সাকিবের আউট নষ্ট করেছে দলের মোমেন্টাম
শাদাবের করা বলে এগিয়ে এসে খেলার চেষ্টা করেও পারেননি। মিস করেন। বল ব্যাটে হালকা স্পর্শ করে লাগে প্যাডে। আউট দেন আম্পায়ার। রিভিও নেন সাকিব। সেখানেও ভাগ্য বদল হয়নি বাংলাদেশ অধিনায়কের। টিভি আম্পায়ারও আউটের সিদ্ধান্ত বহাল রাখেন।
অথচ রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে বল আগে ব্যাট স্পর্শ করেছে। সাকিবের বিতর্কিত আউটের পর দলের মোমেন্টাম নষ্ট হয়েছে। তা বলাই বাহুল্য।
আইসিসির নিয়মের কারণে ম্যাচ শেষে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করা থেকে বিরত ছিলেন শান্ত। তারপরও আকারে ইঙ্গিতে যা বললেন, তার মানে দাঁড়ায় এটাই, সাকিবের আউট মোমেন্টাম নষ্ট করেছে দলের।
শান্ত বলেন, ‘সাকিব একজন বড় খেলোয়াড় এবং সব সময় গুরুত্বপূর্ণ ইনিংস খেলার চেষ্টা করেন। তবে দলে থাকা অন্য ব্যাটাররা ভালো করতে পারেনি। আমরা একই দলের সদস্য। তাই তারা ভালো ব্যাট করতে না পারায় আমাদের পরাজয় বরণ করতে হয়েছে।
‘টুর্নামেন্টে আমরা দুটি ম্যাচে জিতেছি। ওই দুই ম্যাচেও আমরা দলবদ্ধ হয়ে খেলেছি। তবে এখানে আজ আমরা খুবই বাজে ব্যাটিং করেছি।’
এর আগে ভারতের বিপক্ষের ম্যাচেও বিতর্কের জন্ম দিয়েছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। শান্ত বলেন, ‘যেহেতু এর নিয়ন্ত্রণ আমাদের কাছে নেই, সুতরাং এটি নিয়ে আলোচনা করার কোনো মানে হয় না।’
এমএমএ/