শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ | ২৭ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মেলবোর্নে যত ফাইনাল

এক সময় আইসিসির ডালে ছিল একটি মাত্র ফুল। সে ফুলটির নাম ছিল বিশ্বকাপ ক্রিকেট। আর বিশ্বকাপ ক্রিকেট মানেই ছিল ৫০ ওভারের ম্যাচ। এখন আইসিসির ডালে আরও ফুল ফুটেছে। যে কারণে বিশ্বকাপ বললেই এখন আর ৫০ ওভারের ম্যাচ বোঝায় না। আরও দু'টি বৈষয়িক আয়োজন আছে। একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, অপরটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এখন চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। রবিবার (১৩ নেভম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এর পর্দা নামবে ইংল্যান্ড ও পাকিস্তানের ফাইনাল খেলা দিয়ে।

এক সময় আইসিসির বিশ্বকাপ বলতেই যেমন ৫০ ওভারের ম্যাচকে বোঝানো হতো। ঠিক তেমনি সেই আয়োজন বলতেই ছিল ইংল্যান্ড আর ফাইনাল মানেই লর্ডস। আইসিসি প্রথম তিনটি আসরের ভেন্যু ছিল ইংল্যান্ড এবং লর্ডস। সেই বৃত্ত ভেঙ্গে আইসিসি বের হয়ে এসেছিল ১৯৮৭ সালে উপমহাদেশে বিশ্বকাপের আয়োজন করে। তারপর থেকেই বিশ্বকাপ ঘুরছে চক্রাকারে মহাদেশ থেকে মহাদেশে। সঙ্গে অন্য আসরগুলোও।

লর্ডসে ওয়ানডে বিশ্বকাপের প্রথম তিনটি আসরের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার পরও ১৯৯৯ ও ২০১৯ সালের আসরের ফাইনালেরও ভেন্যু ছিল লর্ডস। এ ছাড়া, ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথমবার আয়োজন করেও ফাইনালের ভেন্যু লর্ডস রাখা হয়েছিল। ফাইনাল ম্যাচ আয়োজনের দিক দিয়ে অন্য যেকোনো ভেন্যুর চেয়ে লর্ডস তাই এগিয়ে। এর পরই আছে মেলবোর্ন। আগামীকাল এই ভেন্যু অনুষ্ঠিত হবে তৃতীয় ফাইনাল। আগের দুটি ছিল ওয়ানডে বিশ্বকাপের ১৯৯২ ও ২০১৫ সালে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়া এককভাবে আয়োজন করলেও ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল নিউজিল্যান্ডের সঙ্গে যৌথভাবে আর ফাইনাল ম্যাচের ভেন্যু হয়েছিল মেলবোর্ন। ১৯৯২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান ২০১৫ সালে স্বাগতিক অস্ট্রেলিয়া। এবার কে পাকিস্তান, না ইংল্যান্ড?

১৯৯২ সালের মতো দুই দল এবার ও মুখোমুখি। সেবার ছিল ওয়ানডে, এবার টি-টোয়েন্টি।‌১৯৯২ সালের ফাইনালে পাকিস্তান ২২ রানে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল। টস জিতে ইমরান খানের পাকিস্তান ব্যাট করতে নেমে ৬ উইকেটে করেছিল ২৪৯ রান। তিন নম্বরে ব্যাট করতে নামা অধিনায়ক ইমরান খানের ৭২, জাভেদ মিয়ানদাদের ৫৮, ইনজামামুল হকের ৪২ ও ওয়াসিম আকরামের ১৮ বলে ৩৩ রানের ইনিংস পাকিস্তানকে এই রান সংগ্রহ করতে বড় ভূমিকা রেখেছিল। ইংল্যান্ডের ডেরেক প্রিঙ্গল ১০ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন।

৩০ বছর আগে এই রান ছিল অনেক নিরাপদ সেই নিরাপদ সংগ্রহটা আরও শক্তিশালী হয়ে উঠেছিল ইমরান খান, ওয়াসিম আকরাম, আকিব জাভেদ, মোস্তাক আহমেদের মত বোলারদের কারণে। এদের তোপে পড়ে গ্রায়াম গুচ, আয়ন বোথাম,স্টুয়ার্ট, গ্রায়াম হিক, নেইল ফেয়ার ব্রাদার, অ্যালান ল্যাম্বের মতো শক্তিশালী ব্যাটিং লাইনও টিকে থাকতে পারেনি ৫০ ওভার পর্যন্ত। ৪৯.২ ওভারে ২২৭ রান করে ইংল্যান্ড অল আউট হয়েছিল। নেইল ফেয়ার ব্রাদার সর্বোচ্চ ৬২ রান করেছিলেন। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছিল অতিরিক্ত থেকে রান ২৪। মোস্তাক আহমেদ ৪১ ও ওয়াসিম আকরাম ৪৯ রানে ৩টি করে এবং আকিব জাভদ ২৭ রানে ২টি উইকেট নিয়েছিলেন। ম্যাচ সেরা হয়েছিলেন ওয়াসিম আকরাম।

১৯৯২ সালে মেলবোর্নে দ্বিতীয় ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ ছিল আয়োজক আরেক দেশ নিউজিল্যান্ড। দুই স্বাগতিকদের লড়াইটা যেমন জমে ওঠার কথা ছিল তেমনটি হয়নি। এই না হওয়ার কারণ ছিল অস্ট্রেলিয়ান বোলাররা। টস জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালামের ব্যাটিং করার সিদ্ধান্তটা ভুল প্রমাণ করে দেন অজি বোলাররা মাত্র ১৮৩ রানে অলআউট করে দিয়ে। দলেরপক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন গ্রান্ট ইলিয়ট। এ ছাড়া ৪০ রান এসেছিল করস টেলরের ব্যাট থেকে। হ্যাজেলহুড ৩০ ও জেমস ফকনার ৩৬ রানে নেন তিনটি করে উইকেট। মিচেল স্টার্ক ২০ রান খরচ করে নেন দশ ২ উইকেট। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ানরা মাত্র ৩৩.১ ওভারে ৩ উইকেট হারিয়ে গন্তব্যে পৌঁছে যায় ১৮৬ রান করে। অধিনায়ক মাইকেল ক্লার্ক ৭৪, স্টিভেন স্মিথ অপরাজিত ৫৬ ও ওপেনার ডেভিড ওয়ার্নার ৪৫ রান করেন। ম্যাট হ্যানরি ৪৬ রানে নেন দুই উইকেট। ম্যাচ সেরা হন জেমস ফকনার।

এমপি/এমএমএ/

Header Ad
Header Ad

আওয়ামী লীগের পলাতক নেতার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নৈশভোজ

সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের তোপে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকারের। এরপরই দেশ ছেড়ে পালিয়ে যান দলটির মন্ত্রী-এমপি ও নেতাকর্মীরা। এবার সেই আওয়ামী লীগের পলাতক নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে নৈশভোজের অনুষ্ঠানে হাসিমুখে কথা বলতে দেখা গেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে।

বিদায়ী বছরের ডিসেম্বরে গ্লাসগোর ক্রাউন প্লাজা হোটেলে লেবার পার্টির আয়োজিত নৈশভোজে যান আনোয়ারুজ্জামান। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে আনোয়ারুজ্জামান পালিয়ে যান। তার বিরুদ্ধে এরপর হত্যাসহ একাধিক মামলা হয়।

প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমস গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর স্টারমারের সমালোচনা করে বলেছে, অর্থ আত্মসাৎ এবং আন্দোলনকারীদের গুলি করে হত্যায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও বিতাড়িত আওয়ামী লীগ নেতার সঙ্গে দেখা করেছেন স্টারমার।

গত জুলাইয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয় পায় লেবার পার্টি। এতে তার পক্ষ হয়ে কাজ করে আওয়ামী লীগ। কিছু আসনে জয় পেতে ও বাংলাদেশি ব্রিটিশদের ভোট পেতে আওয়ামী লীগের সহযোগিতা তাদের কাজে লেগেছে। এমনকি লেবারকে আওয়ামীপন্থি এক ব্যক্তি নির্বাচনী অনুদানও দিয়েছিলেন।

স্টারমারের সঙ্গে দেখা করার ব্যাপারে আনোয়ারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেছিল ফিন্যান্সিয়াল টাইমস। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ইউনিভার্সিটি কলেজ, লন্ডনের সামাজিক নৃতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফ হক ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, “সংখ্যালঘুদের (বাংলাদেশি-ব্রিটিশ) ভোট পেতে আওয়ামী লীগকে ব্যবহার করার বিষয়টি লেবার পার্টিকে পরিবর্তন করতে হবে। যদিও লেবার মনে করে এসব ভোট পেতে আওয়ামী লীগই তাদের জন্য সবচেয়ে ভালো বাহন। তবে তারা ভুল ধারণার মধ্যে আছে, তারা বুঝতে পারছে না আওয়ামী লীগের সমর্থন আর ব্রিটিশ-বাংলাদেশিদের মধ্যে নেই। অনেক কিছু পরিবর্তিত হয়েছে।”

Header Ad
Header Ad

সুশাসন প্রতিষ্ঠার কারণে দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুর। ছবি: সংগৃহীত

‘সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুর। শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেল ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

গভর্নর বলেন, সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে। রিজার্ভ চুরির ৮০ শতাংশ অর্থ ইতোমধ্যে ফেরানো হয়েছে। বাকি অর্থ আদায়ে মামলা চলছে। আশা করি, মামলায় জিতবে বাংলাদেশ।

তিনি বলেন, চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানই ২০ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। সব অর্থ উদ্ধারে কাজ চলছে। বিদেশিরাও সহযোগিতা করছে। পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনসহ (এফবিআই) অন্যান্য সংস্থার সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। বিদেশি আইনজীবী নিয়োগ দেওয়া হচ্ছে।

ড. আহসান এইচ মুনসুর বলেন, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রেমিট্যান্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে আড়াই শতাংশ প্রণোদনা দেওয়ায় বছরে ৭ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে সরকারের।

প্রবাসীদের সরাসরি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর অনুরোধ জানিয়ে তিনি এরপর বলেন, সৌদি আরবকে টপকে রেমিট্যান্স পাঠানোয় শীর্ষে উঠেছে দুবাই। এটা ভালো লক্ষণ নয়। কারণ, সৌদি আরব থেকে অর্থ প্রথমে দুবাই আসছে। সেখান থেকে বাংলাদেশে আসছে। দুবাইয়ের কিছু প্রতিষ্ঠান এই সুযোগে মুদ্রা বিনিময় হার ম্যানুপুলেট করার চেষ্টা করছে।

Header Ad
Header Ad

আ.লীগ নির্বাচন করতে পারবে কি না, তা সময় বলে দেবে: সিইসি

বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না এমন প্রশ্ন জনমনে দানা বেধেছে। বিভিন্ন মহল থেকে নানাবিধ উত্তর আসলেও এবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি না, তা সময় বলে দেবে। সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় সিলেট সার্কিট হাউসের সম্মেলনকক্ষে ভোটার হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার সব নির্বাচন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি। সেই সঙ্গে ভোটার আইডি কার্ড সংশোধনে আর্থিক দুর্নীতির সঙ্গে বিগত দিনে যারা জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করব না। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না।

সিইসি বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন নিয়ে যে রোডম্যাপের কথা বলেছেন সেই অনুসারে কাজ করছে নির্বাচন কমিশন। আগামী জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না। প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছি সিইসি, যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্য দিয়ে হবে।

প্রবাসী ভোটার অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেন, প্রথম বছরেই সবাইকে অন্তর্ভুক্তি করা সম্ভব হবে না। তবে প্রক্রিয়া যেহেতু শুরু হয়েছে সব প্রবাসীকেই পর্যায়ক্রমে ভোটার তালিকায় আনা হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগের পলাতক নেতার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নৈশভোজ
সুশাসন প্রতিষ্ঠার কারণে দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে: গভর্নর
আ.লীগ নির্বাচন করতে পারবে কি না, তা সময় বলে দেবে: সিইসি
যশোরে তীব্র শীতে ফুটপাতের দোকানে ভিড়, বিপাকে নিম্ন আয়ের মানুষ
আমি মানুষ, দেবতা নই: মোদি
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার!
বুধবার বাইডেনের বিদায়ী ভাষণ
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ একাধিক
ঘুষের মামলায় দোষী সাব্যস্ত, তবুও নিঃশর্ত খালাস পেলেন ট্রাম্প
১০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল
ঢাকার হারের হেক্সা, প্রথম জয় পেল সিলেট
খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, চিকিৎসায় নতুন পরিবর্তন
কিশোরগঞ্জে একটি আম বিক্রি হলো ১৬০০ টাকায়
সিঙ্গারা খেয়ে টাকা না দেয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, বিএনপি নেতাসহ আহত ১৩
নওগাঁ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখতে সম্মত বিএসএফ
ইসলাম ‘অবমাননার’ দায়ে শ্রীলঙ্কায় বৌদ্ধ সন্ন্যাসীর জেল
৩০০ আসনেই প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ: শাকিল উজ্জামান
ডাক বিভাগে ৫২৪ পদে বিশাল নিয়োগ, আবেদন ফি ৫৬ টাকা