রিজওয়ানকে সরিয়ে শীর্ষে সূর্য
দুরন্ত ফর্মে আছেন ভারতের মারকুটে ব্যাটার সূর্যকুমার যাদব। তার পুরস্কার তিনি পেলেন আইসিসির র্যাঙ্কিংয়ে। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ের তালিকায় শীর্ষে উঠে এসেছেন সূর্যকুমার।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি হাফ সেঞ্চুরি রয়েছে সূর্যের। নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ বলে অপরাজিত থাকেন ৫১ রানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০ বলে খেলেন ৬৮ রানের ঝকঝকে ইনিংস।
বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষে স্থান করে নিলেন সূর্য। ৮৬৩ রেটিং নিয়ে শীর্ষে আছেন সূর্য। ভারতের পক্ষে সর্বোচ্চ ৮৯৭ রেটিং ছিল কোহলির। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে ১ হাজার ১৩ দিন শীর্ষে ছিলেন কোহলি।
৮৪২ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছেন রিজওয়ান। গত ৪ সেপ্টেম্বর থেকে শীর্ষে ছিলেন রিজওয়ান। শীর্ষ দশে উঠে এসেছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস, দক্ষিণ আফ্রিকার রিলি রুশো ও কোহলি।
বোলারদের র্যাঙ্কিং তালিকায় ৪ ধাপ এগিয়ে দ্বিতীয়স্থানে উঠেছেন শ্রীলঙ্কার হাসারাঙ্গা ডি সিলভা। ৭০০ রেটিং নিয়ে বোলারদের তালিকায় শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান। ২৫৫ রেটিং নিয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
এসজি