স্মার্ট ক্রিকেট খেলবে নিউজিল্যান্ড
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বড় জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল নিউজিল্যান্ড। একই ভেন্যুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে। সিডনিতে বুধবার (৯ নভেম্বর) তৃতীয় ম্যাচ খেলতে নামবে কিউইরা। সেমিতে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।
যেহেতু এই ভেন্যুতে মুদ্রার দুই পিঠই দেখা হয়েছে তাদের, তাই ফাইনালে উঠার মিশনে স্মার্ট ক্রিকেট খেলবে নিউজিল্যান্ড। এমনটাই জানিয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন।
সুপার টুয়েলভের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে মোকাবিলা করেছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচে ৩ উইকেটে ২০০ রানের বড় সংগ্রহ পেয়েছিল কিউইরা। এরপর অ্যারন ফিঞ্চদের ইনিংস গুটিয়ে দেয় ১১১ রানে।
সপ্তাহখানেক বাদে একই ভেন্যুতে শ্রীলঙ্কা ম্যাচে টস জিতে হাসিমুখে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন উইলিয়ামসন। কিন্তু ৪ ওভারে মাত্র ১৫ রানে ৩ উইকেট খুইয়ে মহাবিপদে পড়েছিল তার দল। সে যাত্রায় ব্ল্যাকক্যাপসদের ত্রাণকর্তা ছিলেন গ্লেন ফিলিপস। তার সেঞ্চুরিতে জয় নিয়েই মাঠ ছেড়েছিল নিউজিল্যান্ড। সিডনিতে ভিন্নভাবে পাওয়া দুই জয়ের অভিজ্ঞতার প্রেক্ষিতে পাকিস্তান ম্যাচে স্মার্ট ক্রিকেট খেলার অপেক্ষায় উইলিয়ামসনরা।
মঙ্গলবার (৮ নভেম্বর) সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক বলেন, ‘আমার কাছে এটা মজার। আমরা এখানে (সিডনিতে) প্রথম যে ম্যাচটি খেলেছিলাম, উইকেট খুব ভালো ছিল।’
উইলিয়ামসন যোগ করেন, ‘তারপরে দ্বিতীয়বার যখন আমরা এখানে খেলেছিলাম, এটি পরিবর্তিত হয়েছিল। সুতরাং এটি একটি সুবিধা নাকি অসুবিধা তা জানা কঠিন। দুই দলই এখানে খেলেছে। তাই আমাদের নিজেদের ক্রিকেটের উপর মনোনিবেশ করতে হবে, নিজেদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে। আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চাই এবং স্মার্ট ক্রিকেট খেলতে চাই।’
এসজি