লারার বাজি পাকিস্তান, শচীনের ইংল্যান্ড
রবিবার (১৩ নভেম্বর) মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। কারা জিতবে এবারের বিশ্বকাপ? ভবিষ্যদ্বাণী করছেন অনেকেই। এর মধ্যে ক্রিকেট বিশ্বের দুই উজ্জ্বল নক্ষত্র ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকারও মুখ খুলেছেন। লারার বাজি পাকিস্তান, শচীনের মত ইংল্যান্ডের দিকে।
মেলবোর্ন মাঠের আকৃতির কারণে ফাইনালে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন ভারতের ক্রিকেট গ্রেট শচীন। হিন্দুস্তান টাইমসের এক অনুষ্ঠানে শচীনকে প্রশ্ন করা হয় ফাইনালে কে জিতবে?
সঞ্চালকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মাঠের আকৃতি দেখে, আমি ইংল্যান্ডকেই ভোট দিব। হ্যাঁ, পাকিস্তান দারুণ ছন্দে আছে। তারা সঠিক সময় সেরা ছন্দে ফিরেছে। মেলবোর্নে স্কয়ার অব উইকেট খেলতে পারবে ইংল্যান্ড। মেলবোর্নে যেখানে বাউন্ডারি লম্বা। সোজা সীমানা ছোট। সেখানে তারা সুবিধা পাবে।’
অন্যদিকে লারা বলেন, ‘আমি মনে করি, খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যের কারণে পাকিস্তান বেশ ভালো দল। ইংল্যান্ডও খুব পরিণত ক্রিকেট খেলছে, তবে আমি ট্রফিটি এশিয়ায় দেখতে চাই।’
সিডনিতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারায় পাকিস্তান। অ্যাডিলেডে দ্বিতীয় সেমিতে ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে ইংল্যান্ড।
এসজি