শেষটা ভালোভাবে করতে চান তাসকিন
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ খেলতে গিয়েছিল কোনও রকম আশা ছাড়াই। শুধুমাত্র নিজেদের যতটুকু সম্ভব ভালো খেলে ফিরে আসা। সেখানে বাংলাদেশ আশাতীত ভালো করেছে চার ম্যাচে জয় পেয়েছে দুটিতে, যে দুই ম্যাচ হেরেছে তার একটি ছিল ভারতের বিপক্ষে। আম্পায়াররা পক্ষপাত দুষ্ট না হলে এই ম্যাচেও বাংলাদেশ ভারতকে হারিয়ে দিতে পারত। যেখানে ২০০৭ সালে প্রথম আসরে জয় পেয়েছিল তারপর মাঝের ১৫ বছর ছিল না কোনও জয়। এবার বাজে অবস্থার মাঝে খেলতে এসেও এক আসরেই পেয়েছে দুই জয়। আছে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়েও। ৬ তারিখ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ। এই ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে বাংলাদেশ টিকে থাকবে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে। তখন গ্রুপের অন্য দলের খেলাগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে সাকিব বাহিনীকে। পাকিস্তানকে হারাতে পারলে বাংলাদেশের চাওয়া হবে দক্ষিণ আফ্রিকার হার। তবে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে তারা সেমিফাইনালে খেলার সুযোগ পাবে, যেটি হবে অনেকটাই অপ্রত্যাশিত। একদিন বিরতি দিয়ে শুক্রবার (৪ নভেম্বর) এডিলেডের কারেন্ট ওভার রোল্টন ওভাল মাঠে পুরো দল অনুশীলন করার পর সাংবাদিকদের সামনে কথা বলতে এসে তাসকিন আহমেদ জানালেন, সেমিফাইনালে খেলা সম্ভব হবে কিনা তা নিশ্চিত নয় তবে শেষ ম্যাচটা জিততে চান তারা। তিনি বলেন, ‘এই গ্রুপের বেশির ভাগ ম্যাচ কিন্তু বেশ ইন্টারেস্টিং হচ্ছে। এখনো কিন্তু এনিথিং ক্যান হ্যাপেন্ড। মিরাকলভাবে হয়ে যেতে পারে। মেইন লক্ষ্য থাকবে আমাদের ম্যাচটা সেইম স্পিরিট নিয়ে যাব ইনশাআল্লাহ। ভালো খেলে জিততে চাইব। যদি জিতেই যাই পরে কি হবে ক্যালকুলেশন, পরে তা দেখা যাবে। কিন্তু আমরা জিততে চাই।’
সেমিফাইনাল নিয়ে নিজেদের মধ্যে আলোচনা প্রসঙ্গে তাসকিন বলেন, ওখানে অনেক ক্যালকুলেশন আছে। আমাদের মেইন টার্গেট হচ্ছে ম্যাচ জেতাটা। সেমিফাইনাল হবে কি, হবে না সেটা তো বলতে পারছি না।
নিজেদের গ্রুপে অন্য দলগুলোর খেলা অনুসরণ করা নিয়ে তাসকিন বলেন, ‘হ্যাঁ আমরা ফলো করছি।'
পাকিস্তানকে খুবই ভালো দল উল্লেখ করে জিততে হলে দল ও ব্যক্তিগতভাবে ভালো খেলার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে এই পেসার বলেন, ‘পাকিস্তান ভালো টিম। সব ফরম্যাটে ভালো খেলছে। ওদের সঙ্গে ভালো ক্রিকেট খেলতেই হবে যদি জিততে চাই। ওটাই আমাদের লক্ষ্য টিমওয়েজ বলেন আর ব্যক্তিগতভাবে বলেন এটাই মেইন টার্গেট আমাদের।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রমেই ভালো করছে। তাসকিন চান, পাকিস্তানের বিপক্ষেও এই ইমপ্রুভমেন্টটা ধরে রাখতে।
তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি আমরা শিখতেছি ইমপ্রুভমেন্ট করার জন্য। আগে থেকে আমরা ভালো ক্রিকেট খেলছি। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা গ্রেট টিম হয়ে যায়নি। লক্ষ্য থাকবে এই ইমপ্রুভমেন্টের ধারাটা ধরে রাখতে চাই।’
দক্ষিণ আফ্রিকাকে পাকিস্তান হারিয়ে ছন্দে আছে। সেই পাকিস্তানকে হারানো কিভাবে সম্ভব জানতে চাওয়া হলে তাসকিন বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে প্রেডিক্ট করা ডিফিকাল্ট। একটা ওভারেই মোমেন্টাম চেঞ্জ হয়ে যেতে পারে। আমরা যদি আগে বোলিং করি ওদের ১৫০’র মধ্যে আটকাতে পারি তাহলে আমাদের চেজ করা সহজ হবে। আগে ব্যাটিং করে একটা ভালো স্কোর করতে পারি সেটা আমদের ডিফেন্ড করার এবিলিটি আছে। ভালো ক্রিকেট খেললে জিততে পারব এই আশাটা আছে। ওরা আমাদের চেয়ে এগিয়ে আছে। পাকিস্তানি বেটার টিম সবাই জানে। মেইন টার্গেট ইমপ্রুভমেন্ট করা। আগেও বলেছি আমরা গ্রেট টিম হইনি হবো ইনশাল্লাহ।’
এমপি/এসআইএইচ