সেমিতে উঠে ফাইনাল দেখছে পাকিস্তান
অনেক নাটকীয়তার পর বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। রবিবার (৬ নভেম্বর) বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সেরা চারে নাম লিখিয়েছে তারা। সেমিতে উঠে এখন ফাইনাল দেখছে পাকিস্তান।
অ্যাডিলেড ওভালে বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তানের ত্রাণকর্তা ছিলেন শাহিন শাহ আফ্রিদি। ৪ ওভারে মাত্র ২২ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন এই পাকিস্তানি পেসার। টি-টোয়েন্টিতে এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং। তাদের সামনে এখন নিউজিল্যান্ড। বুধবার (৯ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের প্রথম সেমিতে কিউইদের মুখোমুখি হবেন বাবর আজমরা। তার আগে শাহিন আফ্রিদি স্পষ্ট বলে দিলেন, ‘এখন আমরা ফাইনালের অপেক্ষায় আছি।’
সেমিতে উঠার মিশনে গোটা দলের কৃতিত্ব দেখছেন শাহিন আফ্রিদি, ‘কৃতিত্ব পুরো দলের। আমরা ভালো ক্রিকেট খেলেছি। আমরা যে ম্যাচগুলো হেরেছি তা শেষ বলে নির্ধারণ করা হয়েছিল, কিন্তু তারপরও আমরা ভালো ক্রিকেট খেলেছি। আমরা আমাদের পক্ষে ফল পাইনি, তবে একটি ভালো দল কখনোই হারের পর ভেঙে পড়ে না। দলকে এগিয়ে নিতে এবং আমাদের সমর্থন করার জন্য অধিনায়ক (বাবর) একটি বড় ভূমিকা পালন করেন। আমরা একে অপরকে সমর্থন করছি এবং ফলস্বরূপ আমরা এখানে জিতেছি।’
এদিকে চোট সংক্রান্ত জটিলতা কাটিয়ে ধীরে ধীরে পুরো ছন্দে ফিরছেন শাহিন আফ্রিদি। ইনজুরির কারণে এশিয়া কাপে ছিলেন না তিনি। মাঠে ফিরেন বিশ্বকাপ দিয়ে। ভারতের বিপক্ষে দলের উদ্বোধনী ম্যাচে উইকেটশূন্য ছিলেন এই বাঁহাতি পেসার। নেদারল্যান্ডস ম্যাচে পান ১ উইকেট, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি এবং সবশেষ গুঁড়িয়ে দিলেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।
নিজের পারফরম্যান্স বিবেচনায় পাকিস্তানি পেসার বলেছেন, ‘এ ধরণের (হাঁটুর) ইনজুরি থেকে ফিরে আসা সহজ নয়। আমি কেবল মাঠে আমার শতভাগ দেওয়ার চেষ্টা করতে পারি। এমন ইনজুরির জন্য সময়ের প্রয়োজন। আমার মতে, আমি তাড়াতাড়ি ফিরে এসেছি কারণ এটি একটি বিশ্বকাপ এবং দলের আমাকে প্রয়োজন। আমি হারিস রউফের মতো ১৫০ কিলোমিটার গতিতে বল করছি না। এমনকি আমি ১৩৫-১৪০ কিলোমিটার গতিতে করার আগেও রানআপের সময় চিমটি অনুভব করেছি, কিন্তু এখন অনেক ভালো লাগছে।’
এসজি