‘হতাশ’ বাভুমা, তাকিয়ে ডাচ ম্যাচে
সেমিফাইনাল থেকে এক জয় দূরে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার সিডনিতে এই দূরত্ব ঘুচানোর সৌভাগ্য হয়নি প্রোটিয়াদের। বৃষ্টি আইনে পাকিস্তানের কাছে ৩৩ রানে হেরে হতাশ অধিনায়ক টেম্বা বাভুমা। একইসঙ্গে ডাচ ম্যাচে তাকিয়ে তিনি।
সেমির সমীকরণটা প্রোটিয়াদের জন্য এখনো খুব সহজ। রবিবার অ্যাডিলেড ওভালে সুপার-টুয়েলভের দ্বিতীয় গ্রুপের ম্যাচে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ম্যাচটি জিতলেই সেরা চারে নাম লেখাবে চোকার্সরা। হারলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে নির্ভর করতে হবে অন্য ম্যাচের ফলের উপর।
বিশ্বমঞ্চে অন্যদের উপর নির্ভরশীল হতে চায় না দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের শেষটা জয়ে রাঙিয়ে নিজেদের যোগ্যতায় সেমি খেলতে চায় তারা। এমনটাই স্পষ্ট ছিল বাভুমার বক্তব্যে। পাকিস্তানের কাছে হারের পর প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘অ্যাডিলেডে নেদারল্যান্ডসের বিপক্ষে পরবর্তী ম্যাচটি অবশ্যই আমাদের জন্য বড় একটি ম্যাচ।’
এশিয়ার প্রতিপক্ষের বিপক্ষে বড় ব্যবধানে হারের আফসোসে পুড়ছেন বাভুমা। বিশেষ করে বোলারদের দুর্দান্ত শুরুর পরও। পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, ‘আমরা যেভাবে আমাদের বোলিং সেশন শেষ করেছি তা বেশ হতাশাজনক। দ্রুত তাদের ৫ উইকেপের পতন ঘটালেও ভালো স্কোর করার সুযোগ দিয়েছি। আমাদের নিজেদেরকে অনেক প্রশ্ন করতে হবে।’
বাভুমা যোগ করেন, ‘আমরা জানতাম যে (ম্যাচে) আবহাওয়া সমস্যার কারণ হতে চলেছে। উইকেট স্লাইডিং করছিল, স্লোয়ার বল গ্রিপ করছিল না। আমরা সম্ভবত বড় দিকটি একটু বেশি ব্যবহার করতে পারতাম।’
এমএমএ/