শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মেলবোর্নে যত ফাইনাল

এক সময় আইসিসির ডালে ছিল একটি মাত্র ফুল। সে ফুলটির নাম ছিল বিশ্বকাপ ক্রিকেট। আর বিশ্বকাপ ক্রিকেট মানেই ছিল ৫০ ওভারের ম্যাচ। এখন আইসিসির ডালে আরও ফুল ফুটেছে। যে কারণে বিশ্বকাপ বললেই এখন আর ৫০ ওভারের ম্যাচ বোঝায় না। আরও দু'টি বৈষয়িক আয়োজন আছে। একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, অপরটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এখন চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। রবিবার (১৩ নেভম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এর পর্দা নামবে ইংল্যান্ড ও পাকিস্তানের ফাইনাল খেলা দিয়ে।

এক সময় আইসিসির বিশ্বকাপ বলতেই যেমন ৫০ ওভারের ম্যাচকে বোঝানো হতো। ঠিক তেমনি সেই আয়োজন বলতেই ছিল ইংল্যান্ড আর ফাইনাল মানেই লর্ডস। আইসিসি প্রথম তিনটি আসরের ভেন্যু ছিল ইংল্যান্ড এবং লর্ডস। সেই বৃত্ত ভেঙ্গে আইসিসি বের হয়ে এসেছিল ১৯৮৭ সালে উপমহাদেশে বিশ্বকাপের আয়োজন করে। তারপর থেকেই বিশ্বকাপ ঘুরছে চক্রাকারে মহাদেশ থেকে মহাদেশে। সঙ্গে অন্য আসরগুলোও।

লর্ডসে ওয়ানডে বিশ্বকাপের প্রথম তিনটি আসরের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার পরও ১৯৯৯ ও ২০১৯ সালের আসরের ফাইনালেরও ভেন্যু ছিল লর্ডস। এ ছাড়া, ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথমবার আয়োজন করেও ফাইনালের ভেন্যু লর্ডস রাখা হয়েছিল। ফাইনাল ম্যাচ আয়োজনের দিক দিয়ে অন্য যেকোনো ভেন্যুর চেয়ে লর্ডস তাই এগিয়ে। এর পরই আছে মেলবোর্ন। আগামীকাল এই ভেন্যু অনুষ্ঠিত হবে তৃতীয় ফাইনাল। আগের দুটি ছিল ওয়ানডে বিশ্বকাপের ১৯৯২ ও ২০১৫ সালে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়া এককভাবে আয়োজন করলেও ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল নিউজিল্যান্ডের সঙ্গে যৌথভাবে আর ফাইনাল ম্যাচের ভেন্যু হয়েছিল মেলবোর্ন। ১৯৯২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান ২০১৫ সালে স্বাগতিক অস্ট্রেলিয়া। এবার কে পাকিস্তান, না ইংল্যান্ড?

১৯৯২ সালের মতো দুই দল এবার ও মুখোমুখি। সেবার ছিল ওয়ানডে, এবার টি-টোয়েন্টি।‌১৯৯২ সালের ফাইনালে পাকিস্তান ২২ রানে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল। টস জিতে ইমরান খানের পাকিস্তান ব্যাট করতে নেমে ৬ উইকেটে করেছিল ২৪৯ রান। তিন নম্বরে ব্যাট করতে নামা অধিনায়ক ইমরান খানের ৭২, জাভেদ মিয়ানদাদের ৫৮, ইনজামামুল হকের ৪২ ও ওয়াসিম আকরামের ১৮ বলে ৩৩ রানের ইনিংস পাকিস্তানকে এই রান সংগ্রহ করতে বড় ভূমিকা রেখেছিল। ইংল্যান্ডের ডেরেক প্রিঙ্গল ১০ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন।

৩০ বছর আগে এই রান ছিল অনেক নিরাপদ সেই নিরাপদ সংগ্রহটা আরও শক্তিশালী হয়ে উঠেছিল ইমরান খান, ওয়াসিম আকরাম, আকিব জাভেদ, মোস্তাক আহমেদের মত বোলারদের কারণে। এদের তোপে পড়ে গ্রায়াম গুচ, আয়ন বোথাম,স্টুয়ার্ট, গ্রায়াম হিক, নেইল ফেয়ার ব্রাদার, অ্যালান ল্যাম্বের মতো শক্তিশালী ব্যাটিং লাইনও টিকে থাকতে পারেনি ৫০ ওভার পর্যন্ত। ৪৯.২ ওভারে ২২৭ রান করে ইংল্যান্ড অল আউট হয়েছিল। নেইল ফেয়ার ব্রাদার সর্বোচ্চ ৬২ রান করেছিলেন। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছিল অতিরিক্ত থেকে রান ২৪। মোস্তাক আহমেদ ৪১ ও ওয়াসিম আকরাম ৪৯ রানে ৩টি করে এবং আকিব জাভদ ২৭ রানে ২টি উইকেট নিয়েছিলেন। ম্যাচ সেরা হয়েছিলেন ওয়াসিম আকরাম।

১৯৯২ সালে মেলবোর্নে দ্বিতীয় ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ ছিল আয়োজক আরেক দেশ নিউজিল্যান্ড। দুই স্বাগতিকদের লড়াইটা যেমন জমে ওঠার কথা ছিল তেমনটি হয়নি। এই না হওয়ার কারণ ছিল অস্ট্রেলিয়ান বোলাররা। টস জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালামের ব্যাটিং করার সিদ্ধান্তটা ভুল প্রমাণ করে দেন অজি বোলাররা মাত্র ১৮৩ রানে অলআউট করে দিয়ে। দলেরপক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন গ্রান্ট ইলিয়ট। এ ছাড়া ৪০ রান এসেছিল করস টেলরের ব্যাট থেকে। হ্যাজেলহুড ৩০ ও জেমস ফকনার ৩৬ রানে নেন তিনটি করে উইকেট। মিচেল স্টার্ক ২০ রান খরচ করে নেন দশ ২ উইকেট। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ানরা মাত্র ৩৩.১ ওভারে ৩ উইকেট হারিয়ে গন্তব্যে পৌঁছে যায় ১৮৬ রান করে। অধিনায়ক মাইকেল ক্লার্ক ৭৪, স্টিভেন স্মিথ অপরাজিত ৫৬ ও ওপেনার ডেভিড ওয়ার্নার ৪৫ রান করেন। ম্যাট হ্যানরি ৪৬ রানে নেন দুই উইকেট। ম্যাচ সেরা হন জেমস ফকনার।

এমপি/এমএমএ/

Header Ad

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অবস্থিত তার নিজ বাড়ি হিজল করচ থেকে গ্রেপ্তার করা হয় সাবেক এ মন্ত্রীকে। গ্রেপ্তারের পরে এম এ মান্নানকে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এম এ মান্নানকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে তিনি সদর থানায় পুলিশ হেফাজতে আছেন। তাকে আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সুনামগঞ্জ শহরে গত ৪ আগস্ট বিক্ষোভ কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা হয়। গত ২ সেপ্টেম্বর হাফিজ আহমদ নামে এক ব্যক্তি দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। এই মামলায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমদ হামলার ঘটনায় আহত হয়েছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এর পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করা হলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে একাধিক সিন্ডিকেট সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য জানান, আজ সন্ধ্যা ৭টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত উপাচার্য লাউঞ্জে একটি জরুরি সিন্ডিকেট মিটিং হয়। সেখানে ২ ঘণ্টা আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরেকজন সিন্ডিকেট সদস্য জানান, একটি বিষয়ে আজকের অ্যাজেন্ডা ছিল, ছাত্র রাজনীতি। পরে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবাইকে যুক্ত করে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তীতে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদের নিয়ে কমিটি করে এটিকে কোন ফরম্যাটে রাখা হবে—সেটির ভিত্তিতে ক্যাম্পাসে ছাত্ররাজনীতির সিদ্ধান্ত নির্ধারণ করা হবে।

কমিটির নেতৃত্বে সহ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ থাকতে পারেন বলে জানা গেছে।

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, উপাচার্যের আমন্ত্রণে কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরীসহ সিন্ডিকেট সদস্যরা।

সরকারি ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক। ছবি: সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিক্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত আলাদা ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

ব্যাংকগুলো হলো- সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)।

অপসারণ করা ব্যাংক এমডিরা হলেন- সোনালী ব্যাংকের এমডি মো. আফজাল করিম, জনতা ব্যাংকের এমডি মো. আবদুল জব্বার, অগ্রণী ব্যাংকের এমডি মো. মুরশেদুল কবীর, রূপালী ব্যাংকের এমডি মোহাম্মদ জাহাঙ্গীর, বেসিক ব্যাংকের এমডি মো. আনিসুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) এমডি মো. হাবিবুর রহমান গাজী।

ছয়টি ব্যাংকের চেয়ারম্যানকে চিঠি দিয়ে এমডির সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিলের বিষয়টি জানানো হয়েছে। তবে নতুন করে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

সর্বশেষ সংবাদ

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধ ঘোষণা
সরকারি ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন সাংবাদিক সুচিস্মিতা তিথি ও নাইম আলী
৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা
অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন
ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: আসিফ নজরুল
সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম: শাবনূর
সাবেক মন্ত্রী রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মানুষটার শরীর দেখে বারবার আবরারের কথা মনে পড়েছে: সারজিস
দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরে বেড়াচ্ছেন পার্কে
ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশের অবস্থান কত?
ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ২ শিক্ষার্থী আটক
সৌদি আরবে হতে পারে আইপিএলের নিলাম
নিউইয়র্কে ড. ইউনূস-মোদির বৈঠক হচ্ছে না
শেখ হাসিনার ভারতেই থাকা উচিত : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের উন্নতি
আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জনের মৃত্যু
ঢাবি ও জাবিতে পিটিয়ে হত্যা দুঃখজনক: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাড়ে ২০ লাখ টাকা খরচে চালু হচ্ছে কাজিপাড়া স্টেশন