সঠিক পথেই আছে বাংলাদেশ
ভারতের বিপক্ষে ঘটনাবহুল ম্যাচের পর পাকিস্তানের বিপক্ষে খেলার আগে বাংলাদেশের বিরতি ৩ দিন। তাই বৃহস্পতিবার (৩ নভেম্বর) খেলোয়াড়দের দেওয়া হয়েছিল ছুটি। ছুটি পেয়ে খেলোয়াড়রা নিজেদের মতো করে সময় কাটিয়েছেন। কেউ গিয়েছেন ঘুরতে, কেউবা শপিং করতে। অনেকেই আবার স্ত্রী সন্তান নিয়ে গিয়েছেন। তারা বের হয়েছিলেন সপরিবারে। কিন্তু ঘুরে ফিরে ছিল ভারতের বিপক্ষে বাংলাদেশের ঘটনাবহুল ম্যাচের কাহিনী। বিশেষ করে ফেক ফিল্ডিং থেকে পেনাল্টি হিসাবে ৫ রান না পাওয়া। আর বাংলাদেশ হেরেও ছিল এই ৫ রানে। ফেক ফিল্ডিংয়ের এই ঘটনায় অনেকটাই আড়ালে পড়ে গেছে বাংলাদেশের লড়াকু খেলা।
জয়-পরাজয় খেলারই অংশ। কিন্তু সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলের অবস্থা ছিল খুবই নাজুক। হারকে মেনে নিয়েই খেলতে নামত এবং এক একটি হার ছিল খুবই বাজেভাবে। ভারতের বিপক্ষে খেলতে নামার আগে ৪ ম্যাচের দুটিতে জয় পাওয়া বাংলাদেশ দল ভারতকে তো প্রায় হারিয়ে দিয়েছিল। যদি বৃষ্টির পর ভেজা মাঠে খেলা শুরু না হতো এবং ফেক ফিল্ডিং থেকে পেনাল্টি হিসাবে ৫ রান পেত তাহলে জয়ের মালা বাংলাদেশই পড়ত।
তবে হেরে গেলেও বাংলাদেশের খেলায় সন্তুষ্ট সবাই। এমনটি জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। আ্যডিলেডের টিম হোটেলের বাইরে তিনি সাংবাদিকদের বলেন, চ্যাম্পিয়ন বা সেমিফাইনালের চিন্তা আমাদের ছিল না। আমাদের লক্ষ্য ছিল প্রতিটি ম্যাচ ধরে খেলা। সবার কাছে বার্তা ছিল এমনই। ম্যাচ বাই ম্যাচ ফোকাস করা। যখন যে ম্যাচ আসবে, সেই ম্যাচে ইতিবাচক মনোভাব নিয়ে খেলা। এতে আমরা জিততেও পারি। ভারতের বিপক্ষে জিততে পারলে আমরা অনেক এগিয়ে থাকতাম হয়তো। তারপরও আমরা খুশি অনেক ভালো খেলেছি।
টি-টোয়েন্টি ক্রিকেটে শ্রীধরন শ্রীরাম টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেওয়ার পর দলে অনেক ওলট-পালট হয়েছে। জালাল ইউনুস মনে করেন এই ওলট-পালটে দল সঠিক পথেই আছে। তিনি বলেন, অবশ্যই আমরা সঠিক পথে আছি। বাংলাদেশ দলে অনেক বদল এসেছে, অনেক পরিবর্তন এসেছে। ক্রিকেটারদের মাঝে এজন্য অনেকে সমালোচনা করেছে আবার অনেকে স্বাগত জানিয়েছে। এখন ভালো করার সময় চলে এসেছে। আমরা মনে করি সঠিক পথেই আছি। সময় লাগবে, ধৈর্য লাগবে।
এমপি/এসজি