ফাইনালে উঠতে ভারতের পুঁজি ১৬৮
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে সিডনিতে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। ফাইনালে যাওয়ার লড়াইয়ে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়কে জশ বাটলার। প্রথমে ব্যাট করতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ১৬৮ রান।
এ দিন হার্দিক পান্ডিয়া ৩৩ বলে ৬৩ রান করে শেষ বলে হিট উইকেট হন। তিনি ৫টি ছক্কা ও ৪টি চার মারেন। এ ছাড়া বিরাট কোহলি ৪০ বলে ৫০ রান করেন। অধিনায়ক রোহিত শর্মা ২৮ বল খেলে ২৭ রান করেন।
ইংল্যান্ডের হয়ে কিপ্টে বোলিং করেন আদিল রশিদ। তিনি ৪ ওভার বল করে ২০ রান নিয়ে ১টি উইকেট নেন। এ ছাড়া ক্রিস জরদান ৪৩ রান দিয়ে নেন ৩ উইকেট।
গ্রুপ-২ এ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে এসেছে ভারত। অন্যদিকে ইংল্যান্ড এসেছে গ্রুপ ওয়ানের রানার্স আপ হিসেবে।
প্রথম সেমিফাইনালে গ্রুপ-১ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড হেরেছে পাকিস্তানের কাছে হেরে।
আগামী ১৩ নভেম্বর মেলবোর্নে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ভারত-ইংল্যান্ড ম্যাচের মধ্যকার বিজয়ী দল মেলবোর্নের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তানের।
আরএ/