আফগানদের হারিয়ে সেমির কাছাকাছি অস্ট্রেলিয়া
সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না। সেই কাজটি ভালোভাবেই করতে পেরেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সুপার টুয়েলভ পর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে শুক্রবার (৪ নভেম্বর) আফগানিস্তানকে ৪ রানে হারিয়েছে তারা।
এই জয়ে সেমির রাস্তা অনেকটাই পরিস্কার করে রাখল অজিরা। শনিবার (৫ নভেম্বর) শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের পরই স্পষ্ট হবে নিউজিল্যান্ডের পর গ্রুপ ওয়ান থেকে কারা যাচ্ছে সেমিফাইনালে।
অ্যাডিলেডে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬৮ রান করে অস্ট্রেলিয়া। জবাবে আগেই বিদায় নেওয়া আফগানিস্তান ২০ ওভারে তুলতে পারে ৭ উইকেটে ১৬৪ রান। ৩২ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।
জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে আফগানদের হয়ে শেষের দিকে ঝড় তোলেন রশিদ খান। ২৩ বলে তিনি খেলেন ৪৮ রানের ইনিংস। কিন্তু শেষটা সুখের হয়নি তাদের। বিশ্বকাপে জয়হীন অবস্থায় মিশন শেষ করল দলটি। ৫ ম্যাচে ২ পয়েন্ট আফগানদের, তা এসেছে দুই ম্যাচ পরিত্যক্তের সুবাদে।
আফগানদের হয়ে ব্যাট হাতে এ ছাড়া গুলবাদিন নাইব ৩৯, রহমানুল্লাহ গুরবাজ ৩০, ইব্রাহিম জাদরান ২৬ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে হ্যাজলউড ও জাম্পা নেন ২টি করে উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে ৩২ বলে সর্বোচ্চ ৫৪ রান করেন ম্যাক্সওয়েল। ৬ চারের পাশাপাশি তিনি হাঁকান ২ ছক্কা। এ ছাড়া মিচেল মার্শ ৪৫, ডেভিড ওয়ার্নার ও স্টয়নিস সমান ২৫ রান করেন।
গ্রুপ ওয়ানে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সেমি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার পয়েন্টও সাত। কালকের ম্যাচে লঙ্কানদের কাছে ইংল্যান্ড হেরে গেলে সেমিতে যাবে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড জিতলে দুই দলের পয়েন্ট হবে সমান ৭। নেট রান রেটের ব্যবধানে এক দল যাবে সেমিতে। আজ অস্ট্রেলিয়ার জয়ে বিদায় ঘণ্টা বেজেছে ৪ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কারও।
এসজি