আইসিসির কষ্ট না বাড়িয়ে বাংলাদেশ দল ফিরছে আগামীকাল
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বলেছিলেন বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা আসর পার করছে। তার কথাই সত্যি। আগের সাত আসরে যেখানে বাংলাদেশের জয় ছিল একটি, সেখানে এবার এক আসরেই দুইটি। আবার শেষ পর্যন্ত ছিল সেমিতে যাওয়ার লড়াইয়ে।
বিশ্বকাপ শুরু হওয়ার আগে যদি বাংলাদেশের এমন ফলাফল নিয়ে বাজি ধরা হতো সেখানে পক্ষে হয়তো একজনকেও খুঁজে পাওয়া যেত না। বাজি ধরার লোকের কথাই বা বলা হয় কেন? যারা খেলবেন, তারাইতো ও রকম কিছু ভাবার সাহস পাননি।
বিষয়টি আইসিসিও অনুধাবন করতে পেরেছিল। যে কারণে তারা অ্যাডিলেড থেকেই বাংলাদেশ দলের ফিরতি টিকিটের ব্যবস্থা করে রেখেছিল। বাংলাদেশ আর আইসিসিকে কষ্টে ফেলেনি। আগামীকাল সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনসে দেশে ফিরে যাবে।
এবারের আসরে বাংলাদেশ প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় আবার ১০৪ রানের বিশাল ব্যবধানে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে চরম নাটকীয়তা ভরা ম্যাচ জিতে আবার ৩ রানে। ভারতের বিপক্ষে চরম প্ষপাতদুষ্ট আম্পায়ারিংয়ের শিকার হয়ে হার মেনেছিল ৫ রানে। আজ শেষ ম্যাচ পাকিস্তানের কাছে হেরেছে ৫ উইকেটে।
এমপি/এমএমএ/