শক্তিশালী পাকিস্তানকে নিয়ে সতর্ক উইলিয়ামসন
খুঁড়িয়ে খুঁড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। শেষ চারে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নিউজিল্যান্ডকে। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ১২ দলের পারফরম্যান্স বিবেচনায় সেরা লড়াই উপহার দিয়েছে কিউইরা। তাই স্বাভাবিকভাবেই আতঙ্কে থাকার কথা বাবর আজমদের। কিন্তু দুই দলের সেমির লড়াইয়ের আগে তেমনটা মনে হচ্ছে না। উল্টো শক্তিশালী পাকিস্তানকে নিয়ে সতর্ক কেন উইলিয়ামসন।
বুধবার (৯ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। অতীত পরিসংখ্যান সেমিতে এগিয়ে রাখছে পাকিস্তানকে। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৮ বার দেখা হয়েছে দুই দলের। পাকিস্তানের জয়ের সংখ্যা ১৭। নিউজিল্যান্ড জিতেছে ১১টিতে। এমনকি আইসিসি ইভেন্টে তিনবার এই প্রতিপক্ষের কাছে সেমি হারের রেকর্ড আছে কিউইদের, ১৯৯২ ও ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপে এবং ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে।
এবারও একই রকম কিছুর প্রত্যাশায় বাবর আজমরা। তাই প্রতিপক্ষকে হালকাভাবে দেখছেন না উইলিয়ামসন। তিনি বলেন, ‘তারা একটি শক্তিশালী দল। খুবই ভারসাম্যপূর্ণ দল। এই ফরম্যাটে সবকিছুই বদলে যেতে পারে। আপনি অবশ্যই আপনার দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ঝুঁকি নেওয়ার চেষ্টা করছেন। আমরা জানি যে তাদের গুণগত মান রয়েছে।’
মঙ্গলবার (৮ নভেম্বর) সংবাদ সম্মেলনে হাজির হয়ে নিউজিল্যান্ড অধিনায়ক আরও বলেন, ‘পাকিস্তান দলের ব্যাটিং লাইনআপ ভালো এবং ভালো পেস আক্রমণও আছে। তারা সত্যিই ভালো ক্রিকেট খেলছে। তাদের দলে খুবই অভিজ্ঞ খেলোয়াড় এবং ম্যাচ উইনার আছে। এটাই আসল শক্তি।’
এসজি