ইংল্যান্ডের হারই পারে অস্ট্রেলিয়াকে সেমিতে তুলতে
শনিবার (৫ নভেম্বর) সিডনিতে গ্রুপ ওয়ানের শেষ ম্যাচে লড়বে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। এই ম্যাচে অস্ট্রেলিয়া মনে প্রাণে চাইবে শ্রীলঙ্কা জিতুক। তাতেই সেমিফাইনাল খেলতে পারবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ইংল্যান্ড জিতলে ঘরের মাঠে বিশ্বকাপে দর্শক বনে যাবে অ্যারন ফিঞ্চরা।
গ্রুপ ওয়ানের হিসাব-নিকাশটা এখন এমনই। এই গ্রুপ থেকে ইতোমধ্যে শীর্ষ দল হিসেবে সেমিতে নাম লিখিয়েছে নিউজিল্যান্ড। আজ আফগানদের হারিয়ে অস্ট্রেলিয়ার পয়েন্টও ৭। কাল লঙ্কানদের হারাতে পারলে ইংল্যান্ডের পয়েন্টও হবে সাত। নেট রান রেটে এগিয়ে থেকে সেমিতে যাবে ইংল্যান্ড, বাদ পড়বে অস্ট্রেলিয়া।
পয়েন্ট টেবিল তাই বলছে। গ্রুপ ওয়ানে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড। দলটির নেট রান রেট ২.১১৩। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে অস্ট্রেলিয়া। তাদের নেট রান রেট -০.১৭৩। অর্থাৎ মাইনাসে রয়েছে ফিঞ্চরা।
চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে ইংল্যান্ড। ইংলিশদের নেট রান রেট ০.৫৪৭। চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে শ্রীলঙ্কা। কাল ইংল্যান্ড জিতলেই বিদায় নেবে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে সিডনিতে কাল শ্রীলঙ্কার ফ্যান হয়ে যাবে স্বাগতিক সব দর্শক, তা বলা বাহুল্য।
এসজি