ফেক ফিল্ডিং নিয়ে আইসিসির দ্বারস্থ হবে বিসিবি
আইসিসি কোনো আসরে ২০১৫ সাল থেকে শুরু হয়েছে ভারত বাংলাদেশের মাঠের লড়াই। সেই লড়াইয়ের উত্তেজনার রেনু ছড়িয়ে পড়ে দর্শকদের মাঝে ।সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিল ব্যতিক্রম। দুই দলের ম্যাচ নিয়ে ছিল না দর্শকদের মাঝে তেমন কোনো উত্তেজনা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথার লড়াই। এমনকি সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব সরাসরি ভারতকে হারানোর কথা বলেননি।
তিনি জানিয়েছিলেন, ভারতকে হারাতে পারলে সেটা হবে আপসেট ।যদিও ভারতের কোচ রাহুল দ্রাবিড় বাংলাদেশকে সমীহ করে কথা বলেছিলেন। তবে শেষ পর্যন্ত দুই দলের ম্যাচ নিয়ে উত্তেজনার রেনু ঠিকই গড়িয়েছে। তবে সেটা খেলার আগে নয়, শেষে।
বৃষ্টির কারণে বন্ধ হওয়া খেলা আবার ভেজা মাঠে শুরু করা, পরে বিরাট কোহলির ফেক ফিল্ডিংয়ে আম্পিয়ারের দৃষ্টি এড়িয়ে যাওয়াতে বাংলাদেশকে পেনাল্টি হিসেবে ৫ রান বঞ্চিত করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল।
বিশেষ করে, ফেক ফিল্ডিং নিয়ে আজ বাংলাদেশ দল, বিসিবির কর্মকর্তা, গণমাধ্যম কর্মী এবং প্রবাসী বাংলাদেশীদের আলোচ্য বিষয় ছিল এটি। বিসিবি এটি নিয়ে আইসিসিতে অভিযোগ করবে বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তবে এখনই নয়, সময় নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে।
আজ তিনি টিম হোটেলে বাইরে বাংলাদেশ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে আসা বাংলাদেশের সাংবাদিকদের বলেন, ‘এটা তো স্কুল না কিছু হলেই হেডমাস্টারের কাছে নালিশ করবেন। তারপরও আমাদের মাথায় আছে এটা প্রোপার ফোরামে গিয়ে যেন কথা বলতে পারি সেটা আমাদের মাথায় আছে।’
বিষয়টি নিয়ে সাকিব মাঠেই আম্পায়ার ইরাসমাসের সঙ্গে কথা বলেছে জানিয়ে জালাল ইউনূস বলেন, কথা হয়েছে (সাকিবের সঙ্গে) আপনারা তো টিভিতেই দেখেছেন। সবই আপনারা চোখের সামনে দেখেছেন। দুটি ইস্যু ছিল। একটি ছিল ফেক থ্রো। ফেক থ্রোটা আম্পায়ারদের নোটিশে আনা হয়েছে। তবে আম্পায়ার বলেছে এটা খেয়াল করেনি। যার জন্য সে রিভিউতে যায়নি। সাকিব এটা নিয়ে অনেক আলাপ করেছে ইরাসমাসের সঙ্গে খেলার পরও আলাপ করেছে।
খেলা শুরু নিয়েও সাকিব আম্পায়ারের সঙ্গে কথা বলেছে বলে জানান জালাল ইউনুস। তিনি বলেন, একইসঙ্গে মাঠ ভেজা নিয়েই আলাপ হয়েছে। সাকিব বারবার বলেছিল আর একটু সময় নিয়ে মাঠটা শুকানোর পর খেলা শুরু করতে। কিন্তু আম্পায়ার্স ডিসিসন ইজ ফাইনাল। সে জন্য এখানে তর্ক বিতর্কের কোনো সুযোগ ছিল না। সিদ্ধান্ত একটা আপনি খেলবেন কি খেলবেন না।
এমপি/এমএমএ/