সাকিবের বিস্ময়কর এলবিডব্লিউ আউট
ভারতের বিপক্ষে বাংলাদেশের পক্ষপাতদুষ্ট আম্পায়ারিং ছিল ওপেন সিক্রেট। রবিবার (৬ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষেও বাংলাদেশ আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হয়েছে। সাদাব খানের করা ১১তম ওভারের চতুর্থ বলে সৌম্য সরকার রিভার্স সুইপ করে শান মাসুদের হাতে ধরা পড়ে বিদায় নেয়ার পরের বলেই সাকিব উইকেট ছেড়ে বের হয়ে এসে খেলতে গিয়ে সফল হতে পারেননি। বল তার ব্যাটের কানায় লাগে। পাকিস্তানি ফিল্ডারদের আবেদনে আম্পায়ার একটু বিলম্বে আঙ্গুল তুলে দেন। তবে সঙ্গে সঙ্গেই সাকিব রিভিউ নেন। তাকে বেশ আত্মবিশ্বসাী দেখচ্ছিল। নাজমুল হোসেন শান্তকে ইঙ্গিত করে বুঝাচ্ছিলেন বল তার ব্যাটে লেগেছে। টিভি রিপ্লেতেও তাই দেখা যায়। কিন্তু বল মাটিতে লেগেছে ভেবে টিভি আম্পায়ারও একই সিদ্ধান্ত দেন।
স্নিকোমিটারে যেটি ধরা পড়েছে সেটি ব্যাট মাটিতে লাগার শব্দ। তাই টিভি আম্পায়ার এই সিদ্ধান্ত দেন। এতে সাকিব কিছুটা অবাক হয়ে যান। তিনি ফিল্ড আম্পায়ারের কাছে ছুটে যান। কিছু একটা বলেন। পরে ফিরে আসেন। এরপর আবার আম্পায়ারের কাছে গিয়ে এর প্রতিবাদ জানান। কিন্তু আম্পায়াররা তাদের সিদ্ধান্তে অটল থাকেন।
এসআইএইচ