দেশে ফিরলেন ক্রিকেটাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে সোমবার (৭ নভেম্বর) দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ক্রিকেটারদের বহনকারী বিমান।
দেশে ফেরেননি অধিনায়ক সাকিব আল হাসান। অস্ট্রেলিয়া থেকে তিনি যাবেন নিজ পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে। কোচিং স্টাফদের সবাই রয়েছেন নিজ নিজ দেশের পথে।
টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে এবারই প্রথমবারের মতো দুই ম্যাচে জিতেছে বাংলাদেশ। সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল সেমিতে ওঠারও। কিন্তু পাকিস্তানের কাছে হারায় তা হয়নি।
সুপার টুয়েলভ পর্বে নেদারল্যান্ডসকে হারিয়ে বাংলাদেশের শুরু। এরপর জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন রানের জয়। দক্ষিণ আফ্রিকার (১০৪ রানে) সঙ্গে বড় ব্যবধানে হারলেও পাকিস্তান ও ভারতের মতো দলের সঙ্গে লড়াই করে হারে সাকিবরা।
আগামী মাসেই বাংলাদেশ সফরে আসবে ভারত দল। দুই ম্যাচের টেস্ট আর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১ ডিসেম্বর ঢাকা আসবে রোহিত-কোহলিরা। দেশে ফিরে কয়েকদিনের ছুটি শেষে আবার নতুন মিশনের জন্য প্রস্তুতি নিতে হবে টাইগারদের।
এমপি/আরএ/