বৃষ্টির শঙ্কায় ফাইনাল
ক্রিকেট মানেই ভারত। আর ভারত মানেই মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতি, উন্মাতাল উচ্ছ্বাস। সারা বিশ্বের ছড়িয়ে থাকা কোটি কোটি দর্শকের টিভি পর্যায়ে উপভোগ আইসিসির বিশাল এক মার্কেটিং। সেই ভারত ফাইনালে না যাওয়া মানেই আইসিসির মার্কেটিংয়ে বিশাল ধস। ফাইনালের রং অনেকটা আগেই হারিয়ে যায়। হারিয়ে যাওয়া রং আরও ধূসর হয়ে যেতে পারে বৃষ্টির কারণে।
রবিবার (১৩ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড-পাকিস্তানের ফাইনালে বৃষ্টির শঙ্কা প্রবল। অস্ট্রেলিয়ার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ফাইনালে খেলার দিন এবং রাতেও বজ্রসহ মুষলধারে বৃষ্টির কথা বলা হয়েছে।
আবহাওয়া নিয়ে অস্ট্রেলিয়ার যে পূর্বাভাস দেওয়া হয় তার প্রায় শতভাগই সত্য হয়ে থাকে। অ্যাডিলেডে বাংলাদেশ-ভারত ম্যাচে পূর্বাভাসে বলা হয়েছিল, দ্বিতীয় ইনিংসে সন্ধ্যা ৭টা থেকে ঘণ্টাখানেকের মতো বৃষ্টি হবে। পরে তাই হয়েছিল এবং ঘটেছিল তেলেসমাতি কাণ্ড, যা নিয়ে ক্রিকেট বিশ্বে সমালোচনার ঝড় উঠেছিল। ফাইনাল নিয়ে আবহাওয়ার পূর্বাভাস তাই সবার কপালে চিন্তার ভাঁজ।
বৃষ্টি এবারের বিশ্বকাপকে বেশ ভুগিয়েছে। অস্ট্রেলিয়াবাসী অনেকেরই অভিযোগ এই সময়ে বিগত ৬০ বছরে এরকম বৃষ্টি হয়নি। মেলবোর্ন বলে ফাইনাল নিয়ে শঙ্কাটা তাই একটু বেশি থেকে যাচ্ছে। কারণ এবারের বিশ্বকাপে যে চারটি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছে তার ৩টি ছিল মেলবোর্নে। ফাইনালও তাই রক্ষা পাওয়ার সম্ভাবনা কম।
কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাবের সহসভাপতি, ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার জাকারিয়া জ্যাক বাংলাদেশ থেকে এসেছেন ফাইনাল দেখার জন্য। খেলা না হলে তার এই কষ্ট করে আসাটাই বিফলে যাবে বলে জানান তিনি।
তবে ফাইনাল ম্যাচ যেন অনুষ্ঠিত হতে পারে সেজন্য আইসিসি সেমিফাইনাল থেকে কিছুটা নিয়মের পরিবর্তন করেছে। রিজার্ভ ডে রাখার পাশাপাশি মিনিমাম ১০ ওভারের খেলা রাখা হয়েছে। কার্টেল ওভারের সময় ৩০ মিনিট থেকে বাড়িয়ে দুই ঘণ্টা করা হয়েছে। কোনো কারণে রবিবার খেলা অনুষ্ঠিত না হলে রিজার্ভ ডেতে খেলা গড়াবে। যদি রবিবারের খেলা শুরু হওয়ার পর স্থগিত হয়ে যায় তাহলে রিজার্ভ ডেতে সেখান থেকেই খেলা শুরু হবে।
খেলা রিজার্ভ ডেতে গড়ালেও বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা কিন্তু কম। সোমবারও আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তা রবিবারের মতো সারাদিন মুষলধারে বজ্রপাতসহ হবে না। এক্ষেত্রে ওভার কমিয়ে আনা হবে। তবে কোনো কারণে যদি রিজার্ভ ডেতে খেলা ন্যূনতম ১০ ওভার না হয়, সেক্ষেত্রে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
এমপি/এসজি