আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে: বাটলার
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামীকালই (১৩ নভেম্বর) প্রথম দেখা হবে ইংল্যান্ড ও পাকিস্তানের। সেটাও শিরোপার লড়াইয়ে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল জিততে সেরা ক্রিকেট খেলার অপেক্ষায় জস বাটলার এবং তার সতীর্থরা।
এবার বিশ্বমঞ্চে প্রথম দেখা হলেও সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে দুই দল। সেপ্টেম্বর-অক্টোবরে খেলেছে ৭টি টি-টোয়েন্টি। ওই দ্বিপাক্ষিক সিরিজ ৪-৩ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। ম্যাচগুলো হয়েছিল করাচি ও লাহোরে। সেই জয়গুলো থেকে আত্মবিশ্বাস যোগাচ্ছে ইংলিশরা। একই সঙ্গে সতর্কও থাকছে ক্রিকেটের জনকরা যেহেতু ওই ম্যাচগুলো হয়েছিল পাকিস্তানে এবং কালকের ফাইনাল অস্ট্রেলিয়ায়।
শনিবার (১২ নভেম্বর) সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘আমরা সম্প্রতি তাদের বিপক্ষে অনেক খেলেছি। অবশ্যই খুব ভিন্ন কন্ডিশনে। তবে একে অপরের সঙ্গে বেশ কিছু ম্যাচ খেলেছি, এটাই মেইন ফ্যাক্টর।’
ইংলিশ দলপতি যোগ করেন, ‘এখানে মেলবোর্নে একটি ভিন্ন ম্যাচ হতে চলেছে। দুর্দান্ত একটি দলের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে যাচ্ছি। আমি তাদের উপর ফোকাস রাখতে চাই। পাশাপাশি আমাদের উপর অনেক ফোকাস করতে চাই। আজকে আমাদের কঠোর প্রস্তুতির প্রয়োজন এবং আগামীকাল আমাদের সেরাটা দিতে হবে।’
প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে সমীহের চোখেই দেখছেন বাটলার, ‘পাকিস্তান দুর্দান্ত একটি দল। তাদের দারুণ ফাস্ট বোলার তৈরির ইতিহাস রয়েছে। ক্যারিয়ারের শেষের দিকে এই ছেলেদের মধ্যে কেউ কেউ সেরা পাকিস্তানি ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা একটি কঠিন চ্যালেঞ্জের আশা করছি।’
ইয়ন মরগানের নেতৃত্বে ২০১৯ সালে ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়ের ইতিহাসও আত্মবিশ্বাস যোগাচ্ছে বাটলারকে, ‘আপনি যখনই বিশ্বকাপের ফাইনালে খেলার সুযোগ পান তা একটি বিশাল সম্মান এবং আমরা উত্তেজিত। আগের পারফরম্যান্স (২০১৯ ওয়ানডে বিশ্বকাপ) আমাদের অনেক আত্মবিশ্বাস দেয়।’
বাটলার আরও বলেন, ‘আগামীকাল আমরা একটি নতুন খেলা শুরু করব। এটি একটি কঠিন প্রতিপক্ষ এবং আপনি যখনই একটি ট্রফির জন্য লড়াই করছেন, আপনি জানেন এটি সহজ হবে না। একটি দল, একটি গ্রুপ ও একজন ব্যক্তি হিসেবে আমাদের প্রস্তুত হতে হবে এবং আগামীকাল সেরা ক্রিকেট খেলতে হবে।’
এসজি