বদলে যাচ্ছে ভারতের কোচিং স্টাফ!
বিশ্বকাপের সেমিফাইনালে বিধ্বস্ত হয়েছে ভারত। ইংল্যান্ডের কাছে হেরেছে ১০ উইকেটের ব্যবধানে। লজ্জার পরাজয়ে সমালোচনার মুখে অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, বদলে যাচ্ছে ভারতের কোচিং স্টাফ।
ভারতের পরবর্তী অ্যাসাইনমেন্ট নিউজিল্যান্ডে। সাদা বলের সফরে দলের সঙ্গে প্রধান কোচ হিসেবে যাবেন ভিভিএস লক্ষ্মণ। ব্যাটিং ও বোলিং কোচের ভূমিকায় থাকবেন যথাক্রমে হৃষিকেশ কান্তিকর এবং সাইরাজ বাহুতুলে। বিশ্রামে থাকবেন দ্রাবিড় ও তার সহকর্মীরা।
পিটিআই তাদের এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
লক্ষ্মণ বর্তমানে ন্যাশনাল ক্রিকেট একডেমি পরিচালনার দায়িত্বে আছেন। আগে স্বল্পমেয়াদের ভারতের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। যেমন চলতি বছরের শুরুতে আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে সফর, পাশাপাশি গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম ওয়ানডে সিরিজ। ফেব্রুয়ারিতে ওয়ানডে বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ ভারত দলের দায়িত্বেও ছিলেন তিনি।
আগামী শুক্রবার (১৮ নভেম্বর) ওয়েলিংটনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করবে ভারত। নিউজিল্যান্ড সফরের পরপরই এশিয়ার শক্তিধররা বাংলাদেশ সফরে আসবে।
পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, টাইগারদের বিপক্ষে সিরিজ দিয়ে দায়িত্বে ফিরবেন দ্রাবিড়। ভারত ৩০ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলবে এবং ৪ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডের প্রথমটি খেলবে।
শুধু কোচিং স্টাফ নয়, ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, সিনিয়র ব্যাটার বিরাট কোহলি এবং লোকেশ রাহুলকেও বিশ্রাম দেওয়া হয়েছে। কিউইদের বিপক্ষে এই তিন ক্রিকেটারদের না রাখার সিদ্ধান্ত অবশ্য আগেই নেওয়া হয়েছিল। রোহিতের অবর্তমানে নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে দলের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং ওয়ানডে সিরিজের নেতৃত্বে থাকবেন শিখর ধাওয়ান।
এসজি