সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

শেষটা ভালোভাবে করতে চান তাসকিন

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ খেলতে গিয়েছিল কোনও রকম আশা ছাড়াই। শুধুমাত্র নিজেদের যতটুকু সম্ভব ভালো খেলে ফিরে আসা। সেখানে বাংলাদেশ আশাতীত ভালো করেছে চার ম্যাচে জয় পেয়েছে দুটিতে, যে দুই ম্যাচ হেরেছে তার একটি ছিল ভারতের বিপক্ষে। আম্পায়াররা পক্ষপাত দুষ্ট না হলে এই ম্যাচেও বাংলাদেশ ভারতকে হারিয়ে দিতে পারত। যেখানে ২০০৭ সালে প্রথম আসরে জয় পেয়েছিল তারপর মাঝের ১৫ বছর ছিল না কোনও জয়। এবার বাজে অবস্থার মাঝে খেলতে এসেও এক আসরেই পেয়েছে দুই জয়। আছে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়েও। ৬ তারিখ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ। এই ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে বাংলাদেশ টিকে থাকবে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে। তখন গ্রুপের অন্য দলের খেলাগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে সাকিব বাহিনীকে। পাকিস্তানকে হারাতে পারলে বাংলাদেশের চাওয়া হবে দক্ষিণ আফ্রিকার হার। তবে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে তারা সেমিফাইনালে খেলার সুযোগ পাবে, যেটি হবে অনেকটাই অপ্রত্যাশিত। একদিন বিরতি দিয়ে শুক্রবার (৪ নভেম্বর) এডিলেডের কারেন্ট ওভার রোল্টন ওভাল মাঠে পুরো দল অনুশীলন করার পর সাংবাদিকদের সামনে কথা বলতে এসে তাসকিন আহমেদ জানালেন, সেমিফাইনালে খেলা সম্ভব হবে কিনা তা নিশ্চিত নয় তবে শেষ ম্যাচটা জিততে চান তারা। তিনি বলেন, ‘এই গ্রুপের বেশির ভাগ ম্যাচ কিন্তু বেশ ইন্টারেস্টিং হচ্ছে। এখনো কিন্তু এনিথিং ক্যান হ্যাপেন্ড। মিরাকলভাবে হয়ে যেতে পারে। মেইন লক্ষ্য থাকবে আমাদের ম্যাচটা সেইম স্পিরিট নিয়ে যাব ইনশাআল্লাহ। ভালো খেলে জিততে চাইব। যদি জিতেই যাই পরে কি হবে ক্যালকুলেশন, পরে তা দেখা যাবে। কিন্তু আমরা জিততে চাই।’

সেমিফাইনাল নিয়ে নিজেদের মধ্যে আলোচনা প্রসঙ্গে তাসকিন বলেন, ওখানে অনেক ক্যালকুলেশন আছে। আমাদের মেইন টার্গেট হচ্ছে ম্যাচ জেতাটা। সেমিফাইনাল হবে কি, হবে না সেটা তো বলতে পারছি না।

নিজেদের গ্রুপে অন্য দলগুলোর খেলা অনুসরণ করা নিয়ে তাসকিন বলেন, ‘হ্যাঁ আমরা ফলো করছি।'

পাকিস্তানকে খুবই ভালো দল উল্লেখ করে জিততে হলে দল ও ব্যক্তিগতভাবে ভালো খেলার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে এই পেসার বলেন, ‘পাকিস্তান ভালো টিম। সব ফরম্যাটে ভালো খেলছে। ওদের সঙ্গে ভালো ক্রিকেট খেলতেই হবে যদি জিততে চাই। ওটাই আমাদের লক্ষ্য টিমওয়েজ বলেন আর ব্যক্তিগতভাবে বলেন এটাই মেইন টার্গেট আমাদের।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রমেই ভালো করছে। তাসকিন চান, পাকিস্তানের বিপক্ষেও এই ইমপ্রুভমেন্টটা ধরে রাখতে।

তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি আমরা শিখতেছি ইমপ্রুভমেন্ট করার জন্য। আগে থেকে আমরা ভালো ক্রিকেট খেলছি। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা গ্রেট টিম হয়ে যায়নি। লক্ষ্য থাকবে এই ইমপ্রুভমেন্টের ধারাটা ধরে রাখতে চাই।’

দক্ষিণ আফ্রিকাকে পাকিস্তান হারিয়ে ছন্দে আছে। সেই পাকিস্তানকে হারানো কিভাবে সম্ভব জানতে চাওয়া হলে তাসকিন বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে প্রেডিক্ট করা ডিফিকাল্ট। একটা ওভারেই মোমেন্টাম চেঞ্জ হয়ে যেতে পারে। আমরা যদি আগে বোলিং করি ওদের ১৫০’র মধ্যে আটকাতে পারি তাহলে আমাদের চেজ করা সহজ হবে। আগে ব্যাটিং করে একটা ভালো স্কোর করতে পারি সেটা আমদের ডিফেন্ড করার এবিলিটি আছে। ভালো ক্রিকেট খেললে জিততে পারব এই আশাটা আছে। ওরা আমাদের চেয়ে এগিয়ে আছে। পাকিস্তানি বেটার টিম সবাই জানে। মেইন টার্গেট ইমপ্রুভমেন্ট করা। আগেও বলেছি আমরা গ্রেট টিম হইনি হবো ইনশাল্লাহ।’

এমপি/এসআইএইচ

Header Ad
Header Ad

আমাদের ব্যর্থতা আছে অস্বীকার করার উপায় নেই: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যর্থতার দায় স্বীকার করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নাই।

তবে আমাদের চেষ্টা আছে এবং আত্ম-জিজ্ঞাসা আছে। ব্যর্থতা উত্তরণের জন্য আমাদের প্রচণ্ড চেষ্টা আছে, তাড়না আছে। প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে প্রচণ্ড চেষ্টা আছে।

‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশালায় যোগদানের পূর্বে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। আজ সোমবার দুপুরে রাজশাহীর পিটিআই মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

এ সময় আইন উপদেষ্টা বলেন, আমরা একটা ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি; বিশেষ করে পুলিশ প্রশাসন ও বিচার বিভাগ। সেখান থেকে দাঁড়াতে আমাদের সময় লাগছে।

তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তির হাতে হাজার হাজার কোটি টাকা আছে, টাকা থাকলে এবং বদ মতলব থাকলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা সম্ভব। সে বিষয়টিও দেখা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করছেন এবং আমাদের কো-অর্ডিনেশন মিটিংয়েও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।

চলমান বিচার পদ্ধতি নিয়ে আসিফ নজরুল বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগের শক্ত প্রমাণ আছে তাদের বিরুদ্ধে যেন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। আর যারা নির্দোষ তাদের যেন অযথা হয়রানি করা না হয় সে বিষয়টিও সমন্বয় করে দেখার নির্দেশনা দেওয়া হবে।

Header Ad
Header Ad

মিঠাপুকুরে ধর্ষকের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ

ধর্ষকের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ। ছবি: ঢাকাপ্রকাশ

রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) মিঠাপুকুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, ভূমিহীন সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেছেন।

আন্দোলনকারীরা মিঠাপুকুর উপজেলা চত্বর থেকে মিছিল সহ পদযাত্রা করে মিঠাপুকুর থানায় পৌঁছান এবং সেখান থেকে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং কুশপুত্তলিকা দাহ করেন। এতে ঢাকা-রংপুর মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ধর্ষকের গ্রেফতার, সর্বোচ্চ শাস্তি এবং ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকরের পাশাপাশি মিঠাপুকুর থানার বর্তমান ওসিকে অপসারণের দাবি জানান।

মিঠাপুকুর থানার বর্তমান ওসিকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: ঢাকাপ্রকাশ

পরবর্তীতে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের আশ্বস্ত করার চেষ্টা করেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানিয়ে দেন, যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষক গ্রেফতার না হয়, তবে আরও বড় ধরনের আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।

Header Ad
Header Ad

এবার মেহেদি হাসান ও বিপ্লব কুমার চাকরি থেকে বরখাস্ত

যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও ট্রাফিকের যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদি হাসান। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিএমপি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (দক্ষিণ) বিপ্লব কুমার সরকার ও ডিএমপির ট্রাফিকের (দক্ষিণ) যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদি হাসানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারিকৃত সিনিয়র সচিব নাসিমুল গণির সই করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) বিপ্লব কুমার সরকার এবং ডিএমপির ট্রাফিকের (দক্ষিণ) যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান গত বছরের ৬ আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সেহেতু, বিপ্লব কুমার সরকার এবং এস এম মেহেদী হাসানকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ২ (চ) বিধি অনুযায়ী ২০২৪ সালের ৬ আগস্ট থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আমাদের ব্যর্থতা আছে অস্বীকার করার উপায় নেই: আসিফ নজরুল
মিঠাপুকুরে ধর্ষকের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ
এবার মেহেদি হাসান ও বিপ্লব কুমার চাকরি থেকে বরখাস্ত
এমসি কলেজ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জামায়াত আমিরের দায় স্বীকার  
লালমনিরহাটে জামাত-শিবিরের কলেজ দখলের চেষ্টা
গাইবান্ধায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার  
এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চ্যানেল ‘চ্যানেল ওয়ান’ সম্প্রচারে বাধা নেই  
নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার অভিযোগ  
‘ডু অর ডাই’ ম্যাচে নিউজল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ
আ:লীগ পাচার হওয়া অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা  
বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি সোনা ছিনতাই    
চট্টগ্রাম কলেজে ছাত্রদলের ওপর ছাত্রশিবিরের হামলা
সেমিফাইনালের পথে ভারত, কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানের হার
নাহিদের পদত্যাগ নিয়ে যা জানা গেল
দুর্ঘটনায় আহত ছেলেকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল মায়ের
অতিরিক্ত দুশ্চিন্তা দ্রুত মৃত্যু ডেকে আনে!
জীবন থাকতে কোনো স্থানীয় নির্বাচন করতে দেওয়া হবে না: ইঞ্জিনিয়ার ইশরাক
২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা, সরকারি ছুটি নিয়ে যা জানা গেল!
ঢাবির মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন, ছাত্রদলের নিন্দা