গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে ভারত
দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার পরাজয়েই সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল ভারতের। জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের ম্যাচটি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। সেই লড়াইয়ে দারুণ সফল কোহলিরা।
বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ টুয়ে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৭১ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে নাম লিখিয়েছে ভারত। সেমিফাইনালে ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।
গ্রুপ ওয়ান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড শেষ চারে খেলবে গ্রুপ টুয়ের রানার্স আপ পাকিস্তানের বিরুদ্ধে। গ্রুপ টুয়ে ভারতের পয়েন্ট ৫ ম্যাচে ৮। সমান ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ছয়।
মেলবোর্নে বড় টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই ধুকছিল জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম বলেই ওয়েজলি মাধেভেরেকে ফেরান ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় ওভারে রেগিস চাকাভাকে বোল্ড করেন আর্শদ্বীপ। ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি চাকাভা।
টিকতে পারেননি শন উইলয়ামসও (১১)। তিনি মোহাম্মদ শামির শিকার। মাঝে সিকান্দার রাজা ও রায়ার্ন বার্ল ঘুরে দাড়ালেও জিম্বাবুয়ের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। ২২ বলে ৩৫ রান করা বার্ল বোল্ড অশ্বিনের বলে। সিকান্দার রাজাকে আউট করে দলের জয় ত্বরান্বিত করেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ২৪ বলে ৩৪ রান করেন সিকান্দার।
এরপর টেল এন্ডাররা ছিল যাওয়া আসার মিছিলে। ১৭.২ ওভারে মাত্র ১১৫ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। ভারতের হয়ে বল হাতে শামি ও পান্ডিয়া দুটি করে উইকেট নেন। সর্বোচ্চ তিন উইকেট নেন অশ্বিন। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, আর্শদ্বীপ সিং ও অক্ষর প্যাটেল।
এর আগে ব্যাট করতে নামা ভারতের হয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়ে দলটির টপ অর্ডার। লোকেশ রাহুল পান টানা দ্বিতীয় ফিফটি। ৩৫ বলে ৫১ রানের ইনিংসে সমান তিনটি করে চার ও ছক্কা হাকান তিনি।
অধিনায়ক রোহিত শর্মা ১৫ রান করেন। কোহলি বিদায় নেন ২৬ রানে। তবে ব্যতিক্রম ছিলেন সূর্যকুমার যাদব। ২৫ বলে তিনি খেলেন ৬১ রানের ঝোড়ো ইনিংস। ছয়টি চারের পাশাপাশি তিনি হাঁকান পাঁচটি ছক্কা। ১৮ বলে ১৮ রান করেন হার্দিক পান্ডিয়া।
জিম্বাবুয়ের হয়ে শন উইলিয়ামস দুটি, এনগারাভা, মুজারাবানি ও সিকান্দার রাজা পান একটি করে উইকেটের দেখা।
এমএমএ/