫৮তম অ্যাসিস্ট করেন, যা তাকে ল্যান্ডন ডোনোভানের সঙ্গে যৌথভাবে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় নিয়ে এসেছে।

এই জয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ১২ ম্যাচে ৮ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।

অন্যদিকে, হতাশাজনক পারফরম্যান্সে বছর শেষ করেছে ব্রাজিল। একই দিনে উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে সেলেসাওরা।

উরুগুয়ের হয়ে ম্যাচের ৫৫ মিনিটে ফেদরিকো ভালভার্দে গোল করে দলকে এগিয়ে দেন। তবে ৬২ মিনিটে গারসনের গোলে সমতা ফেরায় ব্রাজিল। এর পরেও আক্রমণাত্মক ফুটবল খেলেও গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ব্রাজিলের ফরোয়ার্ডরা।

১২ ম্যাচে ৫ জয় ও ১৮ পয়েন্ট নিয়ে ব্রাজিল বাছাইপর্বের পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে। উরুগুয়ে ২০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে অবস্থান করছে।

আর্জেন্টিনার জয়ের উচ্ছ্বাসে বছর শেষ হলেও ব্রাজিলের জন্য এটি হতাশার এক অধ্যায় হয়ে থাকল।

Header Ad

সর্বশেষ সংবাদ

৭৪ দেশকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ
রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে এখনই নির্বাচন দেয়া হবে: ড. ইউনূস
মেসির রেকর্ডে আর্জেন্টিনার জয়, হতাশায় বছর শেষ ব্রাজিলের
সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে ইসি অনুসন্ধান কমিটির সাক্ষাৎ
বছরের শেষ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা: ভোরে জমজমাট লড়াই
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত: সাত দিনের মধ্যে কমিটি গঠনের আশ্বাস
যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা
দুই লাখ কর্মী নেবে জার্মানি: নতুন সুযোগ অভিবাসনপ্রত্যাশীদের জন্য
সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান
এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে দুদকে তলব
প্রকাশ্যে এল নুসরাতের প্রাক্তনের প্রেম ও প্রেমিকা
নামের আগে উপাধি ব্যবহার না করার অনুরোধ তারেক রহমানের
হাসান মুরাদের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের দাপট
টাকার সংকটে বেক্সিমকোর ২৪ কারখানা বন্ধ: শ্রমিকদের বেতন পরিশোধ অনিশ্চিত
হাতে হাত রাখা সেই যুবককে প্রকাশ্যে আনলেন পরীমণি
এবার ৬৫৪ কোটি টাকায় দুবাইয়ে বাড়ি কিনলেন নেইমার
৩ দিনের মধ্যে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ হাইকোর্টের
ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা তিতুমীরের মৃত্যুবার্ষিকী আজ
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে আপত্তি নেই: ড. মুহাম্মদ ইউনূস
কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারির আত্মপ্রকাশ