উড ও মালানকে পেতে মরিয়া ইংল্যান্ড
মঞ্চটা বিশ্বকাপ। লড়াই ফাইনালে উঠার। প্রতিপক্ষ ভারত। আগামীকাল অ্যাডিলেড ওভালে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা ব্যাটার ডেভিড মালান এবং বোলার মার্ক উডকে পেতে মরিয়া ইংল্যান্ড।
কুঁচকির ইনজুরিতে পড়েছেন মালান। সুপার-টুয়েলভে শ্রীলঙ্কা ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। ওই ম্যাচে দলের রান তাড়ায় ব্যাটিংয়ে নামা হয়নি তার। তখন থেকেই সেমিতে মালানকে পাওয়া নিয়ে শঙ্কায় আছে ইংলিশরা।
ক্রিকেটের জনকদের দুশ্চিন্তা বাড়িয়েছেন উড। মঙ্গলবার দলের ঐচ্ছিক অনুশীলনে ছিলেন না এই পেসার। শারীরিকভাবে অস্বস্তি বোধ করছেন তিনি। তাই ছিলেন বিশ্রামে। এখন ফিটনেস প্রমাণ করেই দলে ফিরতে হবে তাকে। একই শর্ত মালানের ক্ষেত্রেও।
ইংল্যান্ডও সেমিতে দুই খেলোয়াড়কে চায়। তাই তাদের জন্য কাল ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। বুধবার (৯ নভেম্বর) সংবাদ সম্মেলনে হাজির হয়ে এমনটাই জানালেন জস বাটলার।
তিনি বলেন, ‘আমরা দেখব তারা কীভাবে এগিয়ে যায়। দুজনের প্রতি আমাদের আস্থা আছে। যতটা সম্ভব তাদের সময় দেব।’
ইংলিশ অধিনায়ক আরও বলেন, ‘ম্যাচে লড়াইয়ের জন্য আপনার উপযুক্ত ছেলেদের প্রয়োজন। আমি মনে করি সব ম্যাচে আপনার এমন খেলোয়াড় আছে যারা সবসময় শতভাগ খেলে না, তবে অবশ্যই আপনাকে দলে আপনার ভূমিকা পালন করতে সক্ষম হতে হবে।’
আরএ/