সেমিতে মালানকে না পাওয়ার শঙ্কায় ইংল্যান্ড
এই মুহূর্তে ইংল্যান্ডের সেরা ব্যাটার কে? পরিসংখ্যান, র্যাঙ্কিং এবং সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় সবাই বলবে ডেভিড মালানের নাম। লম্বা সময় ধরে দারুণ ছন্দে আছেন এই বাঁহাতি ব্যাটার। যদিও চলতি বিশ্বকাপে এখনো হাফ সেঞ্চুরির দেখা পাননি তিনি, তবে ব্যাট হাতে প্রতি ম্যাচেই রেখেছেন অবদান। দলের এমন গুরুত্বপূর্ণ ব্যাটারকে সেমিফাইনালে না পাওয়ার শঙ্কা ইংল্যান্ডের।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেড ওভালে সেরা চারে ইংলিশদের প্রতিপক্ষ এশিয়ার শক্তিধর ভারত। এর আগে ফিট না হওয়ার সম্ভাবনা তেমন নেই টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ছয়ে থাকা মালানের। গত শনিবার শ্রীলঙ্কা ম্যাচে কুঁচকির চোটে পড়েন ৩৫ বছর বয়সী ব্যাটার। ফলে দলের রান তাড়ায় ব্যাটিংয়ে নামেননি তিনি। সেমির আগে তার বিকল্প হিসেবে কোনো ব্যাটার ডাক পেলে সম্ভাব্য ক্রিকেটার ফিল সল্ট।
যদি ইংল্যান্ড বোলিং অপশন চায়, তাহলে পাইপলাইনে আছেন ডেভিড উইলি, ক্রিস জর্ডান এবং টাইমাল মিলস। মালান প্রসঙ্গে ইংল্যান্ডের সহ-অধিনায়ক মঈন আলি বিবিসিকে বলেছেন, ‘সে একজন বড় খেলোয়াড় এবং কয়েক বছর ধরে আমাদের নাম্বার ওয়ান ব্যাটার। সে আমাদের সেরা খেলোয়াড়দের একজন। আমি জানি না কিন্তু এটা (মালানের ইনজুরি) ভালো মনে হচ্ছে না।’
ভারত ম্যাচকে সামনে রেখে ইংলিশ অলরাউন্ডার বলেছেন, ‘(গ্যালারিতে ভক্তদের) ভিড়ের কারণে বিশ্বের যেকোনো স্থানে ভারতের মুখোমুখি হওয়া কঠিন। তারা ক্রিকেটে অনেক বড় দল এবং শক্তিশালী। তবে আমি খুব উত্তেজিত এবং এটির (সেমির) জন্য মুখিয়ে আছি।’
এসজি