বাবরের পক্ষে হেইডেনের বাজি
অস্ট্রেলিয়ায় মোটেও ভালো সময় কাটছে না বাবর আজমের। সুপার টুয়েলভে পাঁচ ম্যাচ মিলিয়ে করেছেন মাত্র ৩৯ রান! অধিনায়কের অফফর্ম ভাবিয়ে তুলেছে পাকিস্তানি ভক্তদের। তবে বাবরের পক্ষে বাজি ধরলেন ম্যাথু হেইডেন।
আইসিসির তিন সংস্করণেই ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে রয়েছেন বাবর: টি-টোয়েন্টিতে চারে, ওয়ানডেতে শীর্ষে এবং টেস্টে দুইয়ে। তাই ব্যাটিংভাগে তার ঘিরেই সবচেয়ে বেশি প্রত্যাশা সতীর্থ, কোচ এবং ভক্তদের। কিন্তু পাকিস্তানের সেমিতে উঠার মিশনে ব্যাট হাতে কোনো অবদান রাখতে পারেননি বাবর।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে গোল্ডেন ডাক মারেন পাকিস্তান অধিনায়ক। এরপর পার্থ স্টেডিয়ামে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস ম্যাচে ৪ রান করে আউট হন বাবর। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ বল খেলে করতে পারেন ৬ রান। বাংলাদেশ ম্যাচে দুই অঙ্কের রান ছুঁতে পারেন তিনি। ৩৩ বলে খেলেন ২৫ রানের ইনিংস।
আগামীকাল সেমিতে নিউজিল্যান্ড ম্যাচে কি হাসছে বাবরের ব্যাট? মঙ্গলবার সংবাদ সম্মেলনে এমন প্রশ্নই ছিল হেইডেনের কাছে। জবাবে পাকিস্তান দলের পরামর্শক বলেন, ‘এ নিয়ে কোনো প্রশ্নই নেই যে বাবর কঠিন সময়ের মধ্যে পড়েছে, তবে এটি তাকে আরও বড় খেলোয়াড় করে তুলবে।’
হেইডেনের দৃঢ় বিশ্বাস, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সেরা চারের ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠবে পাকিস্তানি অধিনায়ক, ‘আমরা জানি যে আবহাওয়া শান্ত থাকলে সেটা একটি ঝড়ের আগমনী বার্তা দেয়। তাই আমি মনে করি আমরা বাবরের কাছ থেকে খুব বিশেষ কিছু দেখছে চলেছি।’
এমএমএ/