শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ | ২৭ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ভারতের বিদায়ে ফাইনালের রং বিবর্ণ!

সিডনি থেকে মেলবোর্নের ট্রেন। পুরোটাই ভর্তি যাত্রীতে। অনেকেরই নজর ভারত-ইংল্যান্ডের সেমিফাইনালের দিকে। দুরন্ত গতিতে ছুটে চলা ট্রেনে মাঝেমধ্যে ইন্টারনেটের সিগন্যাল চলে যাওয়ায় ম্যাচের আপডেট জানতে বিঘ্ন ঘটাচ্ছিল।

ইংল্যান্ডের দুই ওপেনার বাটলার ও হেলসের মারমুখী ব্যাটিংয়ে এক একটি চার আর ছক্কা ট্রেনে ভারতীয় দর্শকদের অন্তরে কাটা হয়ে আঘাত করছিল। একটা পর্যায়ে তারা হার মেনে নেন। কিন্তু যখন ১০ উইকেটে ভারত হেরে যায়, তারা যেন বিশ্বাসই করতে পারছিলেন না।

এসময় ট্রেনে অন্য দেশের যাত্রী, যারা ক্রিকেট ম্যাচ ফলো করেছিলেন তারাও অবাক হয়ে যান এই ফলাফলে। খেলা শেষ হওয়ার মিনিট দশেক না যেতেই এক ভারতীয় নারী সঙ্গে সঙ্গে অন্যদের উদ্দেশ্যে জানান, তার স্বামী ফাইনাল খেলার টিকিট কেটেছিলেন। এখন না দেখার সিদ্ধান্ত নিয়েছেন। ট্রেনে এসময় ভারতীয় দর্শকদের দেখা গেছে দুঃখ ভারাক্রান্ত, হতভম্ব। কিছুতেই যেন বিশ্বাস তারা করতে পারছিলেন না।

ভোরের আলো ফুটে উঠার পর ধীরে ধীরে মেলবোর্নের আকাশও যেন অনেকটা ভারাক্রান্ত হয়ে পড়ে। এই ভারাক্রান্ত শুধু ভারতীয় দর্শকদের জন্য। শুক্রবার মেলবোর্নের আকাশে রোদ-মেঘের খেলা হলেও ভারতীয়দের জন্য শুধুই মেঘ হয়ে ছিল। আইসিসির যেকোনো ইভেন্ট মানেই ভারত ফাইনাল খেলবে, চ্যাম্পিয়ন হবে এই বিশ্বাস লালন করে ক্রিকেটকে দ্বিতীয় ধর্ম মানা ভারতীয়রা। অতীতের ন্যায় এবারও সেই আশায় বুক বেঁধে ফাইনালে অধিকাংশ টিকিটই তারা কেটে রেখেছিল। ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনাল শুরু হওয়ার আগেও ফাইনালের টিকেট সোল্ড আউট দেখাচ্ছিল। ভারতীয়দের হারে সেখানে অল্প অল্প করে টিকেট পাওয়া যেতে শুরু করে। কারণ ভারতীয়রা মুখ ফিরিয়ে নিয়েছে ফাইনাল থেকে।

ফাইনালে ভারত না থাকা মানেই আকর্ষণ অর্ধেক কমে আসা। শেয়ারবাজারের পতনের মতোই ফাইনালে আগ্রহের পতন ঘটেছে ভারতের বিদায়ে। কিন্তু ভারতের বিদায়ে খুশি নিউজিল্যান্ড থেকে ফাইনাল ম্যাচ দেখতে আসা বাংলাদেশের আব্দুর রহিম মিয়া হালিম। বাংলাদেশের সঙ্গে আম্পায়ারের সহযোগিতা নিয়ে জিতলেও ইংল্যান্ডের সঙ্গে আর পেরে নিয়ে উঠেনি বলে জানান তিনি। ফাইনাল দেখার পরিকল্পনা তিনি করেছিলেন নিউজিল্যান্ডকে ঘিরে। নিউজিল্যান্ডের বিদায়েও কষ্ট পেয়েছেন কিন্তু ফাইনাল খেলাটা তিনি প্রাণভরে উপভোগ করতে চান।

এমপি/এসজি

Header Ad
Header Ad

তামিমের বিদায়ে যা বললেন মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্য

ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন তামিম ইকবালকে আবারো দলে চান। তার অনুরোধে নির্বাচক কমিটি তামিমকে জাতীয় দলে ফেরানোর পরিকল্পনা নেয় এবং বিসিবিও সে উদ্যোগ গ্রহণ করে। ভক্ত-সমর্থকরাও তামিমকে আবারো জাতীয় দলের জার্সিতে দেখতে আগ্রহী ছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত জাতীয় দলে তার প্রত্যাবর্তন নিয়ে সংশয়ের মধ্যে শুক্রবার (১০ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম।

এদিকে বিদায়ের ঘোষণা দেওয়ার পর ফেসবুকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার সাবেক সতীর্থ শাহরিয়ার নাফীস, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদরা।

২০০৭ বিশ্বকাপে প্রথম বারের মতো বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন তামিম। সেবার তার সঙ্গী ছিলেন শাহরিয়ার নাফীস। বিদায় বেলায় তাকে বার্তা দিলেন বর্তমানে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্বে থাকা এই সাবেক ক্রিকেটার। নাফীস তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে তোমার অবদান বাংলাদেশ সবসময় মনে রাখবে…তামিম ইকবাল।’ এরপর একটা ভিডিও প্রকাশ করেছেন যিনি, যা ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে তার সেই ফিফটির ক্লিপ। ক্যাপশনে লিখেছেন, ‘তামিমের আবির্ভাব।’

জাতীয় দলে আপনার সবচেয়ে ভালো বন্ধু কে? এক সাক্ষাৎকারে সে প্রশ্নের জবাবে বছর চারেক আগে তামিম বলেছিলেন মুশফিকুর রহিমের নাম। সেই মুশফিক গতকাল তামিমের সঙ্গে ছবি দিয়ে নিজের ফেসবুকে লেখেন, ‘তোমার অবসর ঘোষণার সময়ে তোমাকে জানাতে চাই, তুমি যা কিছু অর্জন করেছ, তার জন্য আমি বেশ গর্বিত, তামিম। দোস্ত, তুমি বাংলাদেশ ক্রিকেটের একজন অসামান্য দূত, ব্যাটার হিসেবেও বিশ্বমানের।’

২০১৮ এশিয়া কাপে মুশফিক তার ক্যারিয়ারসেরা ১৪৪ রানের ইনিংসটা খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে, সে ম্যাচে শেষ পর্যায়ে তাকে সঙ্গ দিতে ভাঙা হাত নিয়েই ব্যাট করতে নেমেছিলেন তামিম। সে ইনিংসের কথাও স্মরণ করেন মুশফিক। বলেন, ‘দুবাইয়ে আমাদের জুটিটার কথা আমি সবসময় মনে রাখব। বিশেষ করে যখন তুমি ভাঙা আঙুল নিয়ে ব্যাট করতে নেমেছিলে তখনকার কথা। এটাই দেশের প্রতি তোমার নিবেদন, খেলাটার প্রতি তোমার অনুরাগটা প্রকাশ করে।’

এরপর মুশফিক জানান, তামিমকে খুব মিস করবেন তিনি। বললেন, ‘অবসর সুখের হোক, দোস্ত। তোমাকে মাঠের ক্রিকেটে অনেক মিস করব। তবে আমি ক্রিকেটের কাছে কৃতজ্ঞ, কারণ এখানে এসেই তোমার মতো দারুণ একটা বন্ধু পেয়েছি।’

তার বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদও স্ট্যাটাসে তামিমকে শুভেচ্ছা জানিয়েছেন। তার ফেসবুক প্রোফাইলে এক পোস্টে বলা হয়, ‘তামিম, লম্বা ও দারুণ একটা ক্যারিয়ারে তুমি যা কিছু অর্জন করেছ, তার জন্য তোমাকে অভিনন্দন। তুমি অনেক কিছু অর্জন করেছ, এবং বাংলাদেশের জন্য অনেক বড় অবদান রেখেছ। আমার মনে আছে আমরা যখন শেষ বারের মতো বাংলাদেশের হয়ে খেলেছি, আমরা একসঙ্গে ব্যাটও করেছি। তোমার সঙ্গে খেলা, মাঠে আর মাঠের বাইরে অনেক স্মৃতি ভাগাভাগি করাটা আনন্দের ছিল। আমি তোমাকে একটা সুখের অবসর সময় চাই, তোমার ভবিষ্যৎ সব চেষ্টার জন্য রইল শুভকামনা। তোমার কথা সবসময় স্মরণে থাকবে।’

বেশ কিছু ম্যাচে ওপেনিংয়ে তামিমের সঙ্গী ছিলেন সৌম্য সরকার। তিনিও একটি ছবি পোস্ট করে লেখেন, ‘নতুন শুরুর জন্য এবং সারা জীবনের অমূল্য স্মৃতিগুলোর জন্য শুভেচ্ছা। অবসর কোনো শেষ নয়, বরং এটি এক নতুন সুন্দর অধ্যায়ের সূচনা। সামনের যাত্রাটা উপভোগ করুন। হ্যাপি রিটায়ারমেন্ট, ভাই। মাঠে তোমার অভাব অনুভব করব।’

Header Ad
Header Ad

আওয়ামী লীগের পলাতক নেতার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নৈশভোজ

সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের তোপে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকারের। এরপরই দেশ ছেড়ে পালিয়ে যান দলটির মন্ত্রী-এমপি ও নেতাকর্মীরা। এবার সেই আওয়ামী লীগের পলাতক নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে নৈশভোজের অনুষ্ঠানে হাসিমুখে কথা বলতে দেখা গেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে।

বিদায়ী বছরের ডিসেম্বরে গ্লাসগোর ক্রাউন প্লাজা হোটেলে লেবার পার্টির আয়োজিত নৈশভোজে যান আনোয়ারুজ্জামান। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে আনোয়ারুজ্জামান পালিয়ে যান। তার বিরুদ্ধে এরপর হত্যাসহ একাধিক মামলা হয়।

প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমস গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর স্টারমারের সমালোচনা করে বলেছে, অর্থ আত্মসাৎ এবং আন্দোলনকারীদের গুলি করে হত্যায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও বিতাড়িত আওয়ামী লীগ নেতার সঙ্গে দেখা করেছেন স্টারমার।

গত জুলাইয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয় পায় লেবার পার্টি। এতে তার পক্ষ হয়ে কাজ করে আওয়ামী লীগ। কিছু আসনে জয় পেতে ও বাংলাদেশি ব্রিটিশদের ভোট পেতে আওয়ামী লীগের সহযোগিতা তাদের কাজে লেগেছে। এমনকি লেবারকে আওয়ামীপন্থি এক ব্যক্তি নির্বাচনী অনুদানও দিয়েছিলেন।

স্টারমারের সঙ্গে দেখা করার ব্যাপারে আনোয়ারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেছিল ফিন্যান্সিয়াল টাইমস। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ইউনিভার্সিটি কলেজ, লন্ডনের সামাজিক নৃতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফ হক ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, “সংখ্যালঘুদের (বাংলাদেশি-ব্রিটিশ) ভোট পেতে আওয়ামী লীগকে ব্যবহার করার বিষয়টি লেবার পার্টিকে পরিবর্তন করতে হবে। যদিও লেবার মনে করে এসব ভোট পেতে আওয়ামী লীগই তাদের জন্য সবচেয়ে ভালো বাহন। তবে তারা ভুল ধারণার মধ্যে আছে, তারা বুঝতে পারছে না আওয়ামী লীগের সমর্থন আর ব্রিটিশ-বাংলাদেশিদের মধ্যে নেই। অনেক কিছু পরিবর্তিত হয়েছে।”

Header Ad
Header Ad

সুশাসন প্রতিষ্ঠার কারণে দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুর। ছবি: সংগৃহীত

‘সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুর। শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেল ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

গভর্নর বলেন, সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে। রিজার্ভ চুরির ৮০ শতাংশ অর্থ ইতোমধ্যে ফেরানো হয়েছে। বাকি অর্থ আদায়ে মামলা চলছে। আশা করি, মামলায় জিতবে বাংলাদেশ।

তিনি বলেন, চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানই ২০ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। সব অর্থ উদ্ধারে কাজ চলছে। বিদেশিরাও সহযোগিতা করছে। পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনসহ (এফবিআই) অন্যান্য সংস্থার সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। বিদেশি আইনজীবী নিয়োগ দেওয়া হচ্ছে।

ড. আহসান এইচ মুনসুর বলেন, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রেমিট্যান্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে আড়াই শতাংশ প্রণোদনা দেওয়ায় বছরে ৭ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে সরকারের।

প্রবাসীদের সরাসরি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর অনুরোধ জানিয়ে তিনি এরপর বলেন, সৌদি আরবকে টপকে রেমিট্যান্স পাঠানোয় শীর্ষে উঠেছে দুবাই। এটা ভালো লক্ষণ নয়। কারণ, সৌদি আরব থেকে অর্থ প্রথমে দুবাই আসছে। সেখান থেকে বাংলাদেশে আসছে। দুবাইয়ের কিছু প্রতিষ্ঠান এই সুযোগে মুদ্রা বিনিময় হার ম্যানুপুলেট করার চেষ্টা করছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

তামিমের বিদায়ে যা বললেন মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্য
আওয়ামী লীগের পলাতক নেতার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নৈশভোজ
সুশাসন প্রতিষ্ঠার কারণে দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে: গভর্নর
আ.লীগ নির্বাচন করতে পারবে কি না, তা সময় বলে দেবে: সিইসি
যশোরে তীব্র শীতে ফুটপাতের দোকানে ভিড়, বিপাকে নিম্ন আয়ের মানুষ
আমি মানুষ, দেবতা নই: মোদি
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার!
বুধবার বাইডেনের বিদায়ী ভাষণ
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ একাধিক
ঘুষের মামলায় দোষী সাব্যস্ত, তবুও নিঃশর্ত খালাস পেলেন ট্রাম্প
১০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল
ঢাকার হারের হেক্সা, প্রথম জয় পেল সিলেট
খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, চিকিৎসায় নতুন পরিবর্তন
কিশোরগঞ্জে একটি আম বিক্রি হলো ১৬০০ টাকায়
সিঙ্গারা খেয়ে টাকা না দেয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, বিএনপি নেতাসহ আহত ১৩
নওগাঁ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখতে সম্মত বিএসএফ
ইসলাম ‘অবমাননার’ দায়ে শ্রীলঙ্কায় বৌদ্ধ সন্ন্যাসীর জেল
৩০০ আসনেই প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ: শাকিল উজ্জামান