দেশের পথে বাংলাদেশ দল
একটি দল যখন কোনো টুর্নামেন্ট খেলতে আসে, সেখানে সাফল্য থাকে ব্যর্থতাও থাকে। কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে শুধুমাত্র সাফল্য ব্যর্থতার মাপকাঠিতে মূল্যায়ন করা যাবে না। এই আসরে বাংলাদেশ দলের যেমন সাফল্য আছে তেমনি ব্যর্থতাও আছে।
সাফল্য বলতে দুটি ম্যাচের জয়। নেদারল্যান্ডের বিপক্ষে ৯ রানে আর জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানে। ব্যর্থতা বলতে ৩ ম্যাচে হার। দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানে, ভারতের কাছে ৩ রানে এবং পাকিস্তানের কাছে ৫ উইকেটে। এই তিনটি ম্যাচের মাঝে ভারতের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ তুমুল লড়াই করে হেরেছে। আক্ষরিক অর্থে এই ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য হারের পরও প্রাপ্তির। এখানেই শেষ হলে ভালো হতো। কিন্তু শেষ করা যাচ্ছে না কারণ বাংলাদেশ শেষ দুই ম্যাচে চরম পক্ষপাতদুষ্ট এবং ভুল আম্পায়ারিংয়ের শিকার হয়েছে। যা নিয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়। ভারতের বিপক্ষে ভেজা মাঠে খেলা শুরু করা এবং ফেক ফিল্ডিং থেকে পেনাল্টি হিসেবে বাংলাদেশকে ৫ রান না দেওয়া, পাকিস্তানের বিপক্ষে টিভি আম্পায়ার কর্তৃক এলবিডব্লিউ আউট না হওয়ার পরও সাকিবকে আউট দেওয়া। এগুলো ছিল বাংলাদেশের জন্য তিক্ত অভিজ্ঞতা। বঞ্চনার শিকার।
লক্ষ্য ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে বাংলাদেশ ফিরে গিয়েছে এইসব অর্জন নিয়ে । আজ আ্যডিলেডে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সে বাংলাদেশ দল দেশের রওনা দিয়েছে। বাংলাদেশ পৌঁছাবে আজ রাত ১০টা ৪০ মিনিটে।
বাংলাদেশ দল দেশের পথে রওয়ানা হলেও ৩ জন ক্রিকেটার সঙ্গী হননি। সাকিব বাংলাদেশ দল হোটেল ছাড়ার ঘণ্টা দুয়েক আগেই আমেরিকার পথে রওনা দেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ গিয়েছেন আলাদা ফ্লাইটে। তাদের পরিবার পরে তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। যে কারণে তাদের আলাদা যাওয়া।
এমপি/আরএ/