সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ গুনাথিলাকা
ধর্ষণ চেষ্টার চারটি অভিযোগে অভিযুক্ত দানুশকা গুনাথিলাকার জামিন চেয়ে আবেদন করেছিলেন তার আইনজীবী আনন্দ অমরনাথ। সিডনি কোর্ট তা খারিজ করে দিয়েছে। অন্যদিকে তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এক কথায়, অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে গিয়ে মহাবিপদে এই লঙ্কান ব্যাটার।
গতকাল (রবিবার) টিম হোটেল থেকে পুলিশের হেফাজতে নেওয়া হয় গুনাথিলাকাকে। তাকে ছাড়াই দেশের বিমান ধরে তার সতীর্থরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসএলসি সভাপতি শাম্মী সিলভা ক্রিকইনফোকে বলেছিলেন, ‘আমরা অবশ্যই গুনাথিলাকার পাশে থাকব।’ কিন্তু এর কিছু ঘণ্টা পার না হতেই এই ব্যাটারকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে লঙ্কান বোর্ড।
এসএলসি এক বিবৃতিতে বলেছে, ‘অস্ট্রেলিয়ার আদালতে মামলাটি নিষ্পত্তির পর অভিযুক্তের অপরাধের তদন্ত করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দোষী প্রমাণিত হলে সেই খেলোয়াড়কে শাস্তি দেওয়া হবে।’
অতীতে আরও তিনবার বোর্ডের শাস্তির খড়গ পড়েছিল গুনাথিলাকার ঘাড়ে। এর মধ্যে দুইবার শাস্তির পরিমাণ কমেছিল তার। এবার বড় অপরাধে অভিযুক্ত হওয়ার পর কঠোর অবস্থানে শাম্মী সিলভার বোর্ড। এসএলসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, একজন খেলোয়াড়ের এই ধরনের আচরণের জন্য তারা ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলবে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষকে সহায়তা করবে।
এদিকে সিডনিতে ম্যাজিস্ট্রেট রবার্ট উইলিয়ামস উল্লেখ করেছেন, গুনাথিলাকার কোনো অপরাধের রেকর্ড পাননি তিনি। কিন্তু জামিনের আবেদন খারিজ করে দেন। বিচারকের এমন সিদ্ধান্তকে ‘হতাশাজনক’ বলে অভিহিত করেছেন অমরনাথ। ক্রিকইনফোকে জানিয়েছেন, নিজের মক্কেলের জামিনের জন্য সুপ্রিম কোর্টে আপিল করবেন তিনি।
অমরনাথ বলেছেন, ‘জামিন পেলেও মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ায় থাকতে হবে গুনাথিলাকাকে। যেহেতু অভিযোগগুলো গুরুতর, পুরো প্রক্রিয়াটি এক বছরের বেশি সময় নিতে পারে।’
এই আইনজীবী আরও বলেছেন, আপাতত এসএলসি গুনাথিলাকার আইনি খরচ বহন করবে, যা মূলত ঋণ হিসেবে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে সমপরিমাণ অর্থ ফেরত দিতে হবে এই লঙ্কান ব্যাটারকে।
উল্লেখ্য, এক নারীর অভিযোগের পর গুনাথিলাকাকে গ্রেপ্তার করে সিডনি পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দুইজনের পরিচয় হয় ডেটিং অ্যাপসে। এরপর তারা দেখা করলে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন গুনাথিলাকা।
এসজি