ফাইনালে উঠার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে সিডনিতে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। ফাইনালে যাওয়ার লড়াইয়ে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়কে জশ বাটলার। তার মানে আগে ব্যাট করতে হচ্ছে রোহিত শর্মাদের। টস জিতলে অবশ্য ভারত আগেই ব্যাটিং করত, জানিয়েছেন রোহিত।
ভারত একাদশে পরিবর্তন কোনো পরিবর্তন নেই। তার মানে উইকেটের পেছনে থাকছেন রিশব পন্থ। বাদ দিনেশ কার্তিক। অন্যদিকে ইংল্যান্ড একাদশে রযেছে দুটি পরিবর্তন। ডেভিড মালান ও মার্ক উড জায়গা হারিয়েছেন। তাদের পরিবর্তে একাদশে ঢুকেছেন ফিল সল্ট ও ক্রিস জর্ডান।
গ্রুপ টুয়ে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে এসেছে ভারত। অন্যদিকে ইংল্যান্ড এসেছে গ্রুপ ওয়ানের রানার্স আপ হিসেবে। এই গ্রুপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড বিদায় নিয়েছে প্রথম সেমিফাইনাল থেকে। যে ম্যাচে পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি কিউইরা।
আগামী ১৩ নভেম্বর মেলবোর্নে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। পাকিস্তান ফাইনালে উঠে আছে। তাদের সঙ্গীকে হবে, তা ঠিক হবে আজই। ভারত-ইংল্যান্ড ম্যাচের মধ্যকার বিজয়ী দল খেলবে মেলবোর্নের ফাইনালে।
ভারত দল: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্কুমার যাদব, রিশব পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবী চন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, আর্শদ্বীপ সিং।
ইংল্যান্ড দল: জশ বাটলার, আলেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টন, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস জর্ডান, ক্রিস ওকস, আদিল রশিদ।
এমএমএ/