ফাইনালে উঠতে দ্রাবিড়কে শাস্ত্রীর পরামর্শ
ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়। রবি শাস্ত্রীর কাছ থেকে রোহিত শর্মা-বিরাট কোহলিদের দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি। কঠিন এই কাজ দারুণভাবে সামলে নিয়েছেন দ্রাবিড়।
দলকে তুলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। এখন ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে উঠার মিশন তাদের। তার আগে দ্রাবিড়কে পরামর্শ দিলেন শাস্ত্রী।
সেমিতে উঠার মিশনে মাত্র এক ম্যাচে হারের মুখ দেখেছে ভারত। সেটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সুপার-টুয়েলভে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েই শেষ চারে এশিয়ার শক্তিধররা। কিন্তু সেরা ছন্দে নেই তাদের ক্রিকেটাররা।
লোকেশ রাহুল বাংলাদেশ ম্যাচ ছাড়া অপর খেলাগুলোতে নিজের ছায়া হয়ে ছিলেন। অধিনায়ক রোহিত শর্মা ভুগছেন রানখড়ায়। হার্দিক পান্ডিয়াকে দেখা যাচ্ছে না চিরচেনা রূপে।
গ্রুপপর্বে কোহলি আর সূর্যকুমারের যাদবের ব্যাটে অন্যদের ব্যর্থতা ঢাকা পড়েছে। তাই সেমির আগে একাদশ নিয়ে নতুন করেই ভাবতে হচ্ছে দ্রাবিড়কে।
তিনি বলেছেন, ‘দলের ১৫ জনই আমার কাছে সমান। সকলেই প্রথম একাদশে আসতে পারে। যথেষ্ট যোগ্যতা রয়েছে বলেই এই ১৫ জন বিশ্বকাপের দলে রয়েছে। যে কোনো ১১ জনকে নিয়ে দল তৈরি করা যেতে পারে। পরিবর্তন এলেও আমাদের শক্তির কোনো পার্থক্য হবে না।’
ভারতীয় কোচ যোগ করেন, ‘অ্যাডিলেডের উইকেট দেখে পরিকল্পনা করব। যেটা প্রয়োজন মনে হবে সেটাই করা হবে। উইকেট মন্থর হলে আমাদের পরিকল্পনা সে রকম হবে। যে দল নিয়ে খেললে ওই উইকেটে সবচেয়ে কার্যকর হবে, তেমন দল নিয়েই খেলব আমরা। প্রয়োজনে ম্যাচের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করব প্রথম একাদশ বেছে নেওয়ার জন্য।’
দ্রাবিড় মনে যখন পরিবর্তনের ভাবনা, তখন শাস্ত্রী বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে রিশভ পন্থের পারফরম্যান্স বেশ ভাল। কিছু দিন আগে প্রায় একার হাতে ইংল্যান্ডের বিপক্ষে একটা এক দিনের ম্যাচ জিতিয়েছে। আমি পন্থকে খেলানোর পক্ষে। শুধু পরিসংখ্যানের জন্য নয়। পন্থ এমন এক জন ক্রিকেটার যে সেমিফাইনালে এক্স-ফ্যাক্টর হতে পারে। ম্যাচটা আমাদের দিকে নিয়ে আসতে পারে।’
এমএমএ/