বাংলাদেশের ৫ রানের হার এবং ফেক ফিল্ডিংয়ে ৫ রান না পাওয়া
ভারতের সঙ্গে চরম উত্তেজনা পূর্ণ ম্যাচে বাংলাদেশ হেরেছে ৫ রানে। কিন্তু এই পাঁচ রানের ঘাটতি বাংলাদেশ পূরণ করে ফেলত যদি ফেক ফিল্ডিং থেকে পাঁচ রান পেয়ে যেত। এই ৫ রান না পাওয়ার অভিযোগ করেছেন খেলা শেষে মিক্সড জুনে এসে কথা বলা বাংলাদেশ দলের উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
৫ রানে হার, ফেক ফিল্ডিং থেকে পেনাল্টি হিসেবে ৫ রান না পাওয়া, যে কারণে বিষয়টি খুব বেশি আলোচনায় চলে এসেছে খেলা শেষে।
ভারতের ১৮৪ রান তাড়া করতে নেমে দারুণ সূচনা করা বাংলাদেশ বৃষ্টির পর ছন্দ হারিয়ে ফেলে। প্রথম ওভারেই হারিয়ে ফেলে লিটন দাসকে তারপর এলোমেলো। সেখান থেকে পরে তাসকিন ও নুরুল হাসান এর দারুণ কামব্যাক দেখে শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ রানের। শেষ বলে ৭। রান ছক্কা মারলে টাই। সেখানে ১ রানে নিতে পারে বাংলাদেশ।
নুরুল হাসান সোহান কোন ওভারের কোন বলে এই ফেক ফিল্ডিং হয়েছে তা তিনি অবশ্য জানাতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় বৃষ্টির আগে ইনিংসের সপ্তম ওভারের দ্বিতীয় বলে ঘটনা ছিল এটি। বোলার ছিলেন অক্ষর প্যাটেল, ফিল্ডার ছিলেন বিরাট কোহলি। এ নিয়ে সেসময় ক্রিজে থাকা ওপেনার নাজমুল হোসেন শান্ত আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু আম্পায়ার দেখেননি বলে বিষয়টি এড়িয়ে যান। ইচ্ছে করলে আম্পায়ার তখন থার্ড আম্পায়ারের সাহায্য নিতে পারতেন। এসময় লেগ আম্পায়ারের খুব কাছেই ছিলেন বিরাট কোহলি প্রয়োজনে দুই আম্পায়ার আলাপ করতে পারতেন। কিন্তু সেটিও তারা করেননি।
একসময় এই ফেক ফিল্ডিং খুব বেশি হতো ক্রিকেট মাঠে। এতে করে ব্যাটসম্যানরা বিব্রত হতেন। কখনো রান আউট হতেন। যে কারণে ২০১৭ সালে আইসিসি নতুন এই নিয়ম চালু করে ফেক ফিল্ডিং করলে পেনাল্টি হবে ৫ রান। ক্রিকেট আইনের ৪১.৫. ১ ধারায় উল্লেখ করা হয়েছে, 'ব্যাটসম্যান বল খেলার পর কোনো ফিল্ডার যদি ইচ্ছাকৃতভাবে ব্যাটসম্যানের মনোযোগ নষ্ট করার বা ধোকা দেওয়ার চেষ্টা করেন সেটা আনফেয়ার হিসেবে গণ্য করা হবে।' সিদ্ধান্ত নেবেন ফিল্ড আম্পায়ার তিনি যদি মনে করেন সেরকম কিছু ঘটেছে সে বলটিকে ডেড বল ঘোষণা করে ব্যাটিং সাইট ৫ রান পেনাল্টি হিসেবে পাবে।
এ নিয়ে নুরুল হাসান সোহান বলেন, একটি ফেক ফিল্ডিং ছিল, যেখান থেকে পেনাল্টি হিসেবে আমরা পাঁচ রান পেতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমরা পাইনি।'
এমপি/এসএন