সেমি নিশ্চিতের ম্যাচে কিউইদের সামনে আয়ারল্যান্ড
চলমান বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্বে সব দল ইতোমধ্যে খেলে ফেলেছে ৪টি করে ম্যাচ। অথচ এখন পর্যন্ত কোনো দল পায়নি সেমির টিকিট। শুক্রবার (৪ নভেম্বর) থেকে হয়তো সেই চিত্রে আসবে বদল।
গ্রুপ ওয়ানে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে আগামীকাল মাঠে নামবে নিউজিল্যান্ড। প্রতিপক্ষ আগেই বিদায় নেওয়া আয়ারল্যান্ড। এই ম্যাচ জিতলেই কোনো হিসেব ছাড়া সেমিতে পা রাখবে কিউইরা। অ্যাডিলেডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার উপরে নিউজিল্যান্ড। সমান ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া (নেট রানের তারতম্যের কারণে)। এই গ্রুপে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে থাকা শ্রীলঙ্কারও সুযোগ আছে সেমিতে যাওয়ার।
আইরিশদের বিরুদ্ধে জয়ে চোখ কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের। যদিও অধিনায়ক হিসেবে তেমন উল্লেখযোগ্য ইনিংস তিনি খেলতে পারেননি। তিন ম্যাচে তার রান যথাক্রমে ২৩, ৮, ৪০।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সংবাদমাধ্যমকে কিউই অধিনায়ক বলেন, ‘আপনি সব সময় আরও ভালো করতে চাইবেন। তবে ক্রিকেট নিজস্ব চরিত্রের কারণেই কিছুটা ব্যতিক্রমী একটি খেলা। এখানে আপনাকে বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে এগুতে হবে। কোন সময় দারুণ ছন্দ পাচ্ছেন, আবার কোন সময় (রান পেতে) আপনাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে। আপনি সব সময় গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাইবেন। সুতরাং সেদিকে নজর রেখে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই খেলাটি সব সময় আমাদের জন্য চ্যালেঞ্জের।’
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ নিয়ে কিউই অধিনায়ক বলেন, ‘গ্রুপের শেষ ম্যাচ। আমাদের টার্গেট পূর্ণ তিন পয়েন্ট। সে লক্ষ্যেই খেলব আমরা।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ বার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড। তাতে শতভাগ জয় কিউইদের। ৪টিতেই জিতেছে তারা। আইরিশদের জয়ের ভান্ডার শূন্য।
এসজি