পাকিস্তানকে ১৩৭ রানে আটকে রাখল ইংল্যান্ড
উইন্ডিজের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা দ্বিতীয়বারের মতো কে জিতবে পাকিস্তান না ইংল্যান্ড এই সমীকরণে প্রাথমিকভাবে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
টস জিতে অধিনায়ক বাটলার যে লক্ষ্য নিয়ে বোলারদের হাতে বল তুলে দিয়েছিলেন-সেখানে তিনি প্রাথমিকভাবে সফল হয়েছেন। পাকিস্তানের ব্যাটসম্যানদের উঠতে দেননি রানের চূড়ায়। তার বোলাররা পাকিস্তানকে আটকে রাখতে পেরেছেন ১৩৭ রানে। ইংল্যান্ড বোলাররা তুলে নেন পাকিস্তানের ৮ উইকেট।
শিরোপার লড়াইয়ে পাকিস্তানের ১১ ব্যাটারের মধ্যে ১০ জনকে মাঠে নামতে বাধ্য করে ইংলিশ বোলাররা। যাদের মধ্যে মাত্র চারজনই ছুঁতে পেরেছে দুই অঙ্কের রান। দুই ওপেনার- মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের ব্যাট থেকে আসে যথাক্রমে ১৫ ও ৩২ রান।
প্রতিপক্ষের ২৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন স্যাম কুরান। ইনিংসের পঞ্চম ওভারে ইংলিশ পেসারের দ্বিতীয় বলে বোল্ড হন কিপার-ব্যাটার রিজওয়ান। কুরানের পর জ্বলে উঠেন আদিল রশিদ। এই লেগস্পিনারের ওপর যেন ভর করেছিল শেন ওয়ার্নের আত্মা। মেলবোর্নের উইকেটে ঘুর্ণি জাদুতে মোহাম্মদ হারিস ও বাবরকে শিকার বানান রশিদ।
প্যাভিলিয়নে ফেরার আগে দলের হয়ে সর্বোচ্চ ৩২ রানের (২৮ বলে) ইনিংস খেলেন অধিনায়ক বাবর। ১২ বল খেলা হারিস থামেন ৮ রানে। সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেছেন শান মাসুদ। তাকে মাঠছাড়া করেন কুরান। ফাইনালে ইংলিশদের সেরা বোলার ছিলেন তিনিই। ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় শিকার করেছেন ৩ উইকেট।
রশিদ ছাড়াও ২টি উইকেট পেয়েছেন ক্রিস জর্ডান। শাদাব খান (২০) এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে (৪) আউট করেন ইংলিশ পেসার। স্টোকসের ঝুলিতেও জমা পড়েছে ১ উইকেট। ইফতিখার আহমেদকে রানের খাতা খোলার সুযোগ দেননি এই অলরাউন্ডার।
এক কথায়, বোলারদের সম্মলিত প্রচেষ্টায় ২০ ওভারে ৮ উইকেট হারানো পাকিস্তানকে ১৩৭ রানের মধ্যে বেধে রাখে ইংল্যান্ড।
আরএ/