ফাইনালে উঠতে পাকিস্তানের লক্ষ্য ১৫৩ রান
টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে সিডনিতে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫২ রান করেছে নিউজিল্যান্ড। ফাইনালে যেতে পাকিস্তানের দরকার ১৫৩ রান।
আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন ড্যারেল মিচেল। ৩৫ বলের ইনিংসে তিনি হাকান তিনটি চার ও একটি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস আসে অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে। ৪২ বলের ইনিংসে তিনি হাকান একটি করে চার ও ছক্কা।
দুই ওপেনার তেমন জ্বলে উঠতে পারেননি। ফিন অ্যালেন করেন চার রান। ২০ বলে ২১ রান করে রানআউট ডেভন কনওয়ে। ১২ বলে শেষের দিকে ১৬ রানে অপরাজিত থাকেন জিমি নিশাম।
পাকিস্তানের হয়ে বল হাতে দুটি উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। একটি উইকেট পান মোহাম্মদ নওয়াজ।
আরএ/